ETV Bharat / state

কৃষির সহায়ক উপকারী ব্যাকটেরিয়া আবিষ্কার বিশ্বভারতীর, নামকরণ রবীন্দ্রনাথ ও রথীন্দ্রনাথের নামে - bacteria discovered

Visva-Bharati researchers discover bacteria: কৃষির সহায়ক উপকারী ব্যাকটেরিয়া আবিষ্কার বিশ্বভারতীর উদ্ভিদবিদ্যা বিভাগ ৷ তার নামকরণ করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ও তাঁর পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের নামে ৷

Visva-Bharati researchers discover bacteria
কৃষির সহায়ক উপকারী ব্যাকটেরিয়া আবিষ্কার বিশ্বভারতীর
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 5:01 PM IST

Updated : Dec 23, 2023, 12:44 PM IST

কৃষির সহায়ক উপকারী ব্যাকটেরিয়া আবিষ্কার বিশ্বভারতীর

বোলপুর, 21 ডিসেম্বর: নতুন একটি উপকারী ব্যাকটেরিয়া আবিষ্কার করল বিশ্বভারতীর উদ্ভিদবিদ্যা বিভাগ । এই ব্যাকটেরিয়া মূলত ধান চাষের অত্যন্ত সহায়ক ৷ ব্যাকটেরিয়াটির নামকরণ করা হয়েছে রবীন্দ্রনাথ ও রথীন্দ্রনাথ ঠাকুরের নামে । এখনও পর্যন্ত জীবন্ত কোনও কিছুর নাম কবি ও কবিপুত্রর নামে হয়নি । ইতিমধ্যেই বিশ্বভারতীর এই আবিষ্কারকে স্বীকৃতি দিয়েছে অ্যাসোসিয়েশন অফ মাইক্রোবায়োলজিস্ট অফ ইন্ডিয়া (এএমআই)।

কৃষিকাজকে সমৃদ্ধ করতে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর কৃষি গবেষণার উপর জোর দিয়েছিলেন ৷ তাই তিনি শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন ৷ এমনকী, নিজের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুরকে কৃষিবিদ্যার পাঠ নিতে বিদেশেও পাঠিয়েছিলেন তিনি ৷ পরবর্তীতে বিশ্বভারতীর প্রথম উপাচার্য হন রথীন্দ্রনাথ ঠাকুর ৷ তাঁর হাত ধরে শুরু হয় কৃষি গবেষণার নানা কাজ ।

কৃষিক্ষেত্রে ফলন বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের । এই তিনটি উপাদানকে একত্রে বলে এনপিকে ৷ মাটি থেকে উদ্ভিদ এই উপাদান সংগ্রহ করে ৷ কিন্তু, অনেক ক্ষেত্রে মাটিতে এর যোগান কম থাকলে বাজারজাত উপাদানগুলি দিতে হয় চাষিদের ৷
বিশ্বভারতীর উদ্ভিদবিদ্যা বিভাগ একটি নতুন প্রজাতির উপকারী ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে । নাম 'প্যান্টোইয়া টেগোরী' (Pantoea Tagorei)।

উদ্ভিদবিদ্যা বিভাগের অনুজীববিদ্যার অধ্যাপক ড. বুম্বা দাম তাঁর পাঁচ জন পড়ুয়া রাজু বিশ্বাস, অভিজিৎ মিশ্র, অভিনব চক্রবর্তী, পুজা মুখোপাধ্যায় ও সন্দীপ ঘোষকে সঙ্গে নিয়ে এই ব্যাকটেরিয়া আবিষ্কার করেন ৷ মূলত ধান চাষের অত্যন্ত সহায়ক অনুজীব । এছাড়া, লঙ্কা ও মটর চাষের পক্ষেও উপকারী এই ব্যাকটেরিয়া । এটি মাটি থেকে অতি সহজেই পটাশিয়াম সংগ্রহ করে উদ্ভিদের বৃদ্ধিতে সহযোগিতা করে ৷ ছয় জনের এই দল গবেষণা করতে করতে শান্তিনিকেতনের সোনাঝুরি, পরে ঝাড়খণ্ডের ঝরিয়া কয়লা খনি অঞ্চলের মাটি থেকে এই ব্যাকটেরিয়ার সন্ধান পান ৷ কৃষিক্ষেত্রে তাঁদের ভাবনা, অবদানকে স্মরণ করে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ও রথীন্দ্রনাথ ঠাকুরের নামে ব্যাকটেরিয়াটির নামকরণ করা হয়েছে । বিশ্বভারতীর এই আবিষ্কার অ্যাসোসিয়েশন অফ মাইক্রোবায়োলজিস্ট অফ ইন্ডিয়া (এএমআই)-র স্বীকৃতি পেয়েছে ।

