ETV Bharat / state

Visva Bharati Student Death : উপাচার্যের বাসভবনের সামনে ফের বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী, বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ

গত 21 এপ্রিল বিশ্বভারতীতে অসীম দাস নামে দ্বাদশ শ্রেণীর ছাত্রের দেহ উদ্ধার হয় (Visva Bharati Student Death) ৷ এর পর থেকে বিক্ষোভে উত্তাল এই শিক্ষাঙ্গণ (Turmoil at Visva Bharati due to Student Agitation) ৷ মোতায়েন হয়েছে পুলিশ ৷ বিক্ষোভকারীরা ছাত্রমৃত্যুতে তদন্ত কমিটির দাবিতে সরব হয়েছেন ৷

turmoil-at-visva-bharati-due-to-student-agitation
Visva Bharati Student Death : উপাচার্যের বাসভবনের সামনে ফের বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী, বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ
author img

By

Published : Apr 23, 2022, 2:58 PM IST

শান্তিনিকেতন, 23 এপ্রিল : বিশ্বভারতীর ছাত্র মৃত্যুতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ অব্যাহত (Agitation at Visva Bharati due to Student Death) । তবে বহিরাগত বাইক বাহিনীকে তাড়া করে সরিয়ে দেয় পুলিশ । নিহত ছাত্রের পরিবার ও পড়ুয়ারা যৌথ ভাবে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ৷ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে বিশ্বভারতীর প্রধান (রেক্টর) তথা রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Bengal Governor Jagdeep Dhankhar) জানান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Visva Bharati VC Bidyut Chakraborty) । এরপরেই উপাচার্যের বাসভবনের সামনে পুলিশ মোতায়েন করা হয় ৷

গত 21 এপ্রিল উত্তরশিক্ষা ছাত্রাবাস থেকে বিশ্বভারতীর পাঠভবনের দ্বাদশ শ্রেণীর ছাত্র অসীম দাসের দেহ উদ্ধার হয় ৷ এই মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী । ছেলেকে খুন করা হয়েছে বলে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিহতের বাবা ।
ছাত্রের মরদেহ এনে উপাচার্যের বাড়ির সামনে চলে বিক্ষোভ । উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনে গেটের তালা ভেঙে মরদেহ ভেতরে এনে বিক্ষোভ দেখায় পড়ুয়া ও নিহতের পরিজন ।

Visva Bharati Student Death : উপাচার্যের বাসভবনের সামনে ফের বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী, বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ

নিজের বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছেন উপাচার্য । এই মর্মে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে অভিযোগ করেন তিনি ৷ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন রাজ্যপাল । টুইটও করেন । এরপরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন । শান্তিনিকেতন থানার ওসি দেবাশিস পণ্ডিতের নেতৃত্বে পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে । তিনজন বহিরাগতকে রাতেই আটক করে পুলিশ ।

এদিন সকাল থেকে ফের নতুন করে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু হয় ৷ পড়ুয়া ও নিহতের পরিবারের লোকজন যৌথ ভাবে বিক্ষোভ দেখাচ্ছে ৷ যদিও, সকালে পুলিশ বহিরাগত লোকজনকে তাড়িয়ে পরিস্থিতি সামাল দেয় ৷ পরে আবারও একই ভাবে বিক্ষোভ শুরু হয় ৷ তাদের প্রশ্ন, এখনও পর্যন্ত কেন বিশ্বভারতী তদন্ত কমিটি গঠন করেনি ?

আরও পড়ুন : Visva Bharati Student Death : ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্বভারতীতে বিক্ষোভ, উপাচার্যকে নিরাপত্তার আশ্বাস রাজ্যপালের

শান্তিনিকেতন, 23 এপ্রিল : বিশ্বভারতীর ছাত্র মৃত্যুতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ অব্যাহত (Agitation at Visva Bharati due to Student Death) । তবে বহিরাগত বাইক বাহিনীকে তাড়া করে সরিয়ে দেয় পুলিশ । নিহত ছাত্রের পরিবার ও পড়ুয়ারা যৌথ ভাবে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ৷ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে বিশ্বভারতীর প্রধান (রেক্টর) তথা রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Bengal Governor Jagdeep Dhankhar) জানান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Visva Bharati VC Bidyut Chakraborty) । এরপরেই উপাচার্যের বাসভবনের সামনে পুলিশ মোতায়েন করা হয় ৷

গত 21 এপ্রিল উত্তরশিক্ষা ছাত্রাবাস থেকে বিশ্বভারতীর পাঠভবনের দ্বাদশ শ্রেণীর ছাত্র অসীম দাসের দেহ উদ্ধার হয় ৷ এই মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী । ছেলেকে খুন করা হয়েছে বলে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিহতের বাবা ।
ছাত্রের মরদেহ এনে উপাচার্যের বাড়ির সামনে চলে বিক্ষোভ । উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনে গেটের তালা ভেঙে মরদেহ ভেতরে এনে বিক্ষোভ দেখায় পড়ুয়া ও নিহতের পরিজন ।

Visva Bharati Student Death : উপাচার্যের বাসভবনের সামনে ফের বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী, বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ

নিজের বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছেন উপাচার্য । এই মর্মে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে অভিযোগ করেন তিনি ৷ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন রাজ্যপাল । টুইটও করেন । এরপরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন । শান্তিনিকেতন থানার ওসি দেবাশিস পণ্ডিতের নেতৃত্বে পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে । তিনজন বহিরাগতকে রাতেই আটক করে পুলিশ ।

এদিন সকাল থেকে ফের নতুন করে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু হয় ৷ পড়ুয়া ও নিহতের পরিবারের লোকজন যৌথ ভাবে বিক্ষোভ দেখাচ্ছে ৷ যদিও, সকালে পুলিশ বহিরাগত লোকজনকে তাড়িয়ে পরিস্থিতি সামাল দেয় ৷ পরে আবারও একই ভাবে বিক্ষোভ শুরু হয় ৷ তাদের প্রশ্ন, এখনও পর্যন্ত কেন বিশ্বভারতী তদন্ত কমিটি গঠন করেনি ?

আরও পড়ুন : Visva Bharati Student Death : ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্বভারতীতে বিক্ষোভ, উপাচার্যকে নিরাপত্তার আশ্বাস রাজ্যপালের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.