ETV Bharat / state

Poush Mela 2021 Cancel : এবারেও বাতিল পৌষমেলা, জানিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ - poush mela 2021 news

পৌষমেলা নিয়ে সংশয়ের অবসান ঘটাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ পৌষমেলা হচ্ছে না (Poush Mela 2021 Cancel) বলে জানালেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক ৷

Pousmela Cancelled
ঐতিহ্যবাহী পৌষমেলা
author img

By

Published : Dec 14, 2021, 5:01 PM IST

Updated : Dec 14, 2021, 5:46 PM IST

শান্তিনিকেতন, 14 ডিসেম্বর : "বিশ্ববিদ্যালয় এবার কোনও মেলা করছে না", জানিয়ে দিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ । অর্থাৎ, এই বছরও শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে হচ্ছে না ঐতিহ্যবাহী পৌষমেলা (Poush Mela 2021 Cancel) ৷ পৌষমেলা হবে কিনা তা নিয়ে যে সংশয় ছিল, অবশেষে তার অবসান হল ।

2020 তে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ ছিল ঐতিহ্যবাহী পৌষমেলা (poush mela 2021 news) ৷ তবে এবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় অনেকেই মনে করেছিলেন, ছোট করে হলেও পৌষমেলা (poush mela 2021) হবে ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষ যদি মেলার আয়োজন না করে তাহলে বোলপুর পৌরসভা অন্তত মেলা করবে ৷ এই মর্মে মাঠ চেয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে চিঠিও দেয় পৌরসভা ।

মেলা করার জন্য শান্তিনিকেতন ট্রাস্ট, বোলপুর ব্যবসায়ী সমিতি ও পৌষমেলা বাঁচাও কমিটি বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি দিয়ে আবেদন করে । তা সত্ত্বেও মেলা হবে কি হবে না, তা নিয়ে একটি বাক্যও খরচ করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ । আদৌ মেলা হবে কিনা সেই বিষয়ে ধন্দে ছিলেন বোলপুরবাসী ৷ অবশেষে আজ সেই ধন্দের অবসান ঘটালেন বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ ৷ মেলার বিষয়ে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবছর কোনও মেলা করা হচ্ছে না (Visva Bharati authority announce that Poushmela Cancel) ।"

আরও পড়ুন : প্রায় 74 বছর পর ফের বন্ধ ঐতিহ্যবাহী পৌষমেলা, বিষণ্ণতা শান্তিনিকেতনজুড়ে

অর্থাৎ, এবছরও পূর্বপল্লীর মাঠে হচ্ছে না শান্তিনিকেতনের পৌষমেলা । প্রসঙ্গত, 1843 সালের 21 ডিসেম্বর (বাংলার 7 ই পৌষ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রহ্মধর্মে দীক্ষিত হন । এরপর এই ব্রহ্মধর্মের প্রসার ও প্রচার বৃদ্ধি পেলে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষিত হওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে 1845 সালে কলকাতার গোরিটির বাগানে উপাসনা ও ব্রহ্ম মন্ত্রপাঠের আয়োজন করা হয় । ওই উৎসবকেই পৌষমেলার সূচনা বলে ধরা হয় ।

পরবর্তীকালে 1862 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে আশ্রম প্রতিষ্ঠার চিন্তাভাবনা করেন । ফলস্বরূপ 1891 সালে উপাসনা গৃহ প্রতিষ্ঠিত হয় । এটিকেই শান্তিনিকেতনের পৌষ উৎসবের সূচনা হিসেবে ধরা হয় । 1894 সালে পৌষ উৎসবের পাশাপাশি মন্দির সংলগ্ন মাঠে শুরু হয় পৌষমেলা । এরপর 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ ঘটে । সেই বছর মেলা বসলেও তা ছিল প্রাণহীন ৷

Poush Mela
পৌষমেলা

এরপর 1943 সালে দেশে দুর্ভিক্ষ ও 1946 সালে সাম্প্রদায়িক অশান্তির কারণে বন্ধ রাখা হয় পৌষমেলা । ধীরে ধীরে মেলার পরিসর বাড়তে থাকায় 1961 সালে মন্দির সংলগ্ন মাঠ থেকে পৌষমেলা স্থানান্তরিত করা হয় পূর্বপল্লির মাঠে । তখন থেকে সেখানেই হয়ে আসছে পৌষমেলা ।

