ETV Bharat / state

রবীন্দ্রনাথ বিহীন বিতর্কিত ফলক এখনও স্বমহিমায় বিশ্বভারতীতে, কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ সকলে

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 5:18 PM IST

Visva-Bharati Plaque Controversy: বিশ্ব ঐতিহ্যের যে ফলক রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্রাত্য করেছে, সেই বিতর্কিত ফল এখনও স্বমহিমায় রয়েছে বিশ্বভারতীতে ৷ এই নিয়ে কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ সবাই ৷

Visva-Bharati Plaque Controversy
বিশ্বভারতীতে ফলক বিতর্ক

রবীন্দ্রনাথ বিহীন বিতর্কিত ফলক এখনও স্বমহিমায় বিশ্বভারতীতে

বোলপুর, 1 ডিসেম্বর: বিশ্ব ঐতিহ্যের ফলকে ব্রাত্য স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর । এই বিতর্কিত ফলক দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক । সেই নির্দেশের দুই সপ্তাহের বেশি অতিক্রান্ত ৷ এখন রয়ে গিয়েছে বিতর্কিত ফলকগুলি ৷ কেন এখনও ফলকগুলি নিয়ে নির্বিকার বিশ্বভারতী কর্তৃপক্ষ, উঠছে প্রশ্ন । যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর থেকে শুরু করে আশ্রমিক ও প্রাক্তনীরা ৷ যদিও, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিক বলেন, "আমরা কেন্দ্রকে পাঠিয়েছি ফলকের লেখা । সব কিছু নিয়ম মাফিক তো করতে হবে ।"

প্রসঙ্গত, 17 সেপ্টেম্বর ইউনেসকো বিশ্বকবির শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা দিয়েছে । সেই সময় বিশ্বভারতীর উপাচার্য ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী । তিনি তিনটি শ্বেত পাথরের ফলক বসিয়েছিলেন । সেই ফলকে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য হিসাবে নিজের নাম দিয়েছিলেন তিনি ৷ অথচ, ব্রাত্য স্বয়ং রবীন্দ্রনাথ, ব্রাত্য স্বয়ং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ৷ যা নিয়ে শোরগোল পড়ে যায় ৷ রাজনৈতিক দলগুলি থেকে শুরু করে শান্তিনিকেতনের আশ্রমিক, পড়ুয়া, প্রাক্তনীরা এর প্রতিবাদে পথে নামে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সরব হন এর বিরুদ্ধে । এমনকি, এই ফলকগুলি বেআইনি ভাবে বসানো হয়েছে বলে চার নভেম্বর শান্তিনিকেতন থানায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার । বিতর্কের মাঝেই আট নভেম্বর উপাচার্য হিসাবে মেয়াদ শেষ হয় বিদ্যুৎ চক্রবর্তীর ৷ নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হয়েছেন সঞ্জয়কুমার মল্লিক ।

15 নভেম্বর বিতর্কিত ফলকগুলি দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম দেওয়া নতুন ফলক বসানোর নির্দেশও দিয়েছে মন্ত্রক ৷ সেই নির্দেশের দুই সপ্তাহের বেশি পার হয়ে গেল ৷ এখন স্বমহিমায় ঐতিহ্যবাহী উপাসনা গৃহ, রবীন্দ্রভবন ও গৌড়প্রাঙ্গণে রয়ে গিয়েছে বিতর্কিত ফলকগুলি ৷ যা নিয়ে কোনও হেলদোল নেই বিশ্বভারতী কর্তৃপক্ষের । আর এতেই ক্ষিপ্ত ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর থেকে শুরু করে প্রবীণ আশ্রমিক ও প্রাক্তনীরা ৷

সুপ্রিয় ঠাকুর বলেন, "দ্রুত কোনও কাজ করার অভ্যাসটা চলে গিয়েছে । এখনই এই ফলক তুলে দেওয়া উচিত । কেন এখনও এই ফলক আছে ? এটা কর্তৃপক্ষের গাফিলতি অবশ্যই ।"

প্রবীণ আশ্রমিক কল্পিকা মুখোপাধ্যায় বলেন, "এই ফলকের কোনও ভিত্তি নেই ৷ এখনই সরিয়ে ফেলা উচিত ফলকগুলি । আর ফলকে গুরুদেবের পাশাপাশি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নামও যোগ করা উচিত ।"

বিশ্বভারতীর প্রাক্তনী নূরুল হক বলেন, "রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কি শান্তিনিকেতন ভাবা যায় ! এখনও কেন আছে এই বেআইনি ফলক । তা দ্রুত সরিয়ে দেওয়া উচিত ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষ কেন চুপ ! আমরা এটা ভালো ভাবে দেখছি না ।"

আরও পড়ুন:

