ETV Bharat / state

Student Drowned in Kopai River : স্নানের সময় ফটোগ্রাফি! কোপাইয়ের জলে তলিয়ে গেল বিশ্বভারতীর ছাত্র

author img

By

Published : Jun 10, 2022, 9:15 PM IST

স্নান করতে এসে কোপাই নদীতে তলিয়ে গেলেন বিশ্বভারতীর ছাত্র (Visva-Bharati student drowned in kopai river while bathing) ৷ খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। স্থানীয় মানুষজন ও পুলিশের সহযোগিতায় দেহ উদ্ধার হয় ৷

Kopai River
স্নান করতে নেমে তলিয়ে গেলেন অর্ণব পাল নামে বিশ্বভারতীর এক ছাত্র

শান্তিনিকেতন, 10 জুন : শান্তিনিকেতনের কোপাই নদীর মহিষঢাল রেল সেতুর কাছে স্নান করতে নেমে তলিয়ে গেলেন অর্ণব পাল নামে বিশ্বভারতীর এক ছাত্র (Visva-Bharati student drowned in kopai river while bathing) ৷ জাপানি বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র তিনি ৷ বাড়ি বোলপুরের পশ্চিম গুরুপল্লী এলাকায় ৷ বান্ধবীর সঙ্গে স্নান করতে এসেছিলেন তিনি। জলে একটি টিউবে চেপে ফটোগ্রাফি করছিলেন তাঁরা ৷

জলের গভীরতা অনেকটাই। তাই বেকায়দায় পরে তলিয়ে যান দু'জনেই ৷ স্থানীয় এক ব্যক্তি অর্ণবের বান্ধবীকে উদ্ধার করেন ৷ কিন্তু, অর্ণবের শেষরক্ষা হয়নি ৷ জলের গভীরতার কারণে তলিয়ে যান অর্ণব ৷ খবর পেয়ে শান্তিনিকেতন থানার ওসি দেবাশিস পণ্ডিতের নেতৃত্বে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে।

কোপাই নদীতে তলিয়ে গেলেন বিশ্বভারতীর ছাত্র

আরও পড়ুন : হরিদেবপুরে বাড়ির শৌচালয়ে উদ্ধার প্রৌঢ়ের পচা-গলা দেহ

খবর দেওয়া হয় বিপর্জয় মোকাবিলা দলকে ৷ প্রতিনিধিরা আসার আগেই যদিও স্থানীয় কয়েকজন যুবক জলে নেমে অর্ণবের দেহ উদ্ধার করেন ৷ পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় ৷ ঘটনায় কান্নায় ভেঙে পড়েন তাঁর বান্ধবী-সহ অন্যান্য সহপাঠীরা। নিছকই দুর্ঘটনা কি না, তার তদন্তে পুলিশ ৷ এ বিষয়ে বিশ্বভারতীর অন্য এক ছাত্র সোমনাথ সৌ বলেন, "বান্ধবীর সঙ্গে নদীতে স্নান করতে এসেছিলেন তাঁরা ৷ ছবি তুলছিলেন ৷ হঠাৎ করে জলে তলিয়ে যান অর্ণব ৷ খবর পেয়ে আমরা আসি ৷ ও আর নেই।"

শান্তিনিকেতন, 10 জুন : শান্তিনিকেতনের কোপাই নদীর মহিষঢাল রেল সেতুর কাছে স্নান করতে নেমে তলিয়ে গেলেন অর্ণব পাল নামে বিশ্বভারতীর এক ছাত্র (Visva-Bharati student drowned in kopai river while bathing) ৷ জাপানি বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র তিনি ৷ বাড়ি বোলপুরের পশ্চিম গুরুপল্লী এলাকায় ৷ বান্ধবীর সঙ্গে স্নান করতে এসেছিলেন তিনি। জলে একটি টিউবে চেপে ফটোগ্রাফি করছিলেন তাঁরা ৷

জলের গভীরতা অনেকটাই। তাই বেকায়দায় পরে তলিয়ে যান দু'জনেই ৷ স্থানীয় এক ব্যক্তি অর্ণবের বান্ধবীকে উদ্ধার করেন ৷ কিন্তু, অর্ণবের শেষরক্ষা হয়নি ৷ জলের গভীরতার কারণে তলিয়ে যান অর্ণব ৷ খবর পেয়ে শান্তিনিকেতন থানার ওসি দেবাশিস পণ্ডিতের নেতৃত্বে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে।

কোপাই নদীতে তলিয়ে গেলেন বিশ্বভারতীর ছাত্র

আরও পড়ুন : হরিদেবপুরে বাড়ির শৌচালয়ে উদ্ধার প্রৌঢ়ের পচা-গলা দেহ

খবর দেওয়া হয় বিপর্জয় মোকাবিলা দলকে ৷ প্রতিনিধিরা আসার আগেই যদিও স্থানীয় কয়েকজন যুবক জলে নেমে অর্ণবের দেহ উদ্ধার করেন ৷ পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় ৷ ঘটনায় কান্নায় ভেঙে পড়েন তাঁর বান্ধবী-সহ অন্যান্য সহপাঠীরা। নিছকই দুর্ঘটনা কি না, তার তদন্তে পুলিশ ৷ এ বিষয়ে বিশ্বভারতীর অন্য এক ছাত্র সোমনাথ সৌ বলেন, "বান্ধবীর সঙ্গে নদীতে স্নান করতে এসেছিলেন তাঁরা ৷ ছবি তুলছিলেন ৷ হঠাৎ করে জলে তলিয়ে যান অর্ণব ৷ খবর পেয়ে আমরা আসি ৷ ও আর নেই।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.