ETV Bharat / state

Purna Das Baul: তৃণমূলের মদতে বাউল সম্রাট পূর্ণদাসের জমি দখলের অভিযোগ

author img

By

Published : Jan 24, 2023, 10:05 PM IST

বাংলায় দিকে দিকে একের পর এক জমি দখলের অভিযোগ সামনে আসছে ৷ অভিযোগের তীর উঠছে শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে ৷ এবার বীরভূমের ইলামবাজারে বাউল সম্রাট পূর্ণদাসের জমি (Purna Das Baul Land) দখলের অভিযোগ উঠল ৷ আর এবারও কাঠগড়ায় সেই তৃণমূল ৷

Land Mafia
পূর্ণদাসের জমি দখলের অভিযোগ

বাউলভূমে পূর্ণদাস বাউলের জমি দখলের অভিযোগ

ইলামবাজার, 24 জানুয়ারি: বাউলভূমে পূর্ণদাস বাউলের জমি (Purna Das Baul Land in Birbhum) জবর দখলের অভিযোগ উঠল । মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের আগে শাসকদল তৃণমূলের মদতে জমি দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন বর্ষীয়ান এই বাউল শিল্পী ৷ এদিন, তিনি তাঁর পরিবারকে নিয়ে ইলামবাজারের কামারপাড়ায় জবর দখল হওয়া জমিতে যান ৷ খবর পেয়ে ইলামবাজার ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকেরা এসে সেই জমি মাপঝোঁক করেন ৷ শেষ জীবনে এই জমিতে তিনি একটি বাউল আখড়া বানাতে চান, কিন্তু প্রায় 4 বিঘা জমি দখল করে কংক্রিটের নির্মাণ শুরু হয়ে গিয়েছে দেখা যায় ৷

উল্লেখ, জমি মাফিয়াদের দৌরাত্ম্যের অভিযোগ বীরভূম বরাবরের । বাউল গানকে বিশ্বের দরবারে প্রসার ও প্রচারের জন্য 'বাউল সম্রাট' বলা হয় পূর্ণদাস বাউলকে ৷ বাউলভূম হিসাবে পরিচিত এই বীরভূম জেলা ৷ এই জেলাতেই জন্ম বাউল শিল্পী পূর্ণদাস বাউলের ৷ 2013 সালে বাউল গানে তাঁর বিশেষ অবদানের জন্য 'পদ্মশ্রী' সম্মানে ভূষিত হয়েছে । একদা প্রখ্যাত মার্কিন সুরকার বব ডিলানের সঙ্গে বহু গানে সুর বেঁধেছেন পূর্ণদাস বাউল । এবার সেই বাউলের জমি জবর দখলের অভিযোগ উঠল ।

Purna Das Baul
বাউল সম্রাট পূর্ণদাসের জমি দখলের অভিযোগ

বীরভূমের ইলামবাজার থানার কামারপাড়ায় রাস্তার ধারে 10 বিঘার বেশি জমি রয়েছে বাউল শিল্পীর । অভিযোগ, গত দেড় দশক ধরে অল্প অল্প করে সেই জমি জবর দখল হয়ে যাচ্ছে ৷ বর্তমানে বাউল শিল্পীর জমিতে কোথাও কংক্রিটের নির্মাণ হচ্ছে, কোথাও বা কাঁটা তার-পিলার দিয়ে ঘিরে নেওয়া হয়েছে । ভুয়ো কাগজপত্র বানিয়ে জমি বিক্রি করে দিয়েছে জমি মাফিয়ারা । এই মর্মে একাধিকবার বীরভূম জেলা শাসক, বোলপুর মহকুমা শাসক, জেলা ও ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে লিখিত অভিযোগ করেছেন খোদ বাউল সম্রাট । কিন্তু, কোন ফল হয়নি ৷

এমনকী, তাঁর অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে চিঠি দিয়েও কোন সুরাহা মেলেনি । এদিন প্রায় 90 বছর বয়সি পূর্ণদাস বাউল তাঁর ছেলে-সহ পরিবারের সদস্যদের নিয়ে নিজের জমিতে আসেন । খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ ও ইলামবাজার ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকেরা আসেন কামারপাড়ায় । মানচিত্র দেখে বাউল শিল্পীর জমি মাপঝোঁক করেন তাঁরা । ইলামবাজার ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের শূল্ক বিভাগের আধিকারিক বিপদতারণ হাজরা বলেন, "অভিযোগ পেয়ে আমরা সরকারি মানচিত্র দেখে মাপঝোঁক করলাম ৷ এই বিষয়ে এখনই কিছু বলব না । আমি উর্ধতন কর্তৃপক্ষকে এই রিপোর্ট জমা দেব ।"

Land
ইলামবাজারের কামারপাড়ায় রয়েছে জমিটি

পূর্ণদাস বাউল বলেন, "আমার জমি দখল হয়ে গিয়েছে দেখছি । আমি পৃথিবী ঘুরে আমার দেশের সংস্কৃতিকে প্রচার করেছি । আমার জমি দখল করে নেবে এটা মানতে পারছি না । শাসক দলের মদত ছাড়া এটা সম্ভব নয় ৷ মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি ৷ কোন উত্তর পাইনি ৷ আমি চাই আমার জমি উদ্ধার করে দেওয়া হোক ।" একই কথা বলেন বাউল শিল্পীর ছেলে দিব্যেন্দু দাস । তিনি বলেন, "জমি মাফিয়ারা যুক্ত এর সঙ্গে ৷ আর শাসক দলের মদত ছাড়া এটা সম্ভব নয় ৷ এখন দেখছি জমির ম্যাপ পর্যন্ত বদল করে দেওয়া হয়েছে । অথচ আমাদের কাছে সমস্ত দলিল রয়েছে ।"

প্রসঙ্গত, বীরভূমের ইলামবাজারের অজয় নদ, শান্তিনিকেতনের কোপাই নদীর তীরবর্তী এলাকা দিন দিন জমি মাফিয়াদের দখলে চলে যাচ্ছে ৷ এই অভিযোগ দীর্ঘ দিনের ৷ জমি দখল করে গড়ে উঠছে রিসর্ট, আবাসন, হোটেল থেকে রেস্তোরাঁ ।

আরও পড়ুন: ফের সক্রিয় মাফিয়ারা, জেসিবির কোপে চলছে দেদার মাটি কাটা

বাউলভূমে পূর্ণদাস বাউলের জমি দখলের অভিযোগ

ইলামবাজার, 24 জানুয়ারি: বাউলভূমে পূর্ণদাস বাউলের জমি (Purna Das Baul Land in Birbhum) জবর দখলের অভিযোগ উঠল । মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের আগে শাসকদল তৃণমূলের মদতে জমি দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন বর্ষীয়ান এই বাউল শিল্পী ৷ এদিন, তিনি তাঁর পরিবারকে নিয়ে ইলামবাজারের কামারপাড়ায় জবর দখল হওয়া জমিতে যান ৷ খবর পেয়ে ইলামবাজার ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকেরা এসে সেই জমি মাপঝোঁক করেন ৷ শেষ জীবনে এই জমিতে তিনি একটি বাউল আখড়া বানাতে চান, কিন্তু প্রায় 4 বিঘা জমি দখল করে কংক্রিটের নির্মাণ শুরু হয়ে গিয়েছে দেখা যায় ৷

উল্লেখ, জমি মাফিয়াদের দৌরাত্ম্যের অভিযোগ বীরভূম বরাবরের । বাউল গানকে বিশ্বের দরবারে প্রসার ও প্রচারের জন্য 'বাউল সম্রাট' বলা হয় পূর্ণদাস বাউলকে ৷ বাউলভূম হিসাবে পরিচিত এই বীরভূম জেলা ৷ এই জেলাতেই জন্ম বাউল শিল্পী পূর্ণদাস বাউলের ৷ 2013 সালে বাউল গানে তাঁর বিশেষ অবদানের জন্য 'পদ্মশ্রী' সম্মানে ভূষিত হয়েছে । একদা প্রখ্যাত মার্কিন সুরকার বব ডিলানের সঙ্গে বহু গানে সুর বেঁধেছেন পূর্ণদাস বাউল । এবার সেই বাউলের জমি জবর দখলের অভিযোগ উঠল ।

Purna Das Baul
বাউল সম্রাট পূর্ণদাসের জমি দখলের অভিযোগ

বীরভূমের ইলামবাজার থানার কামারপাড়ায় রাস্তার ধারে 10 বিঘার বেশি জমি রয়েছে বাউল শিল্পীর । অভিযোগ, গত দেড় দশক ধরে অল্প অল্প করে সেই জমি জবর দখল হয়ে যাচ্ছে ৷ বর্তমানে বাউল শিল্পীর জমিতে কোথাও কংক্রিটের নির্মাণ হচ্ছে, কোথাও বা কাঁটা তার-পিলার দিয়ে ঘিরে নেওয়া হয়েছে । ভুয়ো কাগজপত্র বানিয়ে জমি বিক্রি করে দিয়েছে জমি মাফিয়ারা । এই মর্মে একাধিকবার বীরভূম জেলা শাসক, বোলপুর মহকুমা শাসক, জেলা ও ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে লিখিত অভিযোগ করেছেন খোদ বাউল সম্রাট । কিন্তু, কোন ফল হয়নি ৷

এমনকী, তাঁর অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে চিঠি দিয়েও কোন সুরাহা মেলেনি । এদিন প্রায় 90 বছর বয়সি পূর্ণদাস বাউল তাঁর ছেলে-সহ পরিবারের সদস্যদের নিয়ে নিজের জমিতে আসেন । খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ ও ইলামবাজার ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকেরা আসেন কামারপাড়ায় । মানচিত্র দেখে বাউল শিল্পীর জমি মাপঝোঁক করেন তাঁরা । ইলামবাজার ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের শূল্ক বিভাগের আধিকারিক বিপদতারণ হাজরা বলেন, "অভিযোগ পেয়ে আমরা সরকারি মানচিত্র দেখে মাপঝোঁক করলাম ৷ এই বিষয়ে এখনই কিছু বলব না । আমি উর্ধতন কর্তৃপক্ষকে এই রিপোর্ট জমা দেব ।"

Land
ইলামবাজারের কামারপাড়ায় রয়েছে জমিটি

পূর্ণদাস বাউল বলেন, "আমার জমি দখল হয়ে গিয়েছে দেখছি । আমি পৃথিবী ঘুরে আমার দেশের সংস্কৃতিকে প্রচার করেছি । আমার জমি দখল করে নেবে এটা মানতে পারছি না । শাসক দলের মদত ছাড়া এটা সম্ভব নয় ৷ মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি ৷ কোন উত্তর পাইনি ৷ আমি চাই আমার জমি উদ্ধার করে দেওয়া হোক ।" একই কথা বলেন বাউল শিল্পীর ছেলে দিব্যেন্দু দাস । তিনি বলেন, "জমি মাফিয়ারা যুক্ত এর সঙ্গে ৷ আর শাসক দলের মদত ছাড়া এটা সম্ভব নয় ৷ এখন দেখছি জমির ম্যাপ পর্যন্ত বদল করে দেওয়া হয়েছে । অথচ আমাদের কাছে সমস্ত দলিল রয়েছে ।"

প্রসঙ্গত, বীরভূমের ইলামবাজারের অজয় নদ, শান্তিনিকেতনের কোপাই নদীর তীরবর্তী এলাকা দিন দিন জমি মাফিয়াদের দখলে চলে যাচ্ছে ৷ এই অভিযোগ দীর্ঘ দিনের ৷ জমি দখল করে গড়ে উঠছে রিসর্ট, আবাসন, হোটেল থেকে রেস্তোরাঁ ।

আরও পড়ুন: ফের সক্রিয় মাফিয়ারা, জেসিবির কোপে চলছে দেদার মাটি কাটা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.