ETV Bharat / state

Plan to attack TMC Leader: বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতাকে খুনের ছক, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুই দুষ্কৃতী

author img

By

Published : Jul 24, 2022, 10:40 PM IST

পাঁড়ুই থানা এলাকার বল্লভপুরে কোপাই নদীর উপর সেতুর কাছে একটি চায়ের দোকানে বসেছিল দুই দুষ্কৃতী । ধাওয়া করে তাদের গ্রেফতার করল পুলিশ (Two Criminals Arrested) ৷

Two Criminals Arrested news
গ্রেফতার দুই দুষ্কৃতী

পাঁড়ুই, 24 জুলাই: বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতাকে খুনের ছক ৷ আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুই দুষ্কৃতি (Two Criminals Arrested) । বল্লভপুরে কোপাই সেতুর কাছে ধাওয়া করে তাদের গ্রেফতার করল পাঁড়ুই থানার পুলিশ ।

রবিবার পাড়ুই থানা এলাকার বল্লভপুরে কোপাই নদীর উপর সেতুর কাছে একটি চায়ের দোকানে বসেছিল দুই দুষ্কৃতী । সূত্র মারফৎ খবর পেয়ে পুলিশ আসে । স্থানীয় একটি দোকানের সিসিটিভি ফুটেজ থেকে দেখা গিয়েছে, পুলিশকে দেখেই ছুটে পালায় তারা । বেশ কিছুটা পথ ধাওয়া করে দু'জনকেই ধরে ফেলে পুলিশ । ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল, 6 রাউন্ড গুলি-সহ ধারালো অস্ত্র উদ্ধার হয় ৷ স্থানীয় এক দোকানদার জানায়, দীর্ঘ সময় ধরেই অপরিচিত ওই দুই ব্যক্তি চায়ের দোকানে বসেছিল ৷

পাঁড়ুইয়ে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুই দুষ্কৃতী

আরও পড়ুন: সক্রিয় ভিন রাজ্যের দুষ্কৃতী দল, ঘুম উড়েছে বর্ধমান শহরের স্বর্ণ ব্যবসায়ীদের

জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী বলেন, "পুলিশের কাছে খবর ছিল ৷ আমাদের পুলিশ ভ্যান টহল দিচ্ছিল ৷ তখনই ওই দুই দুষ্কৃতী পালাতে যায় ৷ পুলিশ ধরে ফেলে ৷ ধৃতদের জেরা করা হচ্ছে ।"

পাঁড়ুই, 24 জুলাই: বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতাকে খুনের ছক ৷ আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুই দুষ্কৃতি (Two Criminals Arrested) । বল্লভপুরে কোপাই সেতুর কাছে ধাওয়া করে তাদের গ্রেফতার করল পাঁড়ুই থানার পুলিশ ।

রবিবার পাড়ুই থানা এলাকার বল্লভপুরে কোপাই নদীর উপর সেতুর কাছে একটি চায়ের দোকানে বসেছিল দুই দুষ্কৃতী । সূত্র মারফৎ খবর পেয়ে পুলিশ আসে । স্থানীয় একটি দোকানের সিসিটিভি ফুটেজ থেকে দেখা গিয়েছে, পুলিশকে দেখেই ছুটে পালায় তারা । বেশ কিছুটা পথ ধাওয়া করে দু'জনকেই ধরে ফেলে পুলিশ । ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল, 6 রাউন্ড গুলি-সহ ধারালো অস্ত্র উদ্ধার হয় ৷ স্থানীয় এক দোকানদার জানায়, দীর্ঘ সময় ধরেই অপরিচিত ওই দুই ব্যক্তি চায়ের দোকানে বসেছিল ৷

পাঁড়ুইয়ে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুই দুষ্কৃতী

আরও পড়ুন: সক্রিয় ভিন রাজ্যের দুষ্কৃতী দল, ঘুম উড়েছে বর্ধমান শহরের স্বর্ণ ব্যবসায়ীদের

জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী বলেন, "পুলিশের কাছে খবর ছিল ৷ আমাদের পুলিশ ভ্যান টহল দিচ্ছিল ৷ তখনই ওই দুই দুষ্কৃতী পালাতে যায় ৷ পুলিশ ধরে ফেলে ৷ ধৃতদের জেরা করা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.