শান্তিনিকেতন, ২০ মার্চ : বসন্ত উৎসবের আগে আগাম দোল খেলে বিশ্বভারতীর ঐতিহ্য ভাঙল একদল পড়ুয়া। গতকাল নৃত্যনাট্য 'শ্যামা'র মহড়া শেষে ছবি তোলার জন্য সংগীত ভবনের মঞ্চেই অকাল আবির খেলা শুরু করে পড়ুয়ারা।
বসন্ত উৎসবের দিন 'রাঙিয়ে দিয়ে যাও' গানটির মধ্য দিয়ে অনুষ্ঠান মঞ্চ থেকে আবির উড়িয়ে দেওয়া হয়। এরপর আশ্রম এলাকায় শুরু হয় আবির খেলা। এই ঐতিহ্য দীর্ঘদিনের। তার আগে কেউ যাতে আবির না খেলে তারজন্য মঞ্চ থেকে আগাম ঘোষণা করা হয়। এছাড়া, অনেক আগে দেখা যেত বসন্ত উৎসবের দু-তিন আগে থেকেই আশ্রম এলাকায় বহিরাগতরা অকাল আবির খেলায় মেতে ওঠে। বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের কড়া নজিরদারিতে সেই সব আটকানো গেছে।
কিন্তু, এবার সংগীত ভবনের মহড়া মঞ্চে অকাল আবির খেলতে শুরু করে পড়ুয়ারা। শ্যামা নৃত্যনাট্যের মহড়া শেষ হতেই আবির খেলায় মেতে ওঠে। তাদের বাধা দিতেও দেখা যায়নি অধ্যাপক অধ্যাপিকাদের। এতে আশ্রমের ঐতিহ্য লঙ্ঘিত হয়েছে বলেন মনে করছেন অনেকে। যদিও এই বিষয়ে সংগীত ভবনের অধ্যক্ষ নিখিলেশ চৌধুরি কোনও মন্তব্য করতে অস্বীকার করেন।