ETV Bharat / state

Testing - Shall be corrected later বসন্ত উৎসবে অশালীন আচরণ করলে ব্যবস্থা, জানাল বিশ্বভারতী কর্তৃপক্ষ

আশ্রম চত্বরে অশালীন আচরণ করলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে পুলিশ। তার জন্য সংগীত ভবন চত্বরে থাকবে পুলিশ ক্যাম্প। থাকবে অস্থায়ী লকাপও। সাংবাদিক বৈঠক করে এমনই জানালেন বিশ্বভারতী কর্তৃপক্ষ।

বিশ্বভারতী কর্তৃপক্ষ
author img

By

Published : Mar 19, 2019, 11:53 AM IST

Updated : Mar 19, 2019, 12:24 PM IST

Testing - Shall be corrected later

শান্তিনিকেতন, ১৯ মার্চ : এবার বিশ্বভারতীর বসন্ত উৎসবে নিরাপত্তার জন্য থাকলে CCTV ক্যামেরা, ড্রোন ক্যামেরা। আশ্রম চত্বরে অশালীন আচরণ করলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে পুলিশ। তার জন্য সংগীত ভবন চত্বরে থাকবে পুলিশ ক্যাম্প। থাকবে অস্থায়ী লকাপও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিলেন ভারপ্রাপ্ত কর্মসচিব সৌগত চট্টোপাধ্যায় ও অধ্যাপক অমর্ত্য মুখোপাধ্যায়। উৎসবের কর্মসূচি, নিয়মাবলি ও রুট ঘোষণাও করা হয় কর্তৃপক্ষের তরফে।

২০ মার্চ সন্ধে ৭টায় আশ্রম মাঠে সূচনা হবে বসন্ত উৎসবের। পরিবেশিত হবে নাট্যগীতি। রাত ৯টায় গৌর প্রাঙ্গনে হবে বৈতালিক। পরদিন ২১ মার্চ গৌর প্রাঙ্গনে হবে বৈতালিক। সকাল ৭টায় শোভাযাত্রা ও মঞ্চের মূল অনুষ্ঠান হবে আশ্রম মাঠে। সন্ধের সময় পরিবেশিত হবে নৃত্যনাট্য শ্যামা। প্রচুর ছাত্রছাত্রী, অধ্যাপক এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। বাইরে থেকে যারা আসবেন, তাঁদের সুবিধার্থে ও নিরাপত্তা সুনিশ্চিত করতে থাকছে CCTV ও ড্রোন ক্যামেরা।

স্বচ্ছ ভারত প্রকল্পের আওতায় এবারের বসন্ত উৎসবে স্বচ্ছতার উপরই জোর দিচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা, পলাশ নিধন, খারাপ রঙের ব্যবহার রুখতেও চলবে বিশেষ নজরদারি।

জলের জন্য বোতল, পাউচ সরবরাহ করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আশ্রম মাঠে প্রবেশের জন্য বেশ কয়েকটি ড্রপ গেট করা হয়েছে। এবার বসন্ত উৎসবে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে স্বচ্ছতার উপর।

Testing - Shall be corrected later

শান্তিনিকেতন, ১৯ মার্চ : এবার বিশ্বভারতীর বসন্ত উৎসবে নিরাপত্তার জন্য থাকলে CCTV ক্যামেরা, ড্রোন ক্যামেরা। আশ্রম চত্বরে অশালীন আচরণ করলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে পুলিশ। তার জন্য সংগীত ভবন চত্বরে থাকবে পুলিশ ক্যাম্প। থাকবে অস্থায়ী লকাপও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিলেন ভারপ্রাপ্ত কর্মসচিব সৌগত চট্টোপাধ্যায় ও অধ্যাপক অমর্ত্য মুখোপাধ্যায়। উৎসবের কর্মসূচি, নিয়মাবলি ও রুট ঘোষণাও করা হয় কর্তৃপক্ষের তরফে।

২০ মার্চ সন্ধে ৭টায় আশ্রম মাঠে সূচনা হবে বসন্ত উৎসবের। পরিবেশিত হবে নাট্যগীতি। রাত ৯টায় গৌর প্রাঙ্গনে হবে বৈতালিক। পরদিন ২১ মার্চ গৌর প্রাঙ্গনে হবে বৈতালিক। সকাল ৭টায় শোভাযাত্রা ও মঞ্চের মূল অনুষ্ঠান হবে আশ্রম মাঠে। সন্ধের সময় পরিবেশিত হবে নৃত্যনাট্য শ্যামা। প্রচুর ছাত্রছাত্রী, অধ্যাপক এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। বাইরে থেকে যারা আসবেন, তাঁদের সুবিধার্থে ও নিরাপত্তা সুনিশ্চিত করতে থাকছে CCTV ও ড্রোন ক্যামেরা।

স্বচ্ছ ভারত প্রকল্পের আওতায় এবারের বসন্ত উৎসবে স্বচ্ছতার উপরই জোর দিচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা, পলাশ নিধন, খারাপ রঙের ব্যবহার রুখতেও চলবে বিশেষ নজরদারি।

জলের জন্য বোতল, পাউচ সরবরাহ করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আশ্রম মাঠে প্রবেশের জন্য বেশ কয়েকটি ড্রপ গেট করা হয়েছে। এবার বসন্ত উৎসবে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে স্বচ্ছতার উপর।

sample description
Last Updated : Mar 19, 2019, 12:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.