ETV Bharat / state

VC on Visvabharati : বিশ্বভারতী আজ বোলপুর ভারতী হয়ে গিয়েছে, মন্তব্য উপাচার্যের - Latest News on Visvabharati

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ ভারতী বা বোলপুর ভারতী হয়ে গিয়েছে বলে অভিযোগ করলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (vc make controversial remark on visvabharati university) ৷

vc make controversial remark on visvabharati university
VC on Visvabharati : বিশ্বভারতী আজ বোলপুর ভারতী হয়ে গিয়েছে, মন্তব্য উপাচার্যের
author img

By

Published : Jan 27, 2022, 9:41 PM IST

শান্তিনিকেতন, 27 জানুয়ারি : ফের বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (vc make controversial remark on visvabharati university) । রাজ্য সরকারের বিরুদ্ধেও সরব উপাচার্য । উপাসনা গৃহের সামনের রাস্তা নিয়ে নেওয়ায় ঐতিহ্যবাহী ভবন, ভাস্কর্যের ক্ষতি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি ৷

পাশাপাশি তাঁর দাবি, ভারতবর্ষে ইতিহাসে প্রথম একটি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে ৷ উত্তরাখণ্ডের রামগড়ে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাড়ি ছিল । সেই বাড়ির আশপাশে বিশ্বভারতীর দ্বিতীয় স্যাটালাইট ক্যাম্পাস তৈরির জন্য বিশ্বভারতীকে 46 একর জমি দিয়েছে উত্তরাখণ্ড সরকার । নৈনিতাল থেকে 32 কিলোমিটার উপরে এই ক্যাম্পাস তৈরি হচ্ছে । বিশ্বভারতীর আবেদন মতো 150 কোটি টাকাও বরাদ্দ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ।

সেই প্রসঙ্গে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, "ভারতে প্রথম কোনও বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে । এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে ৷ আমি ও কেন্দ্রীয় সরকার নাকি বিশ্বভারতীকে এখান থেকে নিয়ে চলে যাচ্ছি ৷ এটা কি সম্ভব ? আমি জানতাম বিশ্বভারতীর শিক্ষকেরা বুদ্ধিমান । কিন্তু, যে সব শিক্ষক এই ধরনের কথা বলেন তাদের কী বলব ? যদি সুযোগ হয় এই ধরনের শিক্ষকেরা যাতে এখানে পড়াতে না পারেন, সেই ব্যবস্থা আমি করতে পারতাম ৷ কিন্তু সেই সুযোগ নেই ।"

এরপরেই রাজ্য সরকারকে কার্যত এক হাতে নিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, "সবার মধ্যে একটা আশঙ্কা দেখেছি এবার কলকাতার বদলে রামগড়ে ট্রান্সফার করবে ৷ কিন্তু, এটা কি এখানকার শিক্ষকদের উচিত নয়, রামগড়ে গিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় করব ৷ না হলে তো সেটা উত্তরাখণ্ড বিশ্ববিদ্যালয় হয়ে যাবে । বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থাকবে না ৷ যেমন এখানে বিশ্বভারতী পশ্চিমবঙ্গ ভারতী বা বোলপুর ভারতী হয়ে গিয়েছে । আমি রামগড় ক্যাম্পাসকে উত্তরাখণ্ড বিশ্ববিদ্যালয় হতে দেব না ।"

বিশ্বভারতী আজ বোলপুর ভারতী হয়ে গিয়েছে, মন্তব্য উপাচার্যের

এছাড়াও, উপাসনা গৃহের সামনের রাস্তা নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । প্রসঙ্গত, উপাসনা গৃহের সামনের রাস্তা বিশ্বভারতীর কাছ থেকে নিয়ে নিয়েছে রাজ্য সরকার ।

এই প্রসঙ্গে উপাচার্য বলেন, "বিশ্বভারতী ঐতিহ্যবাহী ভবনগুলি সংস্কার করা হচ্ছে ৷ কিন্তু ওই রাস্তা দেখলেন তো আমাদের থেকে কিভাবে নিয়ে নেওয়া হয়েছে । ফলে ভারী যান চলাচল করছে ৷ এতে পুরনো ভবন, ভাস্কর্যের ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন পুরাতত্ত্ববিদরা ৷ আমরা কত প্রতিবাদ করেও রাস্তা নিয়ে কিছু করতে পারিনি ৷"

