বোলপুর, 14 এপ্রিল: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ির গেটে নোটিশ লাগিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । বোলপুর মহকুমাশাসকের কোর্টে মামলা চলাকালীন সময়েই উচ্ছেদের হুঁশিয়ারি দিয়ে নোটিশ দেওয়া হল । 19 এপ্রিল অমর্ত্য সেনের জমি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ, নোটিশে এমনটাই উল্লেখ করা হয়েছে ।
শান্তিনিকেতনে অমর্ত্য সেনের 'প্রতীচী' বাড়িতে বিশ্বভারতীর 13 ডেসিমেল জমি ঢুকে রয়েছে ৷ ভারতরত্ন অমর্ত্য সেন জমি দখল করেছেন, এমনই অভিযোগ তুলে জমি ফেরত চেয়ে 3টি চিঠি দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । এমনকী বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী একাধিকবার অমর্ত্য সেনকে বেনজির ভাবে আক্রমণ করেছেন । এই পরিস্থিতিতে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রয়াত পিতা আশুতোষ সেনের উইল অনুযায়ী অমর্ত্য সেনের নামে 1.38 একর অর্থাৎ সম্পূর্ণ জমি রেকর্ড করে দেয় বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতর ৷
তারপরেই ফের অমর্ত্য সেনকে চিঠি দিয়ে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ । এই মুহূর্তে বিদেশে রয়েছেন অধ্যাপক সেন । তাঁর অনুপস্থিতিতে শান্তিনিকেতনের জমি ও বাড়ি বেদখল হয়ে যেতে পারে । এই আশঙ্কা প্রকাশ করে বোলপুর মহকুমাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন তাঁর 'প্রতীচী' বাড়ির দেখভালের দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার । সেই মতো মহকুমাশাসকের এজলাসে মামলা শুরু হয় ৷ মহকুমাশাসক অয়ন নাথ শান্তিনিকেতন থানার ওসিকে নির্দেশ দেন অমর্ত্য সেনের বাড়ি এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য ৷ আগামী 6মে শুনানি পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে ও পুলিশকে নিয়মিত রিপোর্ট দিতে হবে ৷
এর মাঝেই দেখা গেল বিশ্বভারতী কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করেছে ৷ বিশ্বভারতীর সম্পত্তি বিভাগের তরফে দেওয়া এই নোটিশে বলা হয়েছে, "ওই জমি জনগণের সম্পত্তি ৷ সেই জমি দখল করে রাখা যায় না ৷ অধ্যাপক অমর্ত্য সেনকে অনেক সময় দেওয়া হয়েছে ৷ তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ তিনি হাজির হননি বা তাঁর প্রতিনিধিও পাঠাননি ৷ আগামী 19 এপ্রিল বিশ্বভারতী কর্তৃপক্ষ এই জমি সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷"
এই নোটিশ বীরভূমের জেলাশাসক, জেলা পুলিশসুপার, বোলপুরের মহকুমাশাসক, শান্তিনিকেতন থানাকেও দেওয়া হয়েছে । এ দিন অমর্ত্য সেনের 'প্রতীচী' বাড়ির গেটে সেই নোটিশ আটকে দেওয়া হয় ৷ এক কথায় অমর্ত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারি দিয়ে এ বার নোটিশ দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । বোলপুর মহকুমাশাসকের এজলাসে মামলা চলাকালীন নোটিশ জারি ও সেই নোটিশ অমর্ত্য সেনের বাড়িতে আটকে দেওয়াকে ঘিরে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ।
আরও পড়ুন: অমর্ত্য সেনের বাড়ি-জমি বেদখলের আশঙ্কা, পুলিশকে শান্তিরক্ষার নির্দেশ