ETV Bharat / state

Birbhum Police: 3 মাসের মধ্যেই বদলি বীরভূমের পুলিশ সুপার - বীরভূম পুলিশ রদবদল

রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও বীরভূম-বারাসতে পুলিশ সুপার বদল করা হল ৷ কাকে কোথায় পাঠানো হল ?

Etv Bharat
বীরভূমে পুলিশ সুপার পদে বদলি
author img

By

Published : May 2, 2023, 8:23 PM IST

বীরভূম, 2 মে: স্পেশাল টাস্ক ফোর্সের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল-সহ বীরভূম ও বারাসতের পুলিশ সুপার পদে অদলবদল করা হল মঙ্গলবার ৷ অর্থাৎ, 4 জন আইপিএস অফিসারকে একে অপরের পদে বহাল করা হল ৷

রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল সঞ্জয় সিংকে বদলি করা হল ৷ তাঁর জায়গায় আনা হল 1998 ব্যাচের আইপিএস অফিসার অশোক কুমার প্রসাদকে । 1992 সালের ব্যাচের আইপিএস সঞ্জয় সিংকে অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ও ইনস্পেকটর (কারেকশনাল সার্ভিস) পদে বসানো হল ৷ এই পদেই ছিলেন অশোক কুমার প্রসাদ ৷

এর পাশাপাশি, 3 মাসের মাথায় বদলি করে দেওয়া হল বীরভূম জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়কে ৷ তাঁকে বারাসত (পুলিশ জেলার) পুলিশ সুপার পদে বসানো হল ৷ বীরভূম জেলা পুলিশ সুপার করা হল 2013 ব্যাচের আইপিএস অফিসার রাজ নারায়ণ মুখোপাধ্যায়কে ৷ আগে তিনি বারাসতের পুলিশ সুপার ছিলেন ৷ অর্থাৎ, একসঙ্গে 4 জন আইপিএস অফিসারের বদলের নির্দেশ দেওয়া হল ৷ তবে মাত্র তিন মাসের মধ্যেই পুলিশ সুপারের বদল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

প্রসঙ্গত, বাকি 3 আইপিএস অফিসার দীর্ঘদিন ওই পদগুলিতে ছিলেন ৷ কিন্তু, 5 ফেব্রুয়ারি বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে সরানো হয় । সেই স্থানে আনা হয়েছিল 2009 ব্যাচের আইপিএস অফিসার ভাস্কর মুখোপাধ্যায়কে ৷ 3 মাসের মাথায় তাঁকেও সরিয়ে দেওয়া হল ৷ 9 থেকে 11 মে বীরভূম জেলা সফরে আসছেন তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । তার আগে বীরভূম জেলা পুলিশ সুপার বদল যে তাৎপর্যপূর্ণ তা মনে করছেন ওয়াকিবহল মহল ৷ এই মুহূর্তে অনুব্রতহীন বীরভূম ৷ সংগঠনের রাশ ধরেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই এই বীরভূম জেলায় যাতে কোনওভাবেই আইনশৃঙ্খলার অবনতি না-হয় সেই দিকে বাড়তি নজর রয়েছে ৷

বীরভূম, 2 মে: স্পেশাল টাস্ক ফোর্সের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল-সহ বীরভূম ও বারাসতের পুলিশ সুপার পদে অদলবদল করা হল মঙ্গলবার ৷ অর্থাৎ, 4 জন আইপিএস অফিসারকে একে অপরের পদে বহাল করা হল ৷

রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল সঞ্জয় সিংকে বদলি করা হল ৷ তাঁর জায়গায় আনা হল 1998 ব্যাচের আইপিএস অফিসার অশোক কুমার প্রসাদকে । 1992 সালের ব্যাচের আইপিএস সঞ্জয় সিংকে অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ও ইনস্পেকটর (কারেকশনাল সার্ভিস) পদে বসানো হল ৷ এই পদেই ছিলেন অশোক কুমার প্রসাদ ৷

এর পাশাপাশি, 3 মাসের মাথায় বদলি করে দেওয়া হল বীরভূম জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়কে ৷ তাঁকে বারাসত (পুলিশ জেলার) পুলিশ সুপার পদে বসানো হল ৷ বীরভূম জেলা পুলিশ সুপার করা হল 2013 ব্যাচের আইপিএস অফিসার রাজ নারায়ণ মুখোপাধ্যায়কে ৷ আগে তিনি বারাসতের পুলিশ সুপার ছিলেন ৷ অর্থাৎ, একসঙ্গে 4 জন আইপিএস অফিসারের বদলের নির্দেশ দেওয়া হল ৷ তবে মাত্র তিন মাসের মধ্যেই পুলিশ সুপারের বদল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

প্রসঙ্গত, বাকি 3 আইপিএস অফিসার দীর্ঘদিন ওই পদগুলিতে ছিলেন ৷ কিন্তু, 5 ফেব্রুয়ারি বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে সরানো হয় । সেই স্থানে আনা হয়েছিল 2009 ব্যাচের আইপিএস অফিসার ভাস্কর মুখোপাধ্যায়কে ৷ 3 মাসের মাথায় তাঁকেও সরিয়ে দেওয়া হল ৷ 9 থেকে 11 মে বীরভূম জেলা সফরে আসছেন তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । তার আগে বীরভূম জেলা পুলিশ সুপার বদল যে তাৎপর্যপূর্ণ তা মনে করছেন ওয়াকিবহল মহল ৷ এই মুহূর্তে অনুব্রতহীন বীরভূম ৷ সংগঠনের রাশ ধরেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই এই বীরভূম জেলায় যাতে কোনওভাবেই আইনশৃঙ্খলার অবনতি না-হয় সেই দিকে বাড়তি নজর রয়েছে ৷

আরও পড়ুন : নলহাটির চিকিৎসক খুনে ধৃত 5, খুনের কারণ নিয়ে এখনো ধোঁয়াশায় পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.