ETV Bharat / state

Visva Bharati Registrar Resigns : রাতভর ঘেরাও থাকার পর ইস্তফা দিলেন বিশ্বভারতীর কর্মসচিব - বিশ্বভারতীর কর্মসচিব আশিস আগরওয়াল

নানা দাবিতে গত দু’সপ্তাহ ধরে বিশ্বভারতীতে চলছে ছাত্র আন্দোলন (Students Agitation at Visva Bharati University) ৷ সোমবার রাতেও ঘেরাও করা হয় আধিকারিকদের ৷ রাতভর ঘেরাও থাকার পর মঙ্গলবার সকালে ইস্তফা দেন বিশ্বভারতীর কর্মসচিব আশিস আগরওয়াল (Visva Bharati University Registrar Resigns) ৷

visva-bharati-university-registrar-resigns
Visva Bharati Registrar Resigns : রাতভর ঘেরাও থাকার পর ইস্তফা দিলেন বিশ্বভারতীর কর্মসচিব
author img

By

Published : Mar 15, 2022, 2:08 PM IST

শান্তিনিকেতন, 15 মার্চ : রাতভর ঘেরাও থাকার পর ইস্তফা দিলেন বিশ্বভারতীর কর্মসচিব আশিস আগরওয়াল (Visva Bharati University Registrar Resigns) । ছাত্র আন্দোলনের 16 দিনের মাথায় ইস্তফা দিয়ে দিলেন তিনি । উপাচার্যের সঙ্গে মতানৈক্যর জন্যই এই পদত্যাগ বলে জানা গিয়েছে । অন্যদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় পড়ুয়ারা (Students Agitation at Visva Bharati University) ।

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ বলেন, "ইস্তফা দিয়েছেন কর্মসচিব । উপাচার্যের কাছে সেই পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি ৷ কী কারণে ইস্তফা, সেটা বলতে পারব না ।"

28 ফেব্রুয়ারি থেকে ছাত্রাবাস, ক্যান্টিন খোলার দাবি-সহ অনলাইনে পরীক্ষার দাবিতে লাগাতার ছাত্র আন্দোলন চলছে বিশ্বভারতীতে ৷ পরীক্ষা বয়কট করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা ৷ এদিন বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজস্ব ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করে ৷ তাতে স্পষ্ট বলা হয়, যে সমস্ত পড়ুয়া পরীক্ষা দেবেন না, তাঁদের নিয়ম অনুসারে অনুপস্থিত দেখিয়ে ফেল করিয়ে দেওয়া হবে । এরপর ছাত্র আন্দোলনে আরও উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী ।

রাতভর ঘেরাও থাকার পর ইস্তফা দিলেন বিশ্বভারতীর কর্মসচিব

এই বিজ্ঞপ্তির পরেই বাংলাদেশ ভবনে বিশ্বভারতীর আধিকারিকদের বৈঠক চলাকালীন ঘেরাও করেন আন্দোলনকারীরা । রাতভর বিশ্বভারতীর কর্মসচিব আশিস আগরওয়াল-সহ আধিকারিক, অধ্যক্ষদের ঘেরাও করে রাখা হয় ৷

রাতভর ঘেরাও থাকার পর এদিন ইস্তফা দেন কর্মসচিব আশিস আগরওয়াল । ইতিমধ্যে সেই ইস্তফাপত্র উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কাছে পাঠিয়ে দিয়েছেন ৷ যদিও এখনও পর্যন্ত ইস্তফাপত্র গৃহীত হয়নি ৷ জানা গিয়েছে, ছাত্র আন্দোলন নিয়ে উপাচার্যের সঙ্গে মতানৈক্যর জন্যই ইস্তফা দিলেন কর্মসচিব । তিনি নিজে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷

আন্দোলনকারী পড়ুয়াদের মধ্যে সোমনাথ সৌ বলেন, "দীর্ঘদিন উপাচার্যর জন্য অন্যান্য আধিকারিকেরা কাজ করতে পারছেন না ৷ তাই ইস্তফা দিয়ে দিয়েছেন। তবে আমাদের আন্দোলন চলবে।"

আরও পড়ুন : Visva Bharati : আমরণ অনশন-সহ কর্মসচিবকে ঘেরাও করে বিশ্বভারতীতে চলছে বিক্ষোভ

শান্তিনিকেতন, 15 মার্চ : রাতভর ঘেরাও থাকার পর ইস্তফা দিলেন বিশ্বভারতীর কর্মসচিব আশিস আগরওয়াল (Visva Bharati University Registrar Resigns) । ছাত্র আন্দোলনের 16 দিনের মাথায় ইস্তফা দিয়ে দিলেন তিনি । উপাচার্যের সঙ্গে মতানৈক্যর জন্যই এই পদত্যাগ বলে জানা গিয়েছে । অন্যদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় পড়ুয়ারা (Students Agitation at Visva Bharati University) ।

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ বলেন, "ইস্তফা দিয়েছেন কর্মসচিব । উপাচার্যের কাছে সেই পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি ৷ কী কারণে ইস্তফা, সেটা বলতে পারব না ।"

28 ফেব্রুয়ারি থেকে ছাত্রাবাস, ক্যান্টিন খোলার দাবি-সহ অনলাইনে পরীক্ষার দাবিতে লাগাতার ছাত্র আন্দোলন চলছে বিশ্বভারতীতে ৷ পরীক্ষা বয়কট করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা ৷ এদিন বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজস্ব ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করে ৷ তাতে স্পষ্ট বলা হয়, যে সমস্ত পড়ুয়া পরীক্ষা দেবেন না, তাঁদের নিয়ম অনুসারে অনুপস্থিত দেখিয়ে ফেল করিয়ে দেওয়া হবে । এরপর ছাত্র আন্দোলনে আরও উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী ।

রাতভর ঘেরাও থাকার পর ইস্তফা দিলেন বিশ্বভারতীর কর্মসচিব

এই বিজ্ঞপ্তির পরেই বাংলাদেশ ভবনে বিশ্বভারতীর আধিকারিকদের বৈঠক চলাকালীন ঘেরাও করেন আন্দোলনকারীরা । রাতভর বিশ্বভারতীর কর্মসচিব আশিস আগরওয়াল-সহ আধিকারিক, অধ্যক্ষদের ঘেরাও করে রাখা হয় ৷

রাতভর ঘেরাও থাকার পর এদিন ইস্তফা দেন কর্মসচিব আশিস আগরওয়াল । ইতিমধ্যে সেই ইস্তফাপত্র উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কাছে পাঠিয়ে দিয়েছেন ৷ যদিও এখনও পর্যন্ত ইস্তফাপত্র গৃহীত হয়নি ৷ জানা গিয়েছে, ছাত্র আন্দোলন নিয়ে উপাচার্যের সঙ্গে মতানৈক্যর জন্যই ইস্তফা দিলেন কর্মসচিব । তিনি নিজে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷

আন্দোলনকারী পড়ুয়াদের মধ্যে সোমনাথ সৌ বলেন, "দীর্ঘদিন উপাচার্যর জন্য অন্যান্য আধিকারিকেরা কাজ করতে পারছেন না ৷ তাই ইস্তফা দিয়ে দিয়েছেন। তবে আমাদের আন্দোলন চলবে।"

আরও পড়ুন : Visva Bharati : আমরণ অনশন-সহ কর্মসচিবকে ঘেরাও করে বিশ্বভারতীতে চলছে বিক্ষোভ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.