বোলপুর, 16 নভেম্বর: বিশ্বভারতী (Visva Bharati) কর্তৃপক্ষ ও বোলপুর পৌরসভার (Bolpur Municipality) দীর্ঘ বৈঠকের পরেও কাটল না জট ৷ অর্থাৎ, এখনও অনিশ্চয়তার মুখে ঐতিহ্যবাহী পৌষমেলা। জানা গিয়েছে, দু'পক্ষই মেলা সংক্রান্ত বিভিন্ন অসুবিধার কথা আলোচনায় জানায় ৷ লিখিত আকারে সেই আলোচনার নির্যাস পাওয়ার পর পৌষমেলা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ যদিও, এদিনের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ।
2020 সালে করোনা পরিস্থিতির জন্য পৌষমেলা বন্ধ রাখা হয়েছিল ৷ 2021 সালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বোলপুর-শান্তিনিকেতনবাসী, ব্যবসায়ী, পড়ুয়া, আশ্রমিক সকলেই চেয়েছিলেন করোনা বিধি মেনে ঐতিহ্যবাহী পৌষমেলা হোক ৷ কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা না-করায়, বাংলা সংস্কৃতি মঞ্চ বোলপুর পৌরসভার সহযোগিতার ডাকবাংলো মাঠে বিকল্প মেলার আয়োজন করেছিল ।
এ বছর পৌষমেলার জন্য পূর্বপল্লির মাঠ ভাড়া চেয়ে বিশ্বভারতীর উপাচার্যকে চিঠি দেয় বোলপুর পৌরসভা । পালটা চিঠি দিয়ে মেলা সংক্রান্ত বৈঠকে বোলপুর পৌরসভাকে ডাকে বিশ্বভারতী কর্তৃপক্ষ । সেইমতো এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে দু'পক্ষের বৈঠক হয় ৷ যদিও, রাজ্যের বাইরে থাকায় বৈঠকে উপস্থিত থাকতে পারেননি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ।
প্রায় দু'ঘণ্টা দুপক্ষের বৈঠকেও ঐতিহ্যবাহী পৌষমেলা নিয়ে জট কাটল না ৷ অর্থাৎ, এখনও অনিশ্চিত মেলা ৷ বৈঠক শেষে বোলপুর পৌরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ বলেন, "মেলা নিয়ে আমরা ও বিশ্বভারতী তাদের সুবিধা-অসুবিধার কথা বললাম ৷ উপাচার্য ছিলেন না ৷ উনি ফিরলে বৈঠকের আলোচনা শুনে সিদ্ধান্ত নেবেন । একপ্রকার জট থেকেই গেল ৷ আমরা চাই পূর্বপল্লির মাঠেই মেলা হোক । বিশ্বভারতীকে ছাড়া এই মেলা সম্ভব নয় ।"
আরও পড়ুন: পৌষমেলা হোক পূর্বপল্লির মাঠেই, এই দাবিতে পোস্টার বিশ্বভারতীর পড়ুয়াদের
বিশ্বভারতীর তরফে কিশোর ভট্টাচার্য বলেন, "ঐতিহ্য মেনে সব মানুষকে নিয়ে আমরা চাই মেলা করতে । সেই মতো ইতিবাচক একটা আলোচনা হল । বোলপুর পৌরসভাকে বাদ দিয়ে মেলা হতে পারে না ৷ উপাচার্য মহাশয় ফিরলে আমরা বৈঠক করে সিদ্ধান্ত নেব ।"