ETV Bharat / state

Nanoor Murder : নানুরে সিপিআইএম কর্মীকে পিটিয়ে খুন, কাঠগড়ায় তৃণমূল

সিপিআইএম কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল নানুনের গ্রামে ৷ ঘটনায় অভিযুক্ত তৃণমূল ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল ৷

Nanoor
Nanoor
author img

By

Published : Nov 8, 2021, 7:02 PM IST

Updated : Nov 8, 2021, 7:58 PM IST

নানুর, 8 নভেম্বর : নানুরে এক সিপিআইএম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । মৃত সিপিআইএম কর্মীর নাম বাদল শেখ (60) । ঘটনাটি ঘটেছে নানুর থানা এলাকার বালিগুণী গ্রামে ৷

নিজের গ্রামে নভেম্বর দিবস উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন হচ্ছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সিপিআইএম কর্মী বাদল শেখ ৷ অভিযোগ, দলীয় কর্মসূচি শেষে তৃণমূলের লোকজন তাঁকে বাড়ি থেকে ডেকে পাঠায় । এরপর তৃণমূল কার্যালয়ের কাছে ডেকে এনে বেধড়ক মারধর করা হয় বাদল শেখকে ।

নানুরে সিপিআইএম কর্মীকে খুনে অভিযুক্ত তৃণমূল

এমনকি, গুরুতর আহত হলেও বাড়ি থেকে হাসপাতালে যেতে দেয়নি তৃণমূলের লোকজন, এমনটাই অভিযোগ ৷ পরে খবর পেয়ে নানুর থানার পুলিশ এসে বাদল শেখকে বাড়ি থেকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন : Santiniketan Rape : শান্তিনিকেতনে আদিবাসী নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার তিন অভিযুক্ত

এই ঘটনার পর হাসপাতালে আসেন সিপিআইএমের নানুর বিধানসভার প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান-সহ দলের অন্যান্য নেতারা ৷ সেখানে নিহত বাদল শেখের স্ত্রী জরিনা বিবি জানান, তৃণমূলের লোকজন ডেকে নিয়ে গিয়ে তাঁর স্বামীকে মেরেছে ৷

এই বিষয়ে সিপিআইএমের প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান বলেন, "তৃণমূলের লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে আমাদের কর্মীকে খুন করেছে ৷ আমরা চাই দোষীদের গ্রেফতার করে দ্রুত ব্যবস্থা নিক পুলিশ ৷ বৃদ্ধ কর্মীকে এভাবে মারা হয়েছে ৷ পুলিশ যেন কাউকে না ছাড়ে এই দাবি আমাদের ।"

যদিও খুনের সমস্ত অভিযোগ অস্বীকার করে নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাঝি বলেন, "আমাদের কোনও কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নয় ৷ এটা ওদের পারিবারিক বিষয় ।"

আরও পড়ুন : Attack on Police : চলন্ত বাসে ধূমপানের প্রতিবাদ করে আক্রান্ত পুলিশ কর্মী

নানুর, 8 নভেম্বর : নানুরে এক সিপিআইএম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । মৃত সিপিআইএম কর্মীর নাম বাদল শেখ (60) । ঘটনাটি ঘটেছে নানুর থানা এলাকার বালিগুণী গ্রামে ৷

নিজের গ্রামে নভেম্বর দিবস উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন হচ্ছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সিপিআইএম কর্মী বাদল শেখ ৷ অভিযোগ, দলীয় কর্মসূচি শেষে তৃণমূলের লোকজন তাঁকে বাড়ি থেকে ডেকে পাঠায় । এরপর তৃণমূল কার্যালয়ের কাছে ডেকে এনে বেধড়ক মারধর করা হয় বাদল শেখকে ।

নানুরে সিপিআইএম কর্মীকে খুনে অভিযুক্ত তৃণমূল

এমনকি, গুরুতর আহত হলেও বাড়ি থেকে হাসপাতালে যেতে দেয়নি তৃণমূলের লোকজন, এমনটাই অভিযোগ ৷ পরে খবর পেয়ে নানুর থানার পুলিশ এসে বাদল শেখকে বাড়ি থেকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন : Santiniketan Rape : শান্তিনিকেতনে আদিবাসী নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার তিন অভিযুক্ত

এই ঘটনার পর হাসপাতালে আসেন সিপিআইএমের নানুর বিধানসভার প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান-সহ দলের অন্যান্য নেতারা ৷ সেখানে নিহত বাদল শেখের স্ত্রী জরিনা বিবি জানান, তৃণমূলের লোকজন ডেকে নিয়ে গিয়ে তাঁর স্বামীকে মেরেছে ৷

এই বিষয়ে সিপিআইএমের প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান বলেন, "তৃণমূলের লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে আমাদের কর্মীকে খুন করেছে ৷ আমরা চাই দোষীদের গ্রেফতার করে দ্রুত ব্যবস্থা নিক পুলিশ ৷ বৃদ্ধ কর্মীকে এভাবে মারা হয়েছে ৷ পুলিশ যেন কাউকে না ছাড়ে এই দাবি আমাদের ।"

যদিও খুনের সমস্ত অভিযোগ অস্বীকার করে নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাঝি বলেন, "আমাদের কোনও কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নয় ৷ এটা ওদের পারিবারিক বিষয় ।"

আরও পড়ুন : Attack on Police : চলন্ত বাসে ধূমপানের প্রতিবাদ করে আক্রান্ত পুলিশ কর্মী

Last Updated : Nov 8, 2021, 7:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.