ETV Bharat / state

Visva-Bharati University : টানা দু‘রাত বাসভবনে ঘেরাও উপাচার্য, বৃষ্টি উপেক্ষা করেই চলছে বিক্ষোভ - টানা দু-রাত বাসভবনে ঘেরাও বিশ্বভারতীর উপাচার্য

শুক্রবার রাত থেকে ঘেরাও বিক্ষোভ শুরু হয়েছে ৷ রবিবার সারাদিনও তা চলছে ৷ আন্দোলনকারী পড়ুয়ারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বহিষ্কৃত পড়ুয়াদের না ফেরানো পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন ৷

টানা দু-রাত বাসভবনে ঘেরাও বিশ্বভারতীর উপাচার্য ৷
গত প্রায় 48 ঘণ্টা উপাচার্যকে ঘেরাও করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা ৷
author img

By

Published : Aug 29, 2021, 4:34 PM IST

শান্তিনিকেতন, 29 আগস্ট : দু'রাত ধরে ঘেরাও বিশ্বভারতীর (Visva-Bharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । বৃষ্টি উপেক্ষা করেই উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান মঞ্চে চলছে বিক্ষোভ । যতক্ষণ না বহিষ্কৃত 3 পড়ুয়াকে পুনরায় পঠন-পাঠনে ফেরানো হবে ততক্ষণ উপাচার্যকে ঘেরাও করে রাখা হবে, এমনটাই জানালেন পড়ুয়ারা ।

গত এক বছরে প্রায় 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করেছেন উপাচার্য ৷ এছাড়াও, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অর্থনীতি বিভাগের দুই ছাত্র ও সঙ্গীত ভবনের এক ছাত্রীকে ছয়মাসের জন্য সাসপেন্ড করা হয় । পরে সেই সাসপেনশন আরও তিন মাস বর্ধিত করা হয় । এই সময়ের মধ্যে ওই তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয় । এরপরেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া, অধ্যাপকদের একটা বড় অংশ । কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভের পর শুক্রবার রাতে শান্তিনিকেতনে উপাচার্যের বাসভবন ‘পূর্বিতা’ ঘেরাও করা হয় । দুই রাত ধরে বাসভবন ঘেরাও হয়ে রয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । বৃষ্টি উপেক্ষা করেই চলছে অবস্থান-বিক্ষোভ ।

অন্যদিকে, উপাচার্যের নিরাপত্তায় বিশ্বভারতী নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে । 30 অগস্ট বোলপুরের নাগরিক মঞ্চ-সহ বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা, আশ্রমিকরা সমবেতভাবে উপাচার্যের বিরুদ্ধে মিছিল করবেন, এমনটাই জানানো হল অবস্থান মঞ্চ থেকে ।

গত প্রায় 48 ঘণ্টা উপাচার্যকে ঘেরাও করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা ৷

বিক্ষোভকারী ছাত্রীদের মধ্যে শ্রেয়া চক্রবর্তী বলেন, "এখনও পর্যন্ত আমাদের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনও রকম যোগাযোগ করেননি । যতক্ষণ না তিনজন পড়ুয়াকে ফেরানো হবে ততক্ষণ এই আন্দোলন চলবে ।"

আরও পড়ুন : Visva-Bharati University : 'তালিবান উপাচার্য দূর হটো' পোস্টার বিশ্বভারতীতে, চলছে ঘেরাও

শান্তিনিকেতন, 29 আগস্ট : দু'রাত ধরে ঘেরাও বিশ্বভারতীর (Visva-Bharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । বৃষ্টি উপেক্ষা করেই উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান মঞ্চে চলছে বিক্ষোভ । যতক্ষণ না বহিষ্কৃত 3 পড়ুয়াকে পুনরায় পঠন-পাঠনে ফেরানো হবে ততক্ষণ উপাচার্যকে ঘেরাও করে রাখা হবে, এমনটাই জানালেন পড়ুয়ারা ।

গত এক বছরে প্রায় 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করেছেন উপাচার্য ৷ এছাড়াও, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অর্থনীতি বিভাগের দুই ছাত্র ও সঙ্গীত ভবনের এক ছাত্রীকে ছয়মাসের জন্য সাসপেন্ড করা হয় । পরে সেই সাসপেনশন আরও তিন মাস বর্ধিত করা হয় । এই সময়ের মধ্যে ওই তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয় । এরপরেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া, অধ্যাপকদের একটা বড় অংশ । কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভের পর শুক্রবার রাতে শান্তিনিকেতনে উপাচার্যের বাসভবন ‘পূর্বিতা’ ঘেরাও করা হয় । দুই রাত ধরে বাসভবন ঘেরাও হয়ে রয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । বৃষ্টি উপেক্ষা করেই চলছে অবস্থান-বিক্ষোভ ।

অন্যদিকে, উপাচার্যের নিরাপত্তায় বিশ্বভারতী নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে । 30 অগস্ট বোলপুরের নাগরিক মঞ্চ-সহ বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা, আশ্রমিকরা সমবেতভাবে উপাচার্যের বিরুদ্ধে মিছিল করবেন, এমনটাই জানানো হল অবস্থান মঞ্চ থেকে ।

গত প্রায় 48 ঘণ্টা উপাচার্যকে ঘেরাও করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা ৷

বিক্ষোভকারী ছাত্রীদের মধ্যে শ্রেয়া চক্রবর্তী বলেন, "এখনও পর্যন্ত আমাদের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনও রকম যোগাযোগ করেননি । যতক্ষণ না তিনজন পড়ুয়াকে ফেরানো হবে ততক্ষণ এই আন্দোলন চলবে ।"

আরও পড়ুন : Visva-Bharati University : 'তালিবান উপাচার্য দূর হটো' পোস্টার বিশ্বভারতীতে, চলছে ঘেরাও

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.