ETV Bharat / state

Firearms Recover from Nanoor : ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার নানুরে, গ্রেফতার 2 - Firearms Recover from Nanoor

ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হল নানুরে (Firearms Recover from Nanoor)। জেরাই শেখ ও সোরব খান নামে দু-জনকে গ্রেফতার করে পুলিশ ৷

Firearm Recover from Nanoor
ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার নানুরে
author img

By

Published : Apr 9, 2022, 9:15 PM IST

নানুর, 9 এপ্রিল : ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হল নানুরে(Firearms Recover from Nanoor)। গুলি-সহ মাস্কেট, ওয়ান শার্টার উদ্ধার করে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে নানুর থানার পুলিশ।

প্রসঙ্গত, বগটুই হত্যাকাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হয়েছে পুলিশের বেআইনি অস্ত্র উদ্ধার ৷ বোমা, বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য বীরভূম জেলার বিভিন্ন থানা এলাকায় চলছে পুলিশি অভিযান। নানুরের গোরপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে দুই দুষ্কৃতীকে আটক করে পুলিশ। ধৃতদের নাম জেরাই শেখ ও সোরব খান। তাদের কাছ থেকে 3টি মাস্কেট, 2টি ওয়ান শার্টার, 8 এম এম-এর 16 রাউন্ড কার্তুজ, পয়েন্ট 303-র 2 রাউন্ড কার্তুজ ও 1 রাউন্ড 7.65 এম এম-র কার্তুজ উদ্ধার হয় ৷ এছাড়াও ধৃতদের কাছ থেকে একটি বাইকও উদ্ধার করে পুলিশ ৷ জানা যায়, একটি বাইকে করে দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল খবর পেয়ে ধাওয়া করে তাদের গ্রেফতার করে নানুর থানার পুলিশ ৷

আরও পড়ুন : ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার দিনহাটায়

ধৃতদের শনিবার বোলপুর মহকুমা আদালতে তোলা হয় ৷ তাদের জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক ৷

নানুর, 9 এপ্রিল : ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হল নানুরে(Firearms Recover from Nanoor)। গুলি-সহ মাস্কেট, ওয়ান শার্টার উদ্ধার করে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে নানুর থানার পুলিশ।

প্রসঙ্গত, বগটুই হত্যাকাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হয়েছে পুলিশের বেআইনি অস্ত্র উদ্ধার ৷ বোমা, বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য বীরভূম জেলার বিভিন্ন থানা এলাকায় চলছে পুলিশি অভিযান। নানুরের গোরপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে দুই দুষ্কৃতীকে আটক করে পুলিশ। ধৃতদের নাম জেরাই শেখ ও সোরব খান। তাদের কাছ থেকে 3টি মাস্কেট, 2টি ওয়ান শার্টার, 8 এম এম-এর 16 রাউন্ড কার্তুজ, পয়েন্ট 303-র 2 রাউন্ড কার্তুজ ও 1 রাউন্ড 7.65 এম এম-র কার্তুজ উদ্ধার হয় ৷ এছাড়াও ধৃতদের কাছ থেকে একটি বাইকও উদ্ধার করে পুলিশ ৷ জানা যায়, একটি বাইকে করে দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল খবর পেয়ে ধাওয়া করে তাদের গ্রেফতার করে নানুর থানার পুলিশ ৷

আরও পড়ুন : ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার দিনহাটায়

ধৃতদের শনিবার বোলপুর মহকুমা আদালতে তোলা হয় ৷ তাদের জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.