শান্তিনিকেতন, 12 ডিসেম্বর : হচ্ছে না পৌষমেলা ৷ তবে কোরোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হবে পৌষ উৎসবের ৷ সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোরোনা পরিস্থিতিতে কীভাবে পৌষ উৎসবের আয়োজন করা হবে সেই মর্মে আজ বৈঠক করে বিশ্বভারতী কর্তৃপক্ষ । উপাচার্যের তত্ত্বাবধানে বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে এই বৈঠক হয় ।
চার দিন প্রথা মেনেই পালিত হবে পৌষ উৎসবের বিভিন্ন অনুষ্ঠান। তবে বিশ্বভারতী কর্তৃপক্ষ সূত্রে খবর, পৌষ উৎসবে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী ৷ কোরোনা পরিস্থিতি সহ একাধিক কারণে এই বছর হচ্ছে না পৌষ মেলা ৷ 6 পৌষ থেকে শুরু হবে পৌষ উৎসবের ৷ অপরদিকে 4 পৌষ বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবস ৷ এই উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ককে ।
উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে আজকের বৈঠকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মসচিবসহ বিভিন্ন বিভাগের প্রধান ও অন্য আধিকারিকরা ৷