আরও পড়ুন : Visva-Bharati Extend Shut Down Date : বর্ধিত হল পঠন-পাঠন বন্ধের সময়সীমা, নয়া নির্দেশিকা বিশ্বভারতীর

শান্তিনিকেতন, 27 জানুয়ারি : ফের বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (vc make controversial remark on visvabharati university) । রাজ্য সরকারের বিরুদ্ধেও সরব উপাচার্য । উপাসনা গৃহের সামনের রাস্তা নিয়ে নেওয়ায় ঐতিহ্যবাহী ভবন, ভাস্কর্যের ক্ষতি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি ৷

পাশাপাশি তাঁর দাবি, ভারতবর্ষে ইতিহাসে প্রথম একটি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে ৷ উত্তরাখণ্ডের রামগড়ে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাড়ি ছিল । সেই বাড়ির আশপাশে বিশ্বভারতীর দ্বিতীয় স্যাটালাইট ক্যাম্পাস তৈরির জন্য বিশ্বভারতীকে 46 একর জমি দিয়েছে উত্তরাখণ্ড সরকার । নৈনিতাল থেকে 32 কিলোমিটার উপরে এই ক্যাম্পাস তৈরি হচ্ছে । বিশ্বভারতীর আবেদন মতো 150 কোটি টাকাও বরাদ্দ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ।

সেই প্রসঙ্গে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, "ভারতে প্রথম কোনও বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে । এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে ৷ আমি ও কেন্দ্রীয় সরকার নাকি বিশ্বভারতীকে এখান থেকে নিয়ে চলে যাচ্ছি ৷ এটা কি সম্ভব ? আমি জানতাম বিশ্বভারতীর শিক্ষকেরা বুদ্ধিমান । কিন্তু, যে সব শিক্ষক এই ধরনের কথা বলেন তাদের কী বলব ? যদি সুযোগ হয় এই ধরনের শিক্ষকেরা যাতে এখানে পড়াতে না পারেন, সেই ব্যবস্থা আমি করতে পারতাম ৷ কিন্তু সেই সুযোগ নেই ।"

এরপরেই রাজ্য সরকারকে কার্যত এক হাতে নিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, "সবার মধ্যে একটা আশঙ্কা দেখেছি এবার কলকাতার বদলে রামগড়ে ট্রান্সফার করবে ৷ কিন্তু, এটা কি এখানকার শিক্ষকদের উচিত নয়, রামগড়ে গিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় করব ৷ না হলে তো সেটা উত্তরাখণ্ড বিশ্ববিদ্যালয় হয়ে যাবে । বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থাকবে না ৷ যেমন এখানে বিশ্বভারতী পশ্চিমবঙ্গ ভারতী বা বোলপুর ভারতী হয়ে গিয়েছে । আমি রামগড় ক্যাম্পাসকে উত্তরাখণ্ড বিশ্ববিদ্যালয় হতে দেব না ।"

বিশ্বভারতী আজ বোলপুর ভারতী হয়ে গিয়েছে, মন্তব্য উপাচার্যের

এছাড়াও, উপাসনা গৃহের সামনের রাস্তা নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । প্রসঙ্গত, উপাসনা গৃহের সামনের রাস্তা বিশ্বভারতীর কাছ থেকে নিয়ে নিয়েছে রাজ্য সরকার ।

এই প্রসঙ্গে উপাচার্য বলেন, "বিশ্বভারতী ঐতিহ্যবাহী ভবনগুলি সংস্কার করা হচ্ছে ৷ কিন্তু ওই রাস্তা দেখলেন তো আমাদের থেকে কিভাবে নিয়ে নেওয়া হয়েছে । ফলে ভারী যান চলাচল করছে ৷ এতে পুরনো ভবন, ভাস্কর্যের ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন পুরাতত্ত্ববিদরা ৷ আমরা কত প্রতিবাদ করেও রাস্তা নিয়ে কিছু করতে পারিনি ৷"

আরও পড়ুন : Visva-Bharati Extend Shut Down Date : বর্ধিত হল পঠন-পাঠন বন্ধের সময়সীমা, নয়া নির্দেশিকা বিশ্বভারতীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.