শান্তিনিকেতন, 27 জানুয়ারি : ফের বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (vc make controversial remark on visvabharati university) । রাজ্য সরকারের বিরুদ্ধেও সরব উপাচার্য । উপাসনা গৃহের সামনের রাস্তা নিয়ে নেওয়ায় ঐতিহ্যবাহী ভবন, ভাস্কর্যের ক্ষতি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি ৷
পাশাপাশি তাঁর দাবি, ভারতবর্ষে ইতিহাসে প্রথম একটি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে ৷ উত্তরাখণ্ডের রামগড়ে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাড়ি ছিল । সেই বাড়ির আশপাশে বিশ্বভারতীর দ্বিতীয় স্যাটালাইট ক্যাম্পাস তৈরির জন্য বিশ্বভারতীকে 46 একর জমি দিয়েছে উত্তরাখণ্ড সরকার । নৈনিতাল থেকে 32 কিলোমিটার উপরে এই ক্যাম্পাস তৈরি হচ্ছে । বিশ্বভারতীর আবেদন মতো 150 কোটি টাকাও বরাদ্দ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ।
সেই প্রসঙ্গে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, "ভারতে প্রথম কোনও বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে । এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে ৷ আমি ও কেন্দ্রীয় সরকার নাকি বিশ্বভারতীকে এখান থেকে নিয়ে চলে যাচ্ছি ৷ এটা কি সম্ভব ? আমি জানতাম বিশ্বভারতীর শিক্ষকেরা বুদ্ধিমান । কিন্তু, যে সব শিক্ষক এই ধরনের কথা বলেন তাদের কী বলব ? যদি সুযোগ হয় এই ধরনের শিক্ষকেরা যাতে এখানে পড়াতে না পারেন, সেই ব্যবস্থা আমি করতে পারতাম ৷ কিন্তু সেই সুযোগ নেই ।"
এরপরেই রাজ্য সরকারকে কার্যত এক হাতে নিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, "সবার মধ্যে একটা আশঙ্কা দেখেছি এবার কলকাতার বদলে রামগড়ে ট্রান্সফার করবে ৷ কিন্তু, এটা কি এখানকার শিক্ষকদের উচিত নয়, রামগড়ে গিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় করব ৷ না হলে তো সেটা উত্তরাখণ্ড বিশ্ববিদ্যালয় হয়ে যাবে । বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থাকবে না ৷ যেমন এখানে বিশ্বভারতী পশ্চিমবঙ্গ ভারতী বা বোলপুর ভারতী হয়ে গিয়েছে । আমি রামগড় ক্যাম্পাসকে উত্তরাখণ্ড বিশ্ববিদ্যালয় হতে দেব না ।"
এছাড়াও, উপাসনা গৃহের সামনের রাস্তা নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । প্রসঙ্গত, উপাসনা গৃহের সামনের রাস্তা বিশ্বভারতীর কাছ থেকে নিয়ে নিয়েছে রাজ্য সরকার ।
এই প্রসঙ্গে উপাচার্য বলেন, "বিশ্বভারতী ঐতিহ্যবাহী ভবনগুলি সংস্কার করা হচ্ছে ৷ কিন্তু ওই রাস্তা দেখলেন তো আমাদের থেকে কিভাবে নিয়ে নেওয়া হয়েছে । ফলে ভারী যান চলাচল করছে ৷ এতে পুরনো ভবন, ভাস্কর্যের ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন পুরাতত্ত্ববিদরা ৷ আমরা কত প্রতিবাদ করেও রাস্তা নিয়ে কিছু করতে পারিনি ৷"
আরও পড়ুন : Visva-Bharati Extend Shut Down Date : বর্ধিত হল পঠন-পাঠন বন্ধের সময়সীমা, নয়া নির্দেশিকা বিশ্বভারতীর