ETV Bharat / state

Villagers search for gold: নদীর ভিতর গুপ্তধন ! কাজ ফেলে সোনার খোঁজে গ্রামবাসীরা - বালি সরালেই মিলচ্ছে সোনার কয়েন

নদীর বালি সরালেই মিলছে সোনা (gold coins in the sand of the river) ৷ কাজ ফেলে সোনার খুঁজতে হুলস্থুল গ্রামবাসীদের (Villagers) মধ্যে ৷

Etv Bharat
নদীর বালি সরালেই মিলছে সোনা
author img

By

Published : Mar 16, 2023, 11:14 PM IST

নদীর বালি সরালেই মিলছে সোনা

বীরভূম, 16 মার্চ: 'যেদিকে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন'। এই প্রবাদ বাক্যের মতো ছাই নয়, নদীর বালি সরালেই মিলছে সোনা (gold coins in the sand of the river) ৷ শুনতে অবাক লাগলেও বীরভূমের রামপুরহাটের মুরারই থানার পারকান্দি গ্রামের নদীতে মিলেছে গুপ্তধন ৷ যা দেখে হতভম্ব গ্রামবাসীরা । বালির নীচে চকচকে সোনা দেখেই কাজ কর্ম ফেলে তা খুঁজতে ব্যস্ত গ্রামবাসীরা।

পারকান্দি গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে বাঁশলোই নদী। অভিযোগ, সেই নদীতে অবৈধভাবে প্রায়ই ট্রাক্টর নামিয়ে চলে বালির চোরা চালান । রাতের অন্ধকারে অবৈধ বালি কারবারিরা বালি তুলতে নামে নদীতে । স্থানীয় সূত্রে জানা যায়, এমনই কয়েক জন গত দু'দিন আগে বালি তুলতে নামেন নদীতে । বালি তুলতে গিয়ে এক গ্রামবাসী বেশ কয়েকটি সোনার কয়েন পান। ঘটনাটি জানাজানি হতেই সেখানে ভিড় জমান আশেপাশের গ্রামবাসীরা (Villagers search for gold coins )।

আরও পড়ুন: বনদফতরের উদ্যোগে জঙ্গলে চালু হচ্ছে রাত্রিবাস, তৈরি হচ্ছে 40টি ওয়াচ টাওয়ার

তবে দুঃখের বিষয়, বালি খুঁড়ে কেউ সোনা পাচ্ছেন আবার কেউ পাচ্ছেন না । নদীর বালিতে কীভাবে সোনার কয়েন এলো তা নিয়ে তৈরি হয়েছে নানা ধন্দ ৷ অবশ্য দু'দিন ধরে সোনার মোহর পাওয়ার ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনওরকম হস্তক্ষেপ করা হয়নি ৷

গত বছরও সেপ্টেম্বরে, লন্ডনের এক বাড়িতে রান্না ঘর সাজানোর কাজ চলছিল । খোঁড়াখুঁড়ি সময় উদ্ধার হয় প্রায় 264টি সোনার কয়েন। যার আনুমানিক মূল্য ছিল 2.3 কোটি টাকা । বহু পুরাতন বাড়ি থেকে অনেক সময় এমন সোনার কয়েন উদ্ধার হওয়ার ঘটনা নতুন নয় ৷ কিন্তু নদীর বালি থেকে সোনার কয়েন পাওয়ার ঘটনা কিন্তু বিরল। স্থানীয় বাসিন্দা নূর শেখ বলেন, "গত পরশু থেকে নদীর বালি থেকে সোনার কয়েন পাওয়া যাচ্ছে। আমি তাই আজকে এসেছি । আমি এখনো পাইনি। তবে শুনেছি গ্রামের কয়েকজন পেয়েছেন।"

নদীর বালি সরালেই মিলছে সোনা

বীরভূম, 16 মার্চ: 'যেদিকে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন'। এই প্রবাদ বাক্যের মতো ছাই নয়, নদীর বালি সরালেই মিলছে সোনা (gold coins in the sand of the river) ৷ শুনতে অবাক লাগলেও বীরভূমের রামপুরহাটের মুরারই থানার পারকান্দি গ্রামের নদীতে মিলেছে গুপ্তধন ৷ যা দেখে হতভম্ব গ্রামবাসীরা । বালির নীচে চকচকে সোনা দেখেই কাজ কর্ম ফেলে তা খুঁজতে ব্যস্ত গ্রামবাসীরা।

পারকান্দি গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে বাঁশলোই নদী। অভিযোগ, সেই নদীতে অবৈধভাবে প্রায়ই ট্রাক্টর নামিয়ে চলে বালির চোরা চালান । রাতের অন্ধকারে অবৈধ বালি কারবারিরা বালি তুলতে নামে নদীতে । স্থানীয় সূত্রে জানা যায়, এমনই কয়েক জন গত দু'দিন আগে বালি তুলতে নামেন নদীতে । বালি তুলতে গিয়ে এক গ্রামবাসী বেশ কয়েকটি সোনার কয়েন পান। ঘটনাটি জানাজানি হতেই সেখানে ভিড় জমান আশেপাশের গ্রামবাসীরা (Villagers search for gold coins )।

আরও পড়ুন: বনদফতরের উদ্যোগে জঙ্গলে চালু হচ্ছে রাত্রিবাস, তৈরি হচ্ছে 40টি ওয়াচ টাওয়ার

তবে দুঃখের বিষয়, বালি খুঁড়ে কেউ সোনা পাচ্ছেন আবার কেউ পাচ্ছেন না । নদীর বালিতে কীভাবে সোনার কয়েন এলো তা নিয়ে তৈরি হয়েছে নানা ধন্দ ৷ অবশ্য দু'দিন ধরে সোনার মোহর পাওয়ার ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনওরকম হস্তক্ষেপ করা হয়নি ৷

গত বছরও সেপ্টেম্বরে, লন্ডনের এক বাড়িতে রান্না ঘর সাজানোর কাজ চলছিল । খোঁড়াখুঁড়ি সময় উদ্ধার হয় প্রায় 264টি সোনার কয়েন। যার আনুমানিক মূল্য ছিল 2.3 কোটি টাকা । বহু পুরাতন বাড়ি থেকে অনেক সময় এমন সোনার কয়েন উদ্ধার হওয়ার ঘটনা নতুন নয় ৷ কিন্তু নদীর বালি থেকে সোনার কয়েন পাওয়ার ঘটনা কিন্তু বিরল। স্থানীয় বাসিন্দা নূর শেখ বলেন, "গত পরশু থেকে নদীর বালি থেকে সোনার কয়েন পাওয়া যাচ্ছে। আমি তাই আজকে এসেছি । আমি এখনো পাইনি। তবে শুনেছি গ্রামের কয়েকজন পেয়েছেন।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.