বোলপুর, 9 ডিসেম্বর : একাধিক ভোটার কার্ড পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিডিও অফিসের বিরুদ্ধে । বোলপুর বিডিও অফিসের ঠিক পেছনে ভোটার কার্ড পোড়াতে দেখা যায় । নিয়ম বহির্ভূত ভাবে ভোটার কার্ডগুলি পোড়ানো হচ্ছে বলে অভিযোগ তোলে বিজেপি । যদিও, বাতিল ভোটার কার্ডগুলি নষ্ট করা হচ্ছিল বলে দাবি করেন বোলপুরের বিডিও ।
বোলপুর বিডিও অফিস ও পঞ্চায়েত সমিতির দপ্তর একই সঙ্গে । এই দপ্তর চত্বরে পেছনের দিকে একাধিক ভোটার কার্ড পুড়িয়ে দিতে দেখা গেল । স্তূপ করে সচিত্র পরিচয় পত্রগুলি পড়ানো হচ্ছিল । অর্ধ দগ্ধ ভোটার কার্ডগুলি দেখে জানা গিয়েছে সুরুল, বোলপুর, রুপপুর প্রভৃতি এলাকার মানুষজনের ভোটার কার্ড ছিল সেগুলি । বিধানসভা নির্বাচনের ঠিক আগে ভোটার কার্ড সংশোধন ও নতুন ভোটার কার্ড করার কাজ চলছে । সেই সময় সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে সচিত্র পরিচয় পত্রগুলি পুড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলে বিজেপি।
বিজেপি জেলা সহ-সভাপতি বলাই চট্টোপাধ্যায় বলেন, "সম্পূর্ণ বেআইনি ভাবে এই কাজ করা হচ্ছে। সামনে বিধানসভা নির্বাচন তাই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভোটার কার্ড পুড়িয়ে দেওয়া হচ্ছে । আমরা এসডিও, ডিএম-এর কাছে অভিযোগ করব এই বিষয়ে ।"
যদিও, এই প্রসঙ্গে বোলপুরের বিডিও শেখর সাঁই বলেন, "ওগুলো বাতিল ভোটার কার্ড । নিয়মমাফিক নষ্ট করার কথা । তাই করছিলাম আমরা । তবে সঠিকভাবে হয়েছে কি না দেখে নেব ।’’