ETV Bharat / state

পে কমিশনের বকেয়া টাকা না পেয়ে কর্মবিরতি বিশ্বভারতীতে

2016 সালে চালু হয়েছে সপ্তম পে কমিশন ৷ কিন্তু অভিযোগ বকেয়া টাকা পাচ্ছেন না বিশ্বভারতীর কর্মীরা ৷ আজ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বকেয়া মেটানোর দাবিতে অবস্থান শুরু করেন তাঁরা ৷ যার জেরে বন্ধ কাজকর্ম ৷

author img

By

Published : Sep 2, 2019, 6:18 PM IST

Updated : Sep 2, 2019, 7:41 PM IST

বিশ্বভারতী

বোলপুর, 2 সেপ্টেম্বর : সপ্তম পে কমিশনের বকেয়া টাকা না পেয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেন বিশ্বভারতীর কর্মীরা ৷ আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই দাবিতে অবস্থান শুরু করেন তাঁরা ৷ যার জেরে বন্ধ কাজকর্ম ৷

2016 সালে চালু হয়েছে সপ্তম পে কমিশন ৷ কিন্তু অভিযোগ, বকেয়া টাকা পাচ্ছেন না কর্মীরা ৷ কর্মীদের অভিযোগ, এর আগেও একাধিকবার কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে ৷ কিন্তু ফল মেলেনি ৷ কর্মিসভার সম্পাদক বিদ্যুৎ সরকার বলেন, " সপ্তম বেতন কমিশনের বকেয়া আমাদের অবিলম্বে প্রদান করতে হবে ৷ কলকাতায় অবস্থিত গেস্ট হাউজ়টি কর্মিসভাকে পুনরায় ফিরিয়ে দিতে হবে ৷ সেকশন অফিসারদের জন্য পুরোনো বেতন কাঠামো পুনরায় চালু করতে হবে ৷ কর্মক্ষেত্রে প্রতিনিয়ত কর্মীদের উপর লাঞ্ছনা, হেনস্থা হচ্ছে, তা বন্ধ করতে হবে ৷ আমাদের শান্তিপূর্ণ অবস্থান চলবে ৷ দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি জারি থাকবে ৷ "

দেখুন ভিডিয়ো...

অন্যদিকে বিশ্বভারতী কর্তৃপক্ষের বক্তব্য, একটি কমিটি গঠন করা হয়েছে ৷ সেই কমিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে কথা বলে কর্মীদের দাবিগুলি জানাবে ৷ বকেয়া টাকা যাতে দ্রুত দিয়ে দেওয়া যায়, তার চেষ্টা হবে ৷

উল্লেখ্য, বিশ্বভারতীতে প্রতি মাসে সমস্ত কর্মী, অধ্যাপক, আধিকারিকদের বেতন দিতে প্রায় ১৭ কোটি টাকা খরচ হয় । অগাস্ট মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পুরো টাকা না পাঠানোয় অন্য খাতের টাকা থেকে বেতন দিতে হয়েছে কর্তৃপক্ষকে ।

বোলপুর, 2 সেপ্টেম্বর : সপ্তম পে কমিশনের বকেয়া টাকা না পেয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেন বিশ্বভারতীর কর্মীরা ৷ আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই দাবিতে অবস্থান শুরু করেন তাঁরা ৷ যার জেরে বন্ধ কাজকর্ম ৷

2016 সালে চালু হয়েছে সপ্তম পে কমিশন ৷ কিন্তু অভিযোগ, বকেয়া টাকা পাচ্ছেন না কর্মীরা ৷ কর্মীদের অভিযোগ, এর আগেও একাধিকবার কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে ৷ কিন্তু ফল মেলেনি ৷ কর্মিসভার সম্পাদক বিদ্যুৎ সরকার বলেন, " সপ্তম বেতন কমিশনের বকেয়া আমাদের অবিলম্বে প্রদান করতে হবে ৷ কলকাতায় অবস্থিত গেস্ট হাউজ়টি কর্মিসভাকে পুনরায় ফিরিয়ে দিতে হবে ৷ সেকশন অফিসারদের জন্য পুরোনো বেতন কাঠামো পুনরায় চালু করতে হবে ৷ কর্মক্ষেত্রে প্রতিনিয়ত কর্মীদের উপর লাঞ্ছনা, হেনস্থা হচ্ছে, তা বন্ধ করতে হবে ৷ আমাদের শান্তিপূর্ণ অবস্থান চলবে ৷ দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি জারি থাকবে ৷ "

দেখুন ভিডিয়ো...

অন্যদিকে বিশ্বভারতী কর্তৃপক্ষের বক্তব্য, একটি কমিটি গঠন করা হয়েছে ৷ সেই কমিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে কথা বলে কর্মীদের দাবিগুলি জানাবে ৷ বকেয়া টাকা যাতে দ্রুত দিয়ে দেওয়া যায়, তার চেষ্টা হবে ৷

উল্লেখ্য, বিশ্বভারতীতে প্রতি মাসে সমস্ত কর্মী, অধ্যাপক, আধিকারিকদের বেতন দিতে প্রায় ১৭ কোটি টাকা খরচ হয় । অগাস্ট মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পুরো টাকা না পাঠানোয় অন্য খাতের টাকা থেকে বেতন দিতে হয়েছে কর্তৃপক্ষকে ।

Intro:সপ্তম পে কমিশনের বকেয়া টাকা না পেয়ে বিশ্বভারতীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিল কর্মীরা। এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করে কর্মিসভা। আন্দোলনের জেরে বন্ধ বিশ্বভারতীর সমস্ত কাজকর্ম।Body:শান্তিনিকেতন, ২ সেপ্টেম্বরঃ সপ্তম পে কমিশনের বকেয়া টাকা না পেয়ে বিশ্বভারতীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিল কর্মীরা। এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করে কর্মিসভা। আন্দোলনের জেরে বন্ধ বিশ্বভারতীর সমস্ত কাজকর্ম।

সপ্তম পে কমিশন চালু হওয়ার পর থেকেই বিশ্বভারতীর কর্মীদের টাকা বকেয়া রয়ে গিয়েছে। বিশ্বভারতীতে প্রতি মাসে সমস্ত কর্মী, অধ্যাপক, আধিকারিকদের বেতন দিতে প্রায় ১৭ কোটি টাকা খরচ হয়। আগস্ট মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সম্পূর্ণ টাকা না পাঠানোয় অন্য খাতের টাকা থেকে বেতন দিতে হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষকে। সেই নিয়েও বিভিন্ন অভিযোগ উঠেছিল।
কর্মীদের অভিযোগ, ২০১৬ সাল থেকে লাগু হওয়া সপ্তম পে কমিশনের বকেয়া টাকা পাচ্ছেন না তারা। একাধিকবার এই নিয়ে বলেও কোন ফল হয়। যদিও, বিশ্বভারতী কর্তৃপক্ষ জানায়, একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে কথা বলে দাবি গুলি জানাবে ও দ্রুত বকেয়া টাকা নিয়ে আসা হবে।
কর্মিসভার সম্পাদক বিদ্যুৎ সরকার বলেন, "আমারা বকেয়া টাকা পাচ্ছিনা। এছাড়া, কর্মিদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। আমাদের দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি জারি থাকবে।"Conclusion:
Last Updated : Sep 2, 2019, 7:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.