শান্তিনিকেতন, 27 সেপ্টেম্বর : বিশ্বভারতী কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করল কলকাতা হাইকোর্টের প্রতিনিধিদল । বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টা আলোচনা চলে । যদিও কী আলোচনা হল বৈঠকে সেই নিয়ে কোনও পক্ষই কোনও মন্তব্য করেনি ।
পৌষমেলার মাঠে প্রাচীর সংক্রান্ত বিবাদ প্রসঙ্গে তদন্ত কমিটি গঠন হয়েছে । সেই বিষয়ে আলোচনা করতেই গতকাল বিশ্বভারতীতে আসে প্রতিনিধি দল । আশ্রমিক, পড়ুয়া, স্থানীয় বাসিন্দা এবং বোলপুর ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনা করে । আজ আবার বৈঠক করে তারা ।
17 আগস্ট পৌষমেলার মাঠে প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধে । বোলপুর-শান্তিনিকেতনের লোকজন চড়াও হয়ে রীতিমতো তাণ্ডব চালায় বিশ্বভারতীজুড়ে । দেখা যায় স্থানীয় তৃণমূলের নেতাকর্মীদেরও । বিশ্বভারতীর ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে প্রধান বিচারপতির নির্দেশে গঠিত হয় চার সদস্যের প্রতিনিধি দল । 20 সেপ্টেম্বর প্রথম বিশ্বভারতীতে আসে এই প্রতিনিধি দল । আজ দ্বিতীয়বার বিশ্বভারতীতে আসে তারা ।
বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করে কলকাতা হাইকোর্টের চার সদস্যের প্রতিনিধিদল । প্রতিনিধিদলের সদস্যরা প্রথমে জেলাশাসক মৌমিতা গোদারা বসু ও জেলা পুলিশ সুপার শ্যাম সিংয়ের সঙ্গে কথা বলেন । পরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতোর সঙ্গে কথা বলেন । প্রায় দেড় ঘণ্টা চলে বৈঠক । কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরিয়ে বিশ্বভারতীর সংগীত ভবনের কাছে নব নির্মিত প্রাচীর দেখতে যান বিচারপতিরা । যদিও এদিনের আলোচনা প্রসঙ্গে কোনও পক্ষই কোনও মন্তব্য করতে চায়নি ।
গত দিন এই প্রতিনিধি দল শান্তিনিকেতনের আশ্রমিক, পড়ুয়া, স্থানীয় বাসিন্দা ও বোলপুর ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলেন । "তদন্ত কমিটি নিরপেক্ষ নয়", এই অভিযোগ তুলে বৈঠক করে বোলপুর ব্যবসায়ী সমিতি ।