ETV Bharat / state

Shantiniketan Poush Mela: 2 বছর পর ফের পৌষমেলার উদ্যোগ বিশ্বভারতীর, সহযোগিতা চেয়ে স্বরাষ্ট্র সচিবকে চিঠি উপাচার্যের - Visva Bharati VC Bidyut Chakrabarty

সংক্রমণের জেরে গত দু’বছরে পৌষমেলা হয়নি শান্তিনিকেতনে ৷ এ বার পৌষমেলা করতে চেয়ে স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (Visva-Bharati VC Bidyut Chakrabarty Writes Letter to Home Secretary for Poush Mela) ৷ রাজ্য সরকারের কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে ৷ সেই সঙ্গে শান্তিনিকেতন ট্রাস্টকেও প্রস্তুতির আর্জি জানিয়ে চিঠি দিয়েছে বিশ্বভারতী কর্মী-পরিষদ ৷

visva-bharati-vc-bidyut-chakrabarty-writes-letter-to-home-secretary-for-organise-poush-mela
visva-bharati-vc-bidyut-chakrabarty-writes-letter-to-home-secretary-for-organise-poush-mela
author img

By

Published : Jul 10, 2022, 5:36 PM IST

শান্তিনিকেতন, 10 জুলাই: 2 বছর বন্ধ থাকার পর, এ বার পৌষমেলা করতে চেয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিলেন বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Visva Bharati VC Bidyut Chakrabarty Writes Letter to Home Secretary for Poush Mela) ৷ পাশাপাশি, মেলার প্রস্তুতি নেওয়ার আর্জি জানিয়ে শান্তিনিকেতন ট্রাস্টকেও চিঠি দিয়েছে বিশ্বভারতী কর্মী-পরিষদ ৷ ফলে আশা করা হচ্ছে, এ বছর শান্তিনিকেতনে পৌষ মেলা হবে ৷ তবে, এক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷

শীতের শান্তিনিকেতনে অন্যতম উৎসব হল ‘পৌষ উৎসব’ ৷ এই উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর 23 ডিসেম্বর থেকে পূর্বপল্লীর মাঠে পৌষ মেলা বসে ৷ করোনা সংক্রমণের জেরে 2020 ও 2021 সালে পৌষমেলা হয়নি ৷ এই পৌষমেলা একদিকে যেমন শান্তিনিকেতনের সংস্কৃতির ধারক ও বাহক ৷ অন্যদিকে, বোলপুর-শান্তিনিকেতনের আর্থসামাজিক উন্নয়ন অনেকটাই নির্ভর করে এই মেলার উপর ৷

পৌষমেলার আয়োজনে বিশ্বভারতীর তরফে সহযোগিতা চেয়ে স্বরাষ্ট্র সচিবকে চিঠি

তবে, বিশ্বভারতী কর্তৃপক্ষের একার পক্ষে মেলা করা সম্ভব নয় ৷ তাই রাজ্য সরকারের সহযোগিতা চেয়ে স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ এর গুরুত্ব বিবেচনা করে, এ বছর পৌষমেলার আয়োজন করতে চেয়ে শান্তিনিকেতন ট্রাস্টকে চিঠিও দিয়েছে বিশ্বভারতী কর্মী-পরিষদ ৷ ট্রাস্টকে এই বিষয়ে সামগ্রিক ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে ৷ অর্থাৎ, এ বছর ঐতিহ্যবাহী পৌষমেলা পুনরায় বসতে পারে, এমনই ইঙ্গিত দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: হচ্ছে না পৌষমেলা, পৌষ উৎসবে আমন্ত্রিত প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

বিশ্বভারতীর কর্মী-পরিষদের যুগ্ম সম্পাদক কিশোর ভট্টাচার্য বলেন, ‘‘দু’বছর কোভিডের জন্য হয়নি পৌষমেলা ৷ এ বার মেলা করতে চেয়ে শান্তিনিকেতন ট্রাস্টকে চিঠি দেওয়া হয়েছে ৷ আমাদের উপাচার্য স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছেন রাজ্যের সহযোগিতা চেয়ে ৷ মুখ্যমন্ত্রীকেও চিঠি দেওয়া হবে ৷ রাজ্যের সহযোগিতা ছাড়া এত বড় মেলা করা সম্ভব নয় ৷’’ ফলে আশা করা হচ্ছে, দু’বছর বন্ধ থাকার পর ফের পৌষের মেলা বসবে বোলপুরের পূর্বপল্লীর মাঠে ৷

শান্তিনিকেতন, 10 জুলাই: 2 বছর বন্ধ থাকার পর, এ বার পৌষমেলা করতে চেয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিলেন বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Visva Bharati VC Bidyut Chakrabarty Writes Letter to Home Secretary for Poush Mela) ৷ পাশাপাশি, মেলার প্রস্তুতি নেওয়ার আর্জি জানিয়ে শান্তিনিকেতন ট্রাস্টকেও চিঠি দিয়েছে বিশ্বভারতী কর্মী-পরিষদ ৷ ফলে আশা করা হচ্ছে, এ বছর শান্তিনিকেতনে পৌষ মেলা হবে ৷ তবে, এক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷

শীতের শান্তিনিকেতনে অন্যতম উৎসব হল ‘পৌষ উৎসব’ ৷ এই উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর 23 ডিসেম্বর থেকে পূর্বপল্লীর মাঠে পৌষ মেলা বসে ৷ করোনা সংক্রমণের জেরে 2020 ও 2021 সালে পৌষমেলা হয়নি ৷ এই পৌষমেলা একদিকে যেমন শান্তিনিকেতনের সংস্কৃতির ধারক ও বাহক ৷ অন্যদিকে, বোলপুর-শান্তিনিকেতনের আর্থসামাজিক উন্নয়ন অনেকটাই নির্ভর করে এই মেলার উপর ৷

পৌষমেলার আয়োজনে বিশ্বভারতীর তরফে সহযোগিতা চেয়ে স্বরাষ্ট্র সচিবকে চিঠি

তবে, বিশ্বভারতী কর্তৃপক্ষের একার পক্ষে মেলা করা সম্ভব নয় ৷ তাই রাজ্য সরকারের সহযোগিতা চেয়ে স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ এর গুরুত্ব বিবেচনা করে, এ বছর পৌষমেলার আয়োজন করতে চেয়ে শান্তিনিকেতন ট্রাস্টকে চিঠিও দিয়েছে বিশ্বভারতী কর্মী-পরিষদ ৷ ট্রাস্টকে এই বিষয়ে সামগ্রিক ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে ৷ অর্থাৎ, এ বছর ঐতিহ্যবাহী পৌষমেলা পুনরায় বসতে পারে, এমনই ইঙ্গিত দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: হচ্ছে না পৌষমেলা, পৌষ উৎসবে আমন্ত্রিত প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

বিশ্বভারতীর কর্মী-পরিষদের যুগ্ম সম্পাদক কিশোর ভট্টাচার্য বলেন, ‘‘দু’বছর কোভিডের জন্য হয়নি পৌষমেলা ৷ এ বার মেলা করতে চেয়ে শান্তিনিকেতন ট্রাস্টকে চিঠি দেওয়া হয়েছে ৷ আমাদের উপাচার্য স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছেন রাজ্যের সহযোগিতা চেয়ে ৷ মুখ্যমন্ত্রীকেও চিঠি দেওয়া হবে ৷ রাজ্যের সহযোগিতা ছাড়া এত বড় মেলা করা সম্ভব নয় ৷’’ ফলে আশা করা হচ্ছে, দু’বছর বন্ধ থাকার পর ফের পৌষের মেলা বসবে বোলপুরের পূর্বপল্লীর মাঠে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.