ETV Bharat / state

Visva-Bharati Extend Shut Down Date : বর্ধিত হল পঠন-পাঠন বন্ধের সময়সীমা, নয়া নির্দেশিকা বিশ্বভারতীর

author img

By

Published : Jan 11, 2022, 10:05 PM IST

করোনা আক্রান্ত বিশ্বভারতীর বেশ কয়েকজন অধ্যাপক-অধ্যাপিকা-সহ কর্মী, আধিকারিক ও পড়ুয়ারা । তার জেরে 15 জানুয়ারির পরিবর্তে অফলাইন পঠন-পাঠন বন্ধের সময়সীমা বাড়িয়ে 18 জানুয়ারি পর্যন্ত করা হয়েছে (Visva-Bharati Extend Shut Down Date) ৷

visva bharati
বিশ্বভারতী

শান্তিনিকেতন, 11 জানুয়ারি : করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে ফের অফলাইনে পঠন-পাঠন বন্ধের সময়সীমা বাড়াল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (visva bharati university extend the shut down date) । তবে অনলাইনে পঠন-পাঠন হবে বলে জানা গিয়েছে ৷ এই মর্মে মঙ্গলবার বিশ্বভারতীর নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ ।

রাজ্যের পাশাপাশি বীরভূম জেলাতেও ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ ৷ পরিস্থিতি সামাল দিতে 15 জানুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার কথা ঘোষণা করে রাজ্য সরকার ৷ সেই পথে হেঁটেই 15 জানুয়ারি পর্যন্ত সশরীরে পঠন-পাঠন বন্ধ করে দেয় বিশ্বভারতী (visva bharati shut down news) ।

visva bharati
পঠন পাঠন বন্ধের বর্ধিত নয়া নির্দেশিকা
এবার ফের বিজ্ঞপ্তি জারি করে পঠন-পাঠন বন্ধের সময়সীমার মেয়াদ 18 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করল বিশ্বভারতী কর্তৃপক্ষ । 18 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের অফলাইন পঠন-পাঠন । তবে জরুরি পরিষেবা যেমন - নিরাপত্তা ব্যবস্থা, হাসপাতাল, ইন্টারনেট পরিষেবা প্রভৃতির কাজ চালু থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় । যে 50 শতাংশ কর্মী, আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকা নিয়ে কাজ চলছিল বিশ্বভারতীতে কোভিড পরিস্থিতির বাড়বাড়ন্তের জন্য তাও সম্পূর্ণরূপে বন্ধ করা হল । ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন বিশ্বভারতীর বেশ কিছু অধ্যাপক-অধ্যাপিকা-সহ কর্মী, আধিকারিক ও পড়ুয়ারা । তার জেরেই তড়িঘড়ি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : Visva Bharati shuts down : রাজ্যের পথেই বিশ্বভারতী, 15 জানুয়ারি পর্যন্ত বন্ধ বিশ্ববিদ্যালয়

শান্তিনিকেতন, 11 জানুয়ারি : করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে ফের অফলাইনে পঠন-পাঠন বন্ধের সময়সীমা বাড়াল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (visva bharati university extend the shut down date) । তবে অনলাইনে পঠন-পাঠন হবে বলে জানা গিয়েছে ৷ এই মর্মে মঙ্গলবার বিশ্বভারতীর নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ ।

রাজ্যের পাশাপাশি বীরভূম জেলাতেও ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ ৷ পরিস্থিতি সামাল দিতে 15 জানুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার কথা ঘোষণা করে রাজ্য সরকার ৷ সেই পথে হেঁটেই 15 জানুয়ারি পর্যন্ত সশরীরে পঠন-পাঠন বন্ধ করে দেয় বিশ্বভারতী (visva bharati shut down news) ।

visva bharati
পঠন পাঠন বন্ধের বর্ধিত নয়া নির্দেশিকা
এবার ফের বিজ্ঞপ্তি জারি করে পঠন-পাঠন বন্ধের সময়সীমার মেয়াদ 18 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করল বিশ্বভারতী কর্তৃপক্ষ । 18 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের অফলাইন পঠন-পাঠন । তবে জরুরি পরিষেবা যেমন - নিরাপত্তা ব্যবস্থা, হাসপাতাল, ইন্টারনেট পরিষেবা প্রভৃতির কাজ চালু থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় । যে 50 শতাংশ কর্মী, আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকা নিয়ে কাজ চলছিল বিশ্বভারতীতে কোভিড পরিস্থিতির বাড়বাড়ন্তের জন্য তাও সম্পূর্ণরূপে বন্ধ করা হল । ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন বিশ্বভারতীর বেশ কিছু অধ্যাপক-অধ্যাপিকা-সহ কর্মী, আধিকারিক ও পড়ুয়ারা । তার জেরেই তড়িঘড়ি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : Visva Bharati shuts down : রাজ্যের পথেই বিশ্বভারতী, 15 জানুয়ারি পর্যন্ত বন্ধ বিশ্ববিদ্যালয়

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.