ETV Bharat / state

Visvabharati Professor Sudipta Das : ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে গবেষণায় জাপান থেকে ডাক পেলেন বিশ্বভারতীর অধ্যাপক - বিশ্বভারতীর জাপানি ভবনের অধ্যাপক সুদীপ্ত দাস

জাপান সোসাইটি অফ দ্য প্রোমোশন সায়েন্সে গবেষণার জন্য যাচ্ছেন বিশ্বভারতীর জাপানি ভবনের অধ্যাপক সুদীপ্ত দাস (Visvabharati Professor Sudipta Das) ৷ স্বাধীনতা আন্দোলনের সময় ভারত ও জাপান সম্পর্ক কেমন ছিল, তা নিয়ে গবেষণা করবেন তিনি ৷

visvabharati professor going to japan for research on indo japan relation before independence
Visvabharati Professor Sudipta Das : স্বাধীনতার আগে ভারত-জাপান সম্পর্ক নিয়ে গবেষণায় জাপান থেকে ডাক পেলেন বিশ্বভারতীর অধ্যাপক
author img

By

Published : Dec 31, 2021, 7:07 PM IST

শান্তিনিকেতন, 31 ডিসেম্বর : স্বাধীনতা আন্দোলনের সময় ভারত ও জাপান সম্পর্ক কেমন ছিল, তা নিয়ে গবেষণার জন্য জাপান সরকারের কাছ থেকে ডাক পেলেন বিশ্বভারতীর অধ্যাপক সুদীপ্ত দাস (Visvabharati Professor Sudipta Das) ৷ তিনিই প্রথম ভারতীয় যিনি এই গবেষণার জন্য জাপান সোসাইটি অফ দ্য প্রোমোশন সায়েন্সে যাচ্ছেন (visvabharati professor going to japan for research on indo japan relation before independence) ৷

চিন, আমেরিকা, ইতালি, কাজাকিস্তান, পর্তুগাল, অস্ট্রেলিয়ার মতো দেশ থেকে 115 জন জাপান সরকারের ডাক পেয়েছেন গবেষণার জন্য ৷ তাঁদের মধ্যেই রয়েছেন বিশ্বভারতীর ওই অধ্যাপক ৷ এরা আগেও জাপানি হরফে গবেষণা পত্র প্রকাশ করেছিলেন বিশ্বভারতীর (Visvabharati University) জাপানি ভবনের অধ্যাপক সুদীপ্ত ৷ ওই গবেষণায় তিনিই ছিলেন প্রথম ভারতীয় ৷

Visvabharati Professor Sudipta Das : স্বাধীনতার আগে ভারত-জাপান সম্পর্ক নিয়ে গবেষণায় জাপান থেকে ডাক পেলেন বিশ্বভারতীর অধ্যাপক

এই সংক্রান্ত গবেষণা করতে 2022 সালের 1 এপ্রিল দুই বছরের জন্য জাপান যাচ্ছেন বিশ্বভারতীর ওই অধ্যাপক । ইতিমধ্যে জাপান সরকারের তরফে চিঠি দিয়ে তাঁকে আহ্বান জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Students Protesting at Visva-Bharati : ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, অভিযোগে বিশ্বভারতীতে বিক্ষোভ

অধ্যাপক সুদীপ্ত দাস বলেন, "আমিই প্রথম ভারতীয় যিনি এই গবেষণার জন্য জাপান থেকে ডাক পেয়েছি ৷ স্বাধীনতার আগে ভারত-জাপান সম্পর্ক (India Japan Relation) নিয়ে গবেষণা করব ৷ বহু তথ্য উঠে আসবে ৷ আমি গর্বিত এই ধরনের গবেষণার জন্য প্রথম ভারতীয় হিসাবে যাওয়ার সুযোগ পেয়ে ৷"

শান্তিনিকেতন, 31 ডিসেম্বর : স্বাধীনতা আন্দোলনের সময় ভারত ও জাপান সম্পর্ক কেমন ছিল, তা নিয়ে গবেষণার জন্য জাপান সরকারের কাছ থেকে ডাক পেলেন বিশ্বভারতীর অধ্যাপক সুদীপ্ত দাস (Visvabharati Professor Sudipta Das) ৷ তিনিই প্রথম ভারতীয় যিনি এই গবেষণার জন্য জাপান সোসাইটি অফ দ্য প্রোমোশন সায়েন্সে যাচ্ছেন (visvabharati professor going to japan for research on indo japan relation before independence) ৷

চিন, আমেরিকা, ইতালি, কাজাকিস্তান, পর্তুগাল, অস্ট্রেলিয়ার মতো দেশ থেকে 115 জন জাপান সরকারের ডাক পেয়েছেন গবেষণার জন্য ৷ তাঁদের মধ্যেই রয়েছেন বিশ্বভারতীর ওই অধ্যাপক ৷ এরা আগেও জাপানি হরফে গবেষণা পত্র প্রকাশ করেছিলেন বিশ্বভারতীর (Visvabharati University) জাপানি ভবনের অধ্যাপক সুদীপ্ত ৷ ওই গবেষণায় তিনিই ছিলেন প্রথম ভারতীয় ৷

Visvabharati Professor Sudipta Das : স্বাধীনতার আগে ভারত-জাপান সম্পর্ক নিয়ে গবেষণায় জাপান থেকে ডাক পেলেন বিশ্বভারতীর অধ্যাপক

এই সংক্রান্ত গবেষণা করতে 2022 সালের 1 এপ্রিল দুই বছরের জন্য জাপান যাচ্ছেন বিশ্বভারতীর ওই অধ্যাপক । ইতিমধ্যে জাপান সরকারের তরফে চিঠি দিয়ে তাঁকে আহ্বান জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Students Protesting at Visva-Bharati : ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, অভিযোগে বিশ্বভারতীতে বিক্ষোভ

অধ্যাপক সুদীপ্ত দাস বলেন, "আমিই প্রথম ভারতীয় যিনি এই গবেষণার জন্য জাপান থেকে ডাক পেয়েছি ৷ স্বাধীনতার আগে ভারত-জাপান সম্পর্ক (India Japan Relation) নিয়ে গবেষণা করব ৷ বহু তথ্য উঠে আসবে ৷ আমি গর্বিত এই ধরনের গবেষণার জন্য প্রথম ভারতীয় হিসাবে যাওয়ার সুযোগ পেয়ে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.