বোলপুর, 6 মে: অমর্ত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারির প্রতিবাদে যখন ধরনা ও অবস্থান চলছে, তখন মাদল বাজাতে বাজাতে মিছিল করলেন দেউচা-পাচামির বাসিন্দারা ৷ তাঁদের হাতে নোবেলজয়ী অমর্ত্য সেন উচ্ছেদের নোটিশ-সহ দেউচা-পাচামিতে আদিবাসীদের উচ্ছেদের বিরুদ্ধে ব্যানার ছিল । অর্থাৎ, দুই ক্ষেত্রেই উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন আদিবাসী মানুষজন । শাসক দলের নেতা মন্ত্রীদের সামনে দিয়েই প্রতিবাদ মিছিল করে দেউচা-পাচামির মানুষজন ।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারি দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । এমনকি, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী একাধিকবার বেনজির আক্রমণ করেছেন ভারতরত্ন অমর্ত্য সেনকে । বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় । তাই গত কয়েক বছরের উপাচার্যের বিভিন্ন কার্যকলাপ কেন্দ্রের শাসক দল বিজেপির প্রতি পক্ষপাতমূলক বলেই অভিযোগ উঠেছে ৷ যা নিয়ে বহুবার সরব হয়েছে বামফ্রন্ট-সহ এই রাজ্যের শাসক দল তৃণমূল ।
ফলে অমর্ত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারিকে সামনে রেখে সামগ্রিক পরিস্থিতির বিরুদ্ধে প্রতীচী বাড়ির সামনে ধরনা ও অবস্থানে বসেছেন বিদ্বজ্জনেরা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধেই এই কর্মসূচি ৷ তৃণমূল নেত্রীর নির্দেশে অংশ নিয়েছেন মন্ত্রী, সাংসদ, বিধায়কেরা ৷
অন্যদিকে, দেউচা-পাচামি খোলামুখ কয়লা খনির জন্য জমি অধিগ্রহণ শুরু করেছে রাজ্য সরকার । খনির জন্য এই অঞ্চল থেকে কমপক্ষে 21 হাজার মানুষের বসতি অন্যত্র সরাতে হবে । ধ্বংস হবে বিস্তীর্ণ বনাঞ্চল, জলাভূমি, চারণভূমি । তাই জমি দিতে নারাজ স্থানীয় আদিবাসী মানুষজন । তাই প্রথম থেকেই উচ্ছেদের বিরুদ্ধে খনি বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা ৷
এ দিন, একদিকে যখন অমর্ত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারির বিরুদ্ধে প্রতিবাদ চলছে, তখন দেউচা-পাচামিতে খনির জন্য উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন আদিবাসীরা ৷ হাতে ব্যানার নিয়ে প্রতীচী বাড়ির সামনে শাসক দল তৃণমূলের নেতা-মন্ত্রীদের সামনেই তাঁরা মিছিল করেন ৷ তাঁরা জানান, যেকোনও উচ্ছেদের বিরুদ্ধে তাঁরা ৷ নোবেলজয়ী অমর্ত্য সেনকে উচ্ছেদের বিরুদ্ধেও তাঁদের প্রতিবাদ রয়েছে, পাশাপাশি দেউচা-পাচামিতে আদিবাসীদের উচ্ছেদের বিরুদ্ধেও তাঁরা প্রতিবাদ করছেন ৷ মাদল বাজিয়ে ধরনা মঞ্চের সামনেই মিছিল করে দেউচা-পাচামির বাসিন্দারা ৷
তাঁদের মধ্যে গণেশ কিস্কু বলেন, "আমরা উচ্ছেদের বিরুদ্ধে । দেউচা-পাচামিতে আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে ৷ তার বিরুদ্ধে আমরা পথে নেমেছি ৷ এখানে অমর্ত্য সেনকে উচ্ছেদ করা হচ্ছে, তার বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ । আমরা যেকোনও উচ্ছেদের বিরুদ্ধে ।"
আরও পড়ুন : অমর্ত্য সেনের পাশে বিদ্বজ্জনেরা; 'জমি কাণ্ডে' ধরনায় গৌতম ঘোষ, শুভাপ্রসন্ন-সহ শাসকদলের মন্ত্রীরাও