ETV Bharat / state

পড়ুয়াদের হস্টেলে ফিরতে বিজ্ঞপ্তি জারি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের - lockdown

লকডাউনের পর আবার খুলছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । 28 জুন থেকে 1 জুলাইয়ের মধ্যে পড়ুয়াদের ছাত্রাবাসে ফেরার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

visva bharati university
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
author img

By

Published : Jun 2, 2020, 10:09 PM IST

শান্তিনিকেতন, 2 জুন : কয়েকদিন পরই খুলছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । 28 জুন থেকে 1 জুলাইয়ের মধ্যে পড়ুয়াদের ছাত্রাবাসে চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে । প্রতিটি শ্রেণিকক্ষ স্যানিটাইজ়ড করে সামাজিক দূরত্ব বজায় রেখেই শুরু হবে ক্লাস। আজ এই বিষয়ে নোটিশও জারি করে বিশ্বভারতী কর্তৃপক্ষ।


কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশে লকডাউন জারি করা হয় । লকডাউনের জেরে প্রায় দু'মাসের উপর বন্ধ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান । বন্ধ ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ও। এই মাসেই খুলছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । 28 জুন থেকে 1 জুলায়ের মধ্যে সমস্ত পড়ুয়াদের ছাত্রাবাসে চলে আসার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া বহিরাগত পড়ুয়াদের চলে আসারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক উড়ান পরিষেবা এখনও চালু না হওয়ায় বিদেশি পড়ুয়ারা এখনই আসতে পারবে না ।

বিশ্বভারতীর পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে পড়ুয়াদের শারীরিক পরীক্ষা করা হবে । এছাড়া প্রতিটি ক্লাসরুম স্যানিটাইজ়ড করা হবে। তারপর সামাজিক দূরত্ব বজায় রেখেই শুরু হবে ক্লাস। এই মর্মে একটি নোটিশ জারি করেছে বিশ্বভারতীর কর্তৃপক্ষ । ইতিমধ্যে প্রত্যেক পড়ুয়াকে তা জানিয়েও দেওয়া হয়েছে । বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত বলেন, "ওয়েবসাইটে নোটিশ জারি করা হয়েছে। নিয়ম মেনেই খুলছে বিশ্ববিদ্যালয়।"

শান্তিনিকেতন, 2 জুন : কয়েকদিন পরই খুলছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । 28 জুন থেকে 1 জুলাইয়ের মধ্যে পড়ুয়াদের ছাত্রাবাসে চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে । প্রতিটি শ্রেণিকক্ষ স্যানিটাইজ়ড করে সামাজিক দূরত্ব বজায় রেখেই শুরু হবে ক্লাস। আজ এই বিষয়ে নোটিশও জারি করে বিশ্বভারতী কর্তৃপক্ষ।


কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশে লকডাউন জারি করা হয় । লকডাউনের জেরে প্রায় দু'মাসের উপর বন্ধ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান । বন্ধ ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ও। এই মাসেই খুলছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । 28 জুন থেকে 1 জুলায়ের মধ্যে সমস্ত পড়ুয়াদের ছাত্রাবাসে চলে আসার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া বহিরাগত পড়ুয়াদের চলে আসারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক উড়ান পরিষেবা এখনও চালু না হওয়ায় বিদেশি পড়ুয়ারা এখনই আসতে পারবে না ।

বিশ্বভারতীর পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে পড়ুয়াদের শারীরিক পরীক্ষা করা হবে । এছাড়া প্রতিটি ক্লাসরুম স্যানিটাইজ়ড করা হবে। তারপর সামাজিক দূরত্ব বজায় রেখেই শুরু হবে ক্লাস। এই মর্মে একটি নোটিশ জারি করেছে বিশ্বভারতীর কর্তৃপক্ষ । ইতিমধ্যে প্রত্যেক পড়ুয়াকে তা জানিয়েও দেওয়া হয়েছে । বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত বলেন, "ওয়েবসাইটে নোটিশ জারি করা হয়েছে। নিয়ম মেনেই খুলছে বিশ্ববিদ্যালয়।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.