বিশ্বভারতীর উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. বুম্বা দাম বলেন, "এই ব্যাকটেরিয়া চাষের পক্ষে খুবই উপকারী । আমরা আগে পরীক্ষামূলক ভাবে চাষ করে দেখেছি ৷ সদ্য শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে । তাই আমরা এই ব্যাকটেরিয়ার নাম গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ও বিশ্বভারতীর প্রথম উপাচার্য রথীন্দ্রনাথ ঠাকুরের নামে রেখেছি । লিভিং কোনও অর্গানিজমের নাম টেগরের নামে ৷ আমার গবেষক পড়ুয়ারাও খুব মন দিয়ে কাজ করেছে এ ক্ষেত্রে ।"

গবেষক পড়ুয়াদের মধ্যে রাজু বিশ্বাস ও অভিজিৎ মিশ্র বলেন, "এটা বিশ্বভারতীর আবিষ্কার । এই ব্যাকটেরিয়া ব্যবহারের ফলে চাষিরা উপকৃত হবেন ৷ সারের খরচ অনেকগুণ কমবে ৷ এই ব্যাকটেরিয়া মাটি থেকে সহজেই পটাশিয়াম সংগ্রহ করে উদ্ভিদের বৃদ্ধিতে সহযোগিতা করতে পারে ৷ আমরা ঝরিয়ার কয়লা খনি অঞ্চল থেকে এই ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছি ।"

আরও পড়ুন:

  1. হচ্ছে বিকল্প পৌষমেলা, বিশ্বভারতীর কাছে মাঠ চাইবে রাজ্য সরকার; কবে থেকে শুরু ?
  2. রবীন্দ্রনাথ বিহীন বিতর্কিত ফলক এখনও স্বমহিমায় বিশ্বভারতীতে, কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ সকলে
  3. পুরানো সেই দিনের কথা, জাপানি শিল্পীর পিয়ানো শুনে মুগ্ধ শান্তিনিকেতন

কৃষির সহায়ক উপকারী ব্যাকটেরিয়া আবিষ্কার বিশ্বভারতীর

বোলপুর, 21 ডিসেম্বর: নতুন একটি উপকারী ব্যাকটেরিয়া আবিষ্কার করল বিশ্বভারতীর উদ্ভিদবিদ্যা বিভাগ । এই ব্যাকটেরিয়া মূলত ধান চাষের অত্যন্ত সহায়ক ৷ ব্যাকটেরিয়াটির নামকরণ করা হয়েছে রবীন্দ্রনাথ ও রথীন্দ্রনাথ ঠাকুরের নামে । এখনও পর্যন্ত জীবন্ত কোনও কিছুর নাম কবি ও কবিপুত্রর নামে হয়নি । ইতিমধ্যেই বিশ্বভারতীর এই আবিষ্কারকে স্বীকৃতি দিয়েছে অ্যাসোসিয়েশন অফ মাইক্রোবায়োলজিস্ট অফ ইন্ডিয়া (এএমআই)।

কৃষিকাজকে সমৃদ্ধ করতে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর কৃষি গবেষণার উপর জোর দিয়েছিলেন ৷ তাই তিনি শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন ৷ এমনকী, নিজের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুরকে কৃষিবিদ্যার পাঠ নিতে বিদেশেও পাঠিয়েছিলেন তিনি ৷ পরবর্তীতে বিশ্বভারতীর প্রথম উপাচার্য হন রথীন্দ্রনাথ ঠাকুর ৷ তাঁর হাত ধরে শুরু হয় কৃষি গবেষণার নানা কাজ ।