করোনা পরিস্থিতির জন্য 2020 সালে বন্ধ রাখা হয় ঐতিহ্যবাহী পৌষমেলা । আর এবছরও সেই পরিস্থিতির জন্যই পৌষমেলা বন্ধ থাকবে বলে জানিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : কোরোনা প্রকোপে বন্ধ পৌষমেলা , জানেন কী ক্ষতির পরিমাণ কত

শান্তিনিকেতন, 14 ডিসেম্বর : "বিশ্ববিদ্যালয় এবার কোনও মেলা করছে না", জানিয়ে দিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ । অর্থাৎ, এই বছরও শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে হচ্ছে না ঐতিহ্যবাহী পৌষমেলা (Poush Mela 2021 Cancel) ৷ পৌষমেলা হবে কিনা তা নিয়ে যে সংশয় ছিল, অবশেষে তার অবসান হল ।

2020 তে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ ছিল ঐতিহ্যবাহী পৌষমেলা (poush mela 2021 news) ৷ তবে এবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় অনেকেই মনে করেছিলেন, ছোট করে হলেও পৌষমেলা (poush mela 2021) হবে ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষ যদি মেলার আয়োজন না করে তাহলে বোলপুর পৌরসভা অন্তত মেলা করবে ৷ এই মর্মে মাঠ চেয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে চিঠিও দেয় পৌরসভা ।

মেলা করার জন্য শান্তিনিকেতন ট্রাস্ট, বোলপুর ব্যবসায়ী সমিতি ও পৌষমেলা বাঁচাও কমিটি বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি দিয়ে আবেদন করে । তা সত্ত্বেও মেলা হবে কি হবে না, তা নিয়ে একটি বাক্যও খরচ করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ । আদৌ মেলা হবে কিনা সেই বিষয়ে ধন্দে ছিলেন বোলপুরবাসী ৷ অবশেষে আজ সেই ধন্দের অবসান ঘটালেন বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ ৷ মেলার বিষয়ে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবছর কোনও মেলা করা হচ্ছে না (Visva Bharati authority announce that Poushmela Cancel) ।"

আরও পড়ুন : প্রায় 74 বছর পর ফের বন্ধ ঐতিহ্যবাহী পৌষমেলা, বিষণ্ণতা শান্তিনিকেতনজুড়ে

অর্থাৎ, এবছরও পূর্বপল্লীর মাঠে হচ্ছে না শান্তিনিকেতনের পৌষমেলা । প্রসঙ্গত, 1843 সালের 21 ডিসেম্বর (বাংলার 7 ই পৌষ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রহ্মধর্মে দীক্ষিত হন । এরপর এই ব্রহ্মধর্মের প্রসার ও প্রচার বৃদ্ধি পেলে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষিত হওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে 1845 সালে কলকাতার গোরিটির বাগানে উপাসনা ও ব্রহ্ম মন্ত্রপাঠের আয়োজন করা হয় । ওই উৎসবকেই পৌষমেলার সূচনা বলে ধরা হয় ।

পরবর্তীকালে 1862 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে আশ্রম প্রতিষ্ঠার চিন্তাভাবনা করেন । ফলস্বরূপ 1891 সালে উপাসনা গৃহ প্রতিষ্ঠিত হয় । এটিকেই শান্তিনিকেতনের পৌষ উৎসবের সূচনা হিসেবে ধরা হয় । 1894 সালে পৌষ উৎসবের পাশাপাশি মন্দির সংলগ্ন মাঠে শুরু হয় পৌষমেলা । এরপর 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ ঘটে । সেই বছর মেলা বসলেও তা ছিল প্রাণহীন ৷

Poush Mela
পৌষমেলা

এরপর 1943 সালে দেশে দুর্ভিক্ষ ও 1946 সালে সাম্প্রদায়িক অশান্তির কারণে বন্ধ রাখা হয় পৌষমেলা । ধীরে ধীরে মেলার পরিসর বাড়তে থাকায় 1961 সালে মন্দির সংলগ্ন মাঠ থেকে পৌষমেলা স্থানান্তরিত করা হয় পূর্বপল্লির মাঠে । তখন থেকে সেখানেই হয়ে আসছে পৌষমেলা ।

করোনা পরিস্থিতির জন্য 2020 সালে বন্ধ রাখা হয় ঐতিহ্যবাহী পৌষমেলা । আর এবছরও সেই পরিস্থিতির জন্যই পৌষমেলা বন্ধ থাকবে বলে জানিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : কোরোনা প্রকোপে বন্ধ পৌষমেলা , জানেন কী ক্ষতির পরিমাণ কত

Last Updated : Dec 14, 2021, 5:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.