ETV Bharat / state

নোবেল চুরির 17 বছর পর রবীন্দ্রভবনের নিরাপত্তায় আধুনিক ওয়াচ টাওয়ার - অত্যাধুনিক ওয়াচ টাওয়ার

রবীন্দ্রভবনের ঠিক পেছনে লালবাঁধের দু'পারে 20 ফুট উচ্চতার দুটি ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে । সর্বক্ষণ এই ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালাবে সশস্ত্র নিরাপত্তারক্ষীরা । থাকবে ওয়াচ লাইট ও দূরবীক্ষণ যন্ত্র ।

s
s
author img

By

Published : Jul 19, 2021, 7:24 PM IST

শান্তিনিকেতন, 19 জুলাই : বিশ্বভারতীর রবীন্দ্রভবন থেকে খোয়া গিয়েছিল নোবেল পদক । চুরি যাওয়ার 17 বছর পর ওই ভবনের নজরদারিতে তৈরি হচ্ছে আধুনিক ওয়াচ টাওয়ার ৷ রবীন্দ্রভবনের ঠিক পেছনে লালবাঁধের দু'পারে 20 ফুট উচ্চতার দুটি ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে । সর্বক্ষণ এই ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালাবে সশস্ত্র নিরাপত্তারক্ষীরা । থাকবে ওয়াচ লাইট ও দূরবীক্ষণ যন্ত্রও ।

2004 সালের 25 মার্চ শান্তিনিকেতনের রবীন্দ্রভবন সংগ্রহশালা থেকে খোয়া গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক । নিন্দার ঝড় উঠেছিল গোটা বিশ্বে ৷ এর পর কোটি টাকা ব্যয়ে ঢেলে সাজানো হয় বিশ্বভারতীর নিরাপত্তা ব্যবস্থা । মোতায়েন করা হয় বেসরকারি এজেন্সির নিরাপত্তারক্ষী । যদিও এর পরেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে । কখনও কেন্দ্রীয় কার্যালয়ে কম্পিউটার চুরি, কখনও বিভিন্ন ভবন থেকে খোয়া গিয়েছে পড়াশোনার সামগ্রী । এছাড়াও বিশ্বভারতী চত্বরের একাধিক চন্দন গাছ কাটা গিয়েছে রাতের অন্ধকারে ।

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত বলেন, "নিরাপত্তার বিষয়টি জোর দিতেই দ্রুততার সঙ্গে এই প্রকল্পের কাজ হচ্ছে । 2016 সালেই এই প্রকল্পে অর্থ বরাদ্দ করা হয়েছিল ।"

রবীন্দ্রভবনের নিরাপত্তায় ওয়াচ টাওয়ার বিশ্বভারতীতে

আরও পড়ুন: Visva-Bharati : অধ্যাপকের সম্মানহানি, বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের

আসল নোবেল খোয়া গেলেও রবীন্দ্রভবনের সংগ্রহশালায় এখনও রয়েছে নোবেল পদকের রেপ্লিকা সহ বহু মূল্যবান সামগ্রী । নতুন করে যাতে চুরির ঘটনা না ঘটে, তার জন্যই এবার ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হল ৷

শান্তিনিকেতন, 19 জুলাই : বিশ্বভারতীর রবীন্দ্রভবন থেকে খোয়া গিয়েছিল নোবেল পদক । চুরি যাওয়ার 17 বছর পর ওই ভবনের নজরদারিতে তৈরি হচ্ছে আধুনিক ওয়াচ টাওয়ার ৷ রবীন্দ্রভবনের ঠিক পেছনে লালবাঁধের দু'পারে 20 ফুট উচ্চতার দুটি ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে । সর্বক্ষণ এই ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালাবে সশস্ত্র নিরাপত্তারক্ষীরা । থাকবে ওয়াচ লাইট ও দূরবীক্ষণ যন্ত্রও ।

2004 সালের 25 মার্চ শান্তিনিকেতনের রবীন্দ্রভবন সংগ্রহশালা থেকে খোয়া গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক । নিন্দার ঝড় উঠেছিল গোটা বিশ্বে ৷ এর পর কোটি টাকা ব্যয়ে ঢেলে সাজানো হয় বিশ্বভারতীর নিরাপত্তা ব্যবস্থা । মোতায়েন করা হয় বেসরকারি এজেন্সির নিরাপত্তারক্ষী । যদিও এর পরেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে । কখনও কেন্দ্রীয় কার্যালয়ে কম্পিউটার চুরি, কখনও বিভিন্ন ভবন থেকে খোয়া গিয়েছে পড়াশোনার সামগ্রী । এছাড়াও বিশ্বভারতী চত্বরের একাধিক চন্দন গাছ কাটা গিয়েছে রাতের অন্ধকারে ।

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত বলেন, "নিরাপত্তার বিষয়টি জোর দিতেই দ্রুততার সঙ্গে এই প্রকল্পের কাজ হচ্ছে । 2016 সালেই এই প্রকল্পে অর্থ বরাদ্দ করা হয়েছিল ।"

রবীন্দ্রভবনের নিরাপত্তায় ওয়াচ টাওয়ার বিশ্বভারতীতে

আরও পড়ুন: Visva-Bharati : অধ্যাপকের সম্মানহানি, বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের

আসল নোবেল খোয়া গেলেও রবীন্দ্রভবনের সংগ্রহশালায় এখনও রয়েছে নোবেল পদকের রেপ্লিকা সহ বহু মূল্যবান সামগ্রী । নতুন করে যাতে চুরির ঘটনা না ঘটে, তার জন্যই এবার ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.