মুরারই,16 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর প্রতিবাদ বিক্ষোভের জেরে ফের উত্তপ্ত বীরভূম । আজ বীরভূমের মুরারই-এর চাতরা এলাকায় রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় । রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে ।
নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এর প্রতিবাদে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষোভ চলছে । এই আইন প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন ধরে রাস্তা অবরোধ, ট্রেন ও স্টেশনে আগুন দেওয়া হয়েছে । ভাঙচুর হয়েছে বাস সহ বিভিন্ন যানবাহন ।
বীরভূমের মুরারই- এর চাতরা এলাকায় কয়েকদিন ধরে এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে । আজও সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হয় কয়েক হাজার মানুষ । এর জেরে এলাকায় তীব্র যানজট হয় ।