ETV Bharat / state

Panchayat Elections 2023: ছাপ্পার জন্য তৃণমূল অতিরিক্ত ব্যালট ছাপিয়েছে, দাবি দিলীপের - Panchayat polls

ফের বিস্ফোরক দাবি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের ৷ তৃণমূলের বিরুদ্ধে অতিরিক্ত ব্যালট ছাপানোর অভিযোগ করলেন তিনি ৷

Dilip Ghosh
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ
author img

By

Published : Jul 2, 2023, 2:33 PM IST

তৃণমূলের বিরুদ্ধে অতিরিক্ত ব্যালট ছাপানোর অভিযোগ দিলীপের

তারাপীঠ, 2 জুলাই: ছাপ্পা ভোট দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস অতিরিক্ত ব্যালট ছাপিয়েছে ৷ শাসকদলের বিরুদ্ধে এমনই অভিযোগ আনল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । রবিবার বীরভূমের তারাপীঠে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বুথে যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে, তৃণমূল কংগ্রেস ভোট লুঠপাঠ করবে । সরকারি কর্মচারীরা ভয়ে ভোট করতে যাবে না । এক্সট্রা ব্যালট ছাপানো হয়েছে সেগুলো ঢোকানো হবে । আর তাই করেই জিততে চাইছে তৃণমূল ।

শনিবার বীরভূমে ভোট প্রচারে এসেছেন দিলীপ ঘোষ । আজ সকাল থেকেই সেখানে বিভিন্ন কর্মসূচি রয়েছে তাঁর । সকাল ন'টায় তারাপীঠ কড়কড়িয়া মোড়ে চা চক্রে অংশগ্রহণ করেন তিনি । সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তরে একহাত নেয় শাসকদল তৃণমূলকে । তিনি বলেন, "বিজেপির কোন দুষ্কৃতী নেই, কোন আশ্রিত নেই । তৃণমূলের এত ভালো ছাতা থাকতে আমাদের কাছে আশ্রয় নেবে কেন? সব তৃণমূলের আশ্রয়ে আছে । তারাই আলাদা আলাদা দল হয়ে মারামারি করছে । সব জায়গায় তৃণমূলের নিজেদের মধ্যে খুনোখুনি মারামারি হচ্ছে, ভয় দেখানো হচ্ছে । ভয় না দেখিয়ে তৃণমূল জিততে পারবে না । তবে তৃণমূল এবার হারবে । তাই হারার ভয়ে লোককে ভয় দেখাচ্ছে ৷"

Dilip Ghosh
ভোট প্রচালে তারাপীঠে দিলীপ ঘোষ

ভাঙ্গর প্রসঙ্গে তিনি বলেন, "ওখানে মুসলিম সম্প্রদায়ের মানুষেরাই নিজেদের মধ্যে ভাগ হয়ে গিয়েছে । নিজেদের মধ্যেই খুনোখুনি হচ্ছে । শওকত মোল্লাকে মমতা বন্দোপাধ্যায় জেড ক্যাটাগরির সুরক্ষা দিয়ে পাঠিয়েছে যাতে মারপিটটা করতে পারে । রাস্তায় বোম পড়ে আছে বন্দুক পড়ে আছে । গায়ের জোরে ভোট করার চেষ্টা করছে ।"

আরও পড়ুন: তৃণমূল বুথ লুঠ করতে এলে পিটিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবেন, নিদান সুকান্তর

গতকাল তারাপীঠে তৃণমূলের একটি কর্মী সম্মেলনে মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেন, 2024 সালে ক্ষমতায় বিজেপি থাকবে না । তখন আজকে যারা বিরোধীদের জেলে ভরছে তারাই জেলে যাবে । সেই প্রশ্নের উত্তরে আজ দিলীপ ঘোষ বলেন, "তৃণমূল 2024 পর্যন্ত থাকবে কী? দেখতে পাবে 2024? আগে 23 তো পার করুক । ক'জন জেলের ভাত খান ক'জন বাড়ির ভাত খান সেটা দেখা যাবে । 24-এর হিসাব আমরা বুঝে নেব ।"

তৃণমূলের বিরুদ্ধে অতিরিক্ত ব্যালট ছাপানোর অভিযোগ দিলীপের

তারাপীঠ, 2 জুলাই: ছাপ্পা ভোট দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস অতিরিক্ত ব্যালট ছাপিয়েছে ৷ শাসকদলের বিরুদ্ধে এমনই অভিযোগ আনল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । রবিবার বীরভূমের তারাপীঠে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বুথে যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে, তৃণমূল কংগ্রেস ভোট লুঠপাঠ করবে । সরকারি কর্মচারীরা ভয়ে ভোট করতে যাবে না । এক্সট্রা ব্যালট ছাপানো হয়েছে সেগুলো ঢোকানো হবে । আর তাই করেই জিততে চাইছে তৃণমূল ।

শনিবার বীরভূমে ভোট প্রচারে এসেছেন দিলীপ ঘোষ । আজ সকাল থেকেই সেখানে বিভিন্ন কর্মসূচি রয়েছে তাঁর । সকাল ন'টায় তারাপীঠ কড়কড়িয়া মোড়ে চা চক্রে অংশগ্রহণ করেন তিনি । সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তরে একহাত নেয় শাসকদল তৃণমূলকে । তিনি বলেন, "বিজেপির কোন দুষ্কৃতী নেই, কোন আশ্রিত নেই । তৃণমূলের এত ভালো ছাতা থাকতে আমাদের কাছে আশ্রয় নেবে কেন? সব তৃণমূলের আশ্রয়ে আছে । তারাই আলাদা আলাদা দল হয়ে মারামারি করছে । সব জায়গায় তৃণমূলের নিজেদের মধ্যে খুনোখুনি মারামারি হচ্ছে, ভয় দেখানো হচ্ছে । ভয় না দেখিয়ে তৃণমূল জিততে পারবে না । তবে তৃণমূল এবার হারবে । তাই হারার ভয়ে লোককে ভয় দেখাচ্ছে ৷"

Dilip Ghosh
ভোট প্রচালে তারাপীঠে দিলীপ ঘোষ

ভাঙ্গর প্রসঙ্গে তিনি বলেন, "ওখানে মুসলিম সম্প্রদায়ের মানুষেরাই নিজেদের মধ্যে ভাগ হয়ে গিয়েছে । নিজেদের মধ্যেই খুনোখুনি হচ্ছে । শওকত মোল্লাকে মমতা বন্দোপাধ্যায় জেড ক্যাটাগরির সুরক্ষা দিয়ে পাঠিয়েছে যাতে মারপিটটা করতে পারে । রাস্তায় বোম পড়ে আছে বন্দুক পড়ে আছে । গায়ের জোরে ভোট করার চেষ্টা করছে ।"

আরও পড়ুন: তৃণমূল বুথ লুঠ করতে এলে পিটিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবেন, নিদান সুকান্তর

গতকাল তারাপীঠে তৃণমূলের একটি কর্মী সম্মেলনে মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেন, 2024 সালে ক্ষমতায় বিজেপি থাকবে না । তখন আজকে যারা বিরোধীদের জেলে ভরছে তারাই জেলে যাবে । সেই প্রশ্নের উত্তরে আজ দিলীপ ঘোষ বলেন, "তৃণমূল 2024 পর্যন্ত থাকবে কী? দেখতে পাবে 2024? আগে 23 তো পার করুক । ক'জন জেলের ভাত খান ক'জন বাড়ির ভাত খান সেটা দেখা যাবে । 24-এর হিসাব আমরা বুঝে নেব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.