  1. ফলক বদলের নির্দেশ মমতার জয় দেখছেন চন্দ্রনাথ, বিতর্কের ইতি টানতে বললেন অনুপম
  2. সরছে বিতর্কিত ফলক, কেন্দ্রের নির্দেশনামা পৌঁছল বিশ্বভারতীতে
  3. বিশ্ব ঐতিহ্যের ফলকে ব্রাত্য রবীন্দ্রনাথ, মুখ্যমন্ত্রীর নির্দেশে ধরনা-বিক্ষোভে তৃণমূল

রবীন্দ্রনাথ বিহীন বিতর্কিত ফলক এখনও স্বমহিমায় বিশ্বভারতীতে

বোলপুর, 1 ডিসেম্বর: বিশ্ব ঐতিহ্যের ফলকে ব্রাত্য স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর । এই বিতর্কিত ফলক দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক । সেই নির্দেশের দুই সপ্তাহের বেশি অতিক্রান্ত ৷ এখন রয়ে গিয়েছে বিতর্কিত ফলকগুলি ৷ কেন এখনও ফলকগুলি নিয়ে নির্বিকার বিশ্বভারতী কর্তৃপক্ষ, উঠছে প্রশ্ন । যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর থেকে শুরু করে আশ্রমিক ও প্রাক্তনীরা ৷ যদিও, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিক বলেন, "আমরা কেন্দ্রকে পাঠিয়েছি ফলকের লেখা । সব কিছু নিয়ম মাফিক তো করতে হবে ।"

প্রসঙ্গত, 17 সেপ্টেম্বর ইউনেসকো বিশ্বকবির শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা দিয়েছে । সেই সময় বিশ্বভারতীর উপাচার্য ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী । তিনি তিনটি শ্বেত পাথরের ফলক বসিয়েছিলেন । সেই ফলকে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য হিসাবে নিজের নাম দিয়েছিলেন তিনি ৷ অথচ, ব্রাত্য স্বয়ং রবীন্দ্রনাথ, ব্রাত্য স্বয়ং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ৷ যা নিয়ে শোরগোল পড়ে যায় ৷ রাজনৈতিক দলগুলি থেকে শুরু করে শান্তিনিকেতনের আশ্রমিক, পড়ুয়া, প্রাক্তনীরা এর প্রতিবাদে পথে নামে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সরব হন এর বিরুদ্ধে । এমনকি, এই ফলকগুলি বেআইনি ভাবে বসানো হয়েছে বলে চার নভেম্বর শান্তিনিকেতন থানায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার । বিতর্কের মাঝেই আট নভেম্বর উপাচার্য হিসাবে মেয়াদ শেষ হয় বিদ্যুৎ চক্রবর্তীর ৷ নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হয়েছেন সঞ্জয়কুমার মল্লিক ।

15 নভেম্বর বিতর্কিত ফলকগুলি দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম দেওয়া নতুন ফলক বসানোর নির্দেশও দিয়েছে মন্ত্রক ৷ সেই নির্দেশের দুই সপ্তাহের বেশি পার হয়ে গেল ৷ এখন স্বমহিমায় ঐতিহ্যবাহী উপাসনা গৃহ, রবীন্দ্রভবন ও গৌড়প্রাঙ্গণে রয়ে গিয়েছে বিতর্কিত ফলকগুলি ৷ যা নিয়ে কোনও হেলদোল নেই বিশ্বভারতী কর্তৃপক্ষের । আর এতেই ক্ষিপ্ত ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর থেকে শুরু করে প্রবীণ আশ্রমিক ও প্রাক্তনীরা ৷

সুপ্রিয় ঠাকুর বলেন, "দ্রুত কোনও কাজ করার অভ্যাসটা চলে গিয়েছে । এখনই এই ফলক তুলে দেওয়া উচিত । কেন এখনও এই ফলক আছে ? এটা কর্তৃপক্ষের গাফিলতি অবশ্যই ।"

প্রবীণ আশ্রমিক কল্পিকা মুখোপাধ্যায় বলেন, "এই ফলকের কোনও ভিত্তি নেই ৷ এখনই সরিয়ে ফেলা উচিত ফলকগুলি । আর ফলকে গুরুদেবের পাশাপাশি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নামও যোগ করা উচিত ।"

বিশ্বভারতীর প্রাক্তনী নূরুল হক বলেন, "রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কি শান্তিনিকেতন ভাবা যায় ! এখনও কেন আছে এই বেআইনি ফলক । তা দ্রুত সরিয়ে দেওয়া উচিত ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষ কেন চুপ ! আমরা এটা ভালো ভাবে দেখছি না ।"

আরও পড়ুন:

  1. ফলক বদলের নির্দেশ মমতার জয় দেখছেন চন্দ্রনাথ, বিতর্কের ইতি টানতে বললেন অনুপম
  2. সরছে বিতর্কিত ফলক, কেন্দ্রের নির্দেশনামা পৌঁছল বিশ্বভারতীতে
  3. বিশ্ব ঐতিহ্যের ফলকে ব্রাত্য রবীন্দ্রনাথ, মুখ্যমন্ত্রীর নির্দেশে ধরনা-বিক্ষোভে তৃণমূল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.