ETV Bharat / state

খেলনা আটকে গলায়, শিশুর প্রাণ বাঁচিয়ে 'ভগবান' ডাক্তার

author img

By

Published : Jun 21, 2019, 2:20 PM IST

8 মাসের শিশুর গলা থেকে খেলনা বের করে প্রাণ বাঁচালেন সিউড়ি হাসপাতালের চিকিৎসক অর্ণব দত্ত । দুমকা থেকে আসা পরিবারের কাছে এখন তিনি 'ভগবান'

মাস্টার শুভম

সিউড়ি, 21 জুন : অভাবের ঘরে নুন আনতে পান্তা ফুরোয়। তাই দুধের শিশুকে কোলে নিয়েই বুধবার সকালে মাঠে ক্ষেত মজুরির কাজে গিয়েছিলেন বাবা-মা । মাঠের পাশে গাছ তলায় চার বছরের দাদার সঙ্গে 8 মাসের ছোট ভাইকে শুইয়ে দিয়ে মাটি কাটছিল স্বামী-স্ত্রী। কান্না থামাতে শিশুর হাতে দিয়েছিলেন খেলনা।

8 মাসের শুভম, খেলতে খেলতে খেলনাটাকে মুখের মধ্যে ঢুকিয়ে ফেলে । বড় ছেলে চিৎকার করে মা কে ডাকতেই, কোদাল-বেলচা ফেলে শুভমকে কোলে নিয়ে মুখ থেকে খেলনা বের করার চেষ্টা করেন ফুলমণি মুর্মু । কিন্তু খেলনা ততক্ষণে চলে গেছে গলায়।

অগত্যা ছেলেকে নিয়ে ফুলমনি মুর্মু যান দুমকা হাসপাতালে । সেখানে শিশুর অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ দায় নিতে চায়নি । গ্রামের লোকের পরামর্শে শুভমকে সিউড়ি হাসপাতালে নিয়ে আসেন তাঁরা । ততক্ষণ শুভমের শ্বাস কষ্ট শুরু হযে গেছে।

সিউড়ি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, 'আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে দেখে জরুরি বিভাগে কর্তব্যরত নার্সরা হাসপাতালের ENT বিশেষজ্ঞ অর্ণব দত্তকে বিষয়টি জানান । চিকিৎসক শিশুটির অবস্থা দেখে তৎক্ষণাৎ অক্সিজেন দিতে শুরু করেন। অ্যালিস ফরশেপ ব্যবহার করে খেলনা মুখ থেকে বের করেন। খেলনাটি ৬ সেন্টিমিটার বাই ৪ সেন্টিমিটারে প্লাস্টিকের কচ্ছপ।

subham
এই খেলনাটিই আটকে গিয়েছিল শুভমের গলায়

অর্ণব দত্ত বলেন, "খেলনাটি শুভমের গলা অনেকটা ভিতরে চলে গিয়েছিল । ফলে সে নিঃশ্বাস নিতে পারছিল না। আর কিছুক্ষণ দেরি হলে ওর মৃত্যু হতে পারত । পরবর্তী চিকিৎসার জন্য আমরা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করতে চেয়েছিলাম । কিন্তু শুভমের পরিবের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না । তাই আমরা ঝুঁকি নিয়েই সিউড়ি হাসপাতালে চিকিৎসা করছি ।"

সিউড়ি, 21 জুন : অভাবের ঘরে নুন আনতে পান্তা ফুরোয়। তাই দুধের শিশুকে কোলে নিয়েই বুধবার সকালে মাঠে ক্ষেত মজুরির কাজে গিয়েছিলেন বাবা-মা । মাঠের পাশে গাছ তলায় চার বছরের দাদার সঙ্গে 8 মাসের ছোট ভাইকে শুইয়ে দিয়ে মাটি কাটছিল স্বামী-স্ত্রী। কান্না থামাতে শিশুর হাতে দিয়েছিলেন খেলনা।

8 মাসের শুভম, খেলতে খেলতে খেলনাটাকে মুখের মধ্যে ঢুকিয়ে ফেলে । বড় ছেলে চিৎকার করে মা কে ডাকতেই, কোদাল-বেলচা ফেলে শুভমকে কোলে নিয়ে মুখ থেকে খেলনা বের করার চেষ্টা করেন ফুলমণি মুর্মু । কিন্তু খেলনা ততক্ষণে চলে গেছে গলায়।

অগত্যা ছেলেকে নিয়ে ফুলমনি মুর্মু যান দুমকা হাসপাতালে । সেখানে শিশুর অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ দায় নিতে চায়নি । গ্রামের লোকের পরামর্শে শুভমকে সিউড়ি হাসপাতালে নিয়ে আসেন তাঁরা । ততক্ষণ শুভমের শ্বাস কষ্ট শুরু হযে গেছে।

সিউড়ি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, 'আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে দেখে জরুরি বিভাগে কর্তব্যরত নার্সরা হাসপাতালের ENT বিশেষজ্ঞ অর্ণব দত্তকে বিষয়টি জানান । চিকিৎসক শিশুটির অবস্থা দেখে তৎক্ষণাৎ অক্সিজেন দিতে শুরু করেন। অ্যালিস ফরশেপ ব্যবহার করে খেলনা মুখ থেকে বের করেন। খেলনাটি ৬ সেন্টিমিটার বাই ৪ সেন্টিমিটারে প্লাস্টিকের কচ্ছপ।

subham
এই খেলনাটিই আটকে গিয়েছিল শুভমের গলায়

অর্ণব দত্ত বলেন, "খেলনাটি শুