বোলপুর, 23 আগস্ট : "রবীন্দ্রনাথ ঠাকুর বহিরাগত ! ওঁর উপাচার্য হওয়ার যোগ্যতা আছে কি না জানি না", বললেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । তিনি আরও বলেন, "বিশ্বভারতীর ঐতিহ্য খোলা মাঠ, পাঁচিল দিয়ে ঘেরা জেলখানা নয়।" রবিবার বোলপুর তৃণমূল কার্যালয়ে সদ্য দলে যোগ দেওয়া যুবকদের নিয়ে একটি বৈঠক করেন অনুব্রত মণ্ডল। সেখানেই একথা বলেন তিনি।
পাঁচিল বিতর্কের পর বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী একটি খোলা চিঠিতে জানান, "গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বহিরাগত ছিলেন। তিনি যদি এই অঞ্চল পছন্দ না করতেন তবে বিশ্বভারতী এখানে বিকশিত হত না।" এই প্রসঙ্গেই তৃণমূল জেলা সভাপতি বলেন, "যিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বহিরাগত বলেন, তাঁর উপাচার্য হওয়ার যোগ্যতা আছে কি না জানি না। মানুষ এটা কীভাবে নেয় দেখুন । কোনও শিক্ষিত মানুষ এই ধরনের কথা বলতে পারেন না। অসুস্থরা বলে, নয় তো পাগলে বলে।"
অনুব্রত মণ্ডলের কথায়, "বিশ্বভারতীর ঐতিহ্য খোলা মাঠ, প্রাচীর দিয়ে ঘেরা জেলখানা নয়। দশ ফুটের পাঁচিল হয় নাকি ? এটা কি জেলখানা ?"
রবিবার বোলপুরে তৃণমূল কার্যালয়ে প্রায় 500 যুবক যুবতিকে সঙ্গে নিয়ে রাজনৈতিক পর্যালোচনা করেন তৃণমূল জেলা সভাপতি। এই পর্যালোচনায় উপস্থিত ছিলেন দলীয় নেতা তথা রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূলের সহ সভাপতি অভিজিৎ সিংহ প্রমুখ।
আজ অনুব্রত মণ্ডলের হাত ধরে বেশ কয়েকজন ABVP সদস্য তৃণমূলে যোগ দেন। সে প্রসঙ্গে বীরভূম জেলা সভাপতি বলেন, "যুবকরাই দলের ভবিষ্যৎ। অভিষেক যুবকদের নিয়ে এই দলটা বানিয়েছে। তাঁকেও ধন্যবাদ জানাই।"