কৃষিক্ষেত্রে ফলন বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের । এই তিনটি উপাদানকে একত্রে বলে এনপিকে ৷ মাটি থেকে উদ্ভিদ এই উপাদান সংগ্রহ করে ৷ কিন্তু, অনেক ক্ষেত্রে মাটিতে এর যোগান কম থাকলে বাজারজাত উপাদানগুলি দিতে হয় চাষিদের ৷
বিশ্বভারতীর উদ্ভিদবিদ্যা বিভাগ একটি নতুন প্রজাতির উপকারী ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে । নাম 'প্যান্টোইয়া টেগোরী' (Pantoea Tagorei)।

উদ্ভিদবিদ্যা বিভাগের অনুজীববিদ্যার অধ্যাপক ড. বুম্বা দাম তাঁর পাঁচ জন পড়ুয়া রাজু বিশ্বাস, অভিজিৎ মিশ্র, অভিনব চক্রবর্তী, পুজা মুখোপাধ্যায় ও সন্দীপ ঘোষকে সঙ্গে নিয়ে এই ব্যাকটেরিয়া আবিষ্কার করেন ৷ মূলত ধান চাষের অত্যন্ত সহায়ক অনুজীব । এছাড়া, লঙ্কা ও মটর চাষের পক্ষেও উপকারী এই ব্যাকটেরিয়া । এটি মাটি থেকে অতি সহজেই পটাশিয়াম সংগ্রহ করে উদ্ভিদের বৃদ্ধিতে সহযোগিতা করে ৷ ছয় জনের এই দল গবেষণা করতে করতে শান্তিনিকেতনের সোনাঝুরি, পরে ঝাড়খণ্ডের ঝরিয়া কয়লা খনি অঞ্চলের মাটি থেকে এই ব্যাকটেরিয়ার সন্ধান পান ৷ কৃষিক্ষেত্রে তাঁদের ভাবনা, অবদানকে স্মরণ করে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ও রথীন্দ্রনাথ ঠাকুরের নামে ব্যাকটেরিয়াটির নামকরণ করা হয়েছে । বিশ্বভারতীর এই আবিষ্কার অ্যাসোসিয়েশন অফ মাইক্রোবায়োলজিস্ট অফ ইন্ডিয়া (এএমআই)-র স্বীকৃতি পেয়েছে ।

বিশ্বভারতীর উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. বুম্বা দাম বলেন, "এই ব্যাকটেরিয়া চাষের পক্ষে খুবই উপকারী । আমরা আগে পরীক্ষামূলক ভাবে চাষ করে দেখেছি ৷ সদ্য শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে । তাই আমরা এই ব্যাকটেরিয়ার নাম গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ও বিশ্বভারতীর প্রথম উপাচার্য রথীন্দ্রনাথ ঠাকুরের নামে রেখেছি । লিভিং কোনও অর্গানিজমের নাম টেগরের নামে ৷ আমার গবেষক পড়ুয়ারাও খুব মন দিয়ে কাজ করেছে এ ক্ষেত্রে ।"

গবেষক পড়ুয়াদের মধ্যে রাজু বিশ্বাস ও অভিজিৎ মিশ্র বলেন, "এটা বিশ্বভারতীর আবিষ্কার । এই ব্যাকটেরিয়া ব্যবহারের ফলে চাষিরা উপকৃত হবেন ৷ সারের খরচ অনেকগুণ কমবে ৷ এই ব্যাকটেরিয়া মাটি থেকে সহজেই পটাশিয়াম সংগ্রহ করে উদ্ভিদের বৃদ্ধিতে সহযোগিতা করতে পারে ৷ আমরা ঝরিয়ার কয়লা খনি অঞ্চল থেকে এই ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছি ।"

আরও পড়ুন:

  1. হচ্ছে বিকল্প পৌষমেলা, বিশ্বভারতীর কাছে মাঠ চাইবে রাজ্য সরকার; কবে থেকে শুরু ?
  2. রবীন্দ্রনাথ বিহীন বিতর্কিত ফলক এখনও স্বমহিমায় বিশ্বভারতীতে, কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ সকলে
  3. পুরানো সেই দিনের কথা, জাপানি শিল্পীর পিয়ানো শুনে মুগ্ধ শান্তিনিকেতন
Last Updated : Dec 23, 2023, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.