ETV Bharat / state

Amit Shah Meeting: অনুব্রত-গড়ে শাহি সভা! 'অমিত বচনে'র উত্তাপ মাপতে তৈরি রাজনৈতিক মহল - Amit Shah Meeting in Birbhum

40 ডিগ্রি ছুঁয়েছে বীরভূমের তাপমাত্রা । তারমধ্যেই সভা করবেন অমিত শাহ । অনুব্রত-গড়ে শাহি বার্তা তাপমাত্রার পারদ আরও কতটা বাড়িয়ে দেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 14, 2023, 1:03 PM IST

Updated : Apr 14, 2023, 2:07 PM IST

অনুব্রত-গড়ে শাহি সভা

সিউড়ি, 14 এপ্রিল: দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট । বছর ঘুরলেই লোকসভা নির্বাচন । দু'য়ের প্রাক্কালে বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ গরুপাচার কাণ্ডে সম্প্রতি গ্রেফতার হয়েছেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল । লালমাটিতে কার্যত ব্যাকফুটে তৃণমূল । তারপরেই জেলার দায়িত্ব নিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । ফলে সিউড়ির সভা থেকে শাহি বার্তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷ ইতিমধ্যে চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ ৷ কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে সভাস্থল থেকে শুরু করে সিউড়ি শহরের আশপাশ । 40 ডিগ্রি তাপমাত্রায় বঙ্গ রাজনীতির উত্তাপ কতটা বাড়ে, সেটাই এখন দেখার ৷

গরুপাচার মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । তাঁকে পদে বহাল রেখে জেলার সাংগঠনিক রাশ ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাই এই জেলার প্রতি বাড়তি নজর বিজেপি'র ৷ সদ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পরে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই জেলায় সভা-মিছিল করেছেন ৷ এবার বঙ্গ সফরে এসে সিউড়িতে সভা করবেন বিজেপির 'চাণক্য' ৷

সিউড়ির বেণীমাধব উচ্চ বিদ্যালয়ে সভা করবেন অমিত শাহ ৷ ইতিমধ্যেই, স্বরাষ্ট্রমন্ত্রীর সভার প্রস্তুতি শেষ । সিউড়ির চাঁদমারির মাঠে হেলিপ্যাড করা হয়েছে । সেখানে হেলিকপ্টার থেকে নেমে সরাসরি সার্কিট হাউসে যাবেন তিনি । কিছুটা বিশ্রাম নেবেন ৷ তারপর সভামঞ্চে আসবেন ৷ চাঁদমারি মাঠ থেকে সভাস্থল পর্যন্ত 1 কিলোমিটার রাস্তায় মোতায়েন করা হয়েছে 500 পুলিশ কর্মী ৷

  • Departing for West Bengal to lay the foundation stone of the BJP office in Birbhum.

    Will also speak to the people of Birbhum at a public rally there. https://t.co/4Ey0aL6aGj

    — Amit Shah (@AmitShah) April 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভোটের আগে শাহি সফরে 'খুশি' তৃণমূল ! পালটা বিজেপির

এই মুহূর্তে বীরভূমের তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে । তাই সভাস্থলে শেড দিয়ে দেওয়া হয়েছে ৷ গরম থেকে রেহাই পেতে রাখা হয়েছে প্রায় 50 হাজার জলের পাউচ । অমিত শাহর বক্তব্য রাঙামাটির তাপপ্রবাহে বঙ্গ রাজনীতির উত্তাপ কতটা বাড়ায় সেটা সময়ের অপেক্ষা । আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ও 2024 লোকসভা নির্বাচনের আগে এই সভা থেকে কী বার্তা দেন তিনি, তারই অপেক্ষায় সকলে ৷ উল্লেখ্য, এর আগেও দু'বার এই জেলায় সভা করার কথা ছিল অমিত শাহর । কিন্তু, বিভিন্ন কারণে তা বাতিল হয়ে যায় ৷

অনুব্রত-গড়ে শাহি সভা

সিউড়ি, 14 এপ্রিল: দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট । বছর ঘুরলেই লোকসভা নির্বাচন । দু'য়ের প্রাক্কালে বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ গরুপাচার কাণ্ডে সম্প্রতি গ্রেফতার হয়েছেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল । লালমাটিতে কার্যত ব্যাকফুটে তৃণমূল । তারপরেই জেলার দায়িত্ব নিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । ফলে সিউড়ির সভা থেকে শাহি বার্তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷ ইতিমধ্যে চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ ৷ কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে সভাস্থল থেকে শুরু করে সিউড়ি শহরের আশপাশ । 40 ডিগ্রি তাপমাত্রায় বঙ্গ রাজনীতির উত্তাপ কতটা বাড়ে, সেটাই এখন দেখার ৷

গরুপাচার মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । তাঁকে পদে বহাল রেখে জেলার সাংগঠনিক রাশ ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাই এই জেলার প্রতি বাড়তি নজর বিজেপি'র ৷ সদ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পরে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই জেলায় সভা-মিছিল করেছেন ৷ এবার বঙ্গ সফরে এসে সিউড়িতে সভা করবেন বিজেপির 'চাণক্য' ৷

সিউড়ির বেণীমাধব উচ্চ বিদ্যালয়ে সভা করবেন অমিত শাহ ৷ ইতিমধ্যেই, স্বরাষ্ট্রমন্ত্রীর সভার প্রস্তুতি শেষ । সিউড়ির চাঁদমারির মাঠে হেলিপ্যাড করা হয়েছে । সেখানে হেলিকপ্টার থেকে নেমে সরাসরি সার্কিট হাউসে যাবেন তিনি । কিছুটা বিশ্রাম নেবেন ৷ তারপর সভামঞ্চে আসবেন ৷ চাঁদমারি মাঠ থেকে সভাস্থল পর্যন্ত 1 কিলোমিটার রাস্তায় মোতায়েন করা হয়েছে 500 পুলিশ কর্মী ৷

  • Departing for West Bengal to lay the foundation stone of the BJP office in Birbhum.

    Will also speak to the people of Birbhum at a public rally there. https://t.co/4Ey0aL6aGj

    — Amit Shah (@AmitShah) April 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভোটের আগে শাহি সফরে 'খুশি' তৃণমূল ! পালটা বিজেপির

এই মুহূর্তে বীরভূমের তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে । তাই সভাস্থলে শেড দিয়ে দেওয়া হয়েছে ৷ গরম থেকে রেহাই পেতে রাখা হয়েছে প্রায় 50 হাজার জলের পাউচ । অমিত শাহর বক্তব্য রাঙামাটির তাপপ্রবাহে বঙ্গ রাজনীতির উত্তাপ কতটা বাড়ায় সেটা সময়ের অপেক্ষা । আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ও 2024 লোকসভা নির্বাচনের আগে এই সভা থেকে কী বার্তা দেন তিনি, তারই অপেক্ষায় সকলে ৷ উল্লেখ্য, এর আগেও দু'বার এই জেলায় সভা করার কথা ছিল অমিত শাহর । কিন্তু, বিভিন্ন কারণে তা বাতিল হয়ে যায় ৷

Last Updated : Apr 14, 2023, 2:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.