শান্তিনিকেতন, 1 সেপ্টেম্বর : বিশ্বভারতীর (Visva-Bharati University) উপাচার্যের নিরাপত্তায় এবার মোতায়েন হল রাজ্য পুলিশ । নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের কাছে আবেদন করেছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । সেই মতো বুধবার একজন অফিসার ও চারজন কনস্টেবল মোতায়েন করা হয়েছে উপাচার্যের বাসভবনের বাইরে ৷
27 অগস্ট রাত থেকে শান্তিনিকেতনে উপাচার্যের বাসভবন পূর্বিতা ঘেরাও করে চলছে বিক্ষোভ । গত এক বছরে 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড ছাড়াও অর্থনীতি বিভাগের দুই ছাত্র ও সঙ্গীত ভবনের এক ছাত্রীকে তিন বছরের জন্য বহিষ্কার করেছেন উপাচার্য । এর প্রতিবাদ মাঝে মধ্যেই করেছেন পড়ুয়া-অধ্যাপকরা ৷ গত শুক্রবার রাত থেকে সেই প্রতিবাদ বিক্ষোভ বড় আকার নেয় ৷ মূল কার্যালয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি উপাচার্যের বাসভবনও ঘেরাও করেন আন্দোলনকারীরা ৷ এরপরই উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী । উপাচার্যের বাড়ির সামনে অবস্থান মঞ্চ তৈরি করে 5 দিন ধরে ঘেরাও করে রাখা হয়েছে উপাচার্যকে ।
এই পরিস্থিতিতে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীকে ইমেল মারফৎ চিঠি করে নিরাপত্তা চান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । জানা যাচ্ছে, গতকালই তিনি পুলিশ সুপারের কাছে সেই আবেদন জানিয়েছিলেন ৷ সেই মতো এদিন একজন অফিসার ও চার কনস্টেবলকে উপাচার্যের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে ৷ বিশ্বভারতী নিরাপত্তারক্ষীরা এমনিতেই প্রথম থেকে উপাচার্যের বাড়ির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন । এদিন তার সঙ্গে জুড়ল পুলিশি নিরাপত্তাও ৷
ঘেরা অবস্থায় তিনি খাবার পাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন উপাচার্য ৷ তারপর এদিন সকালেই আন্দোলনকারী পড়ুয়াদের তরফে দুধ এবং কলা পৌঁছে দেওয়া হয় ৷
আরও পড়ুন : Visva Bharati Agitation : খাবার পাচ্ছি না, অভিযোগ ঘেরাও উপাচার্যের; দুধ-কলা পৌঁছে দিলেন পড়ুয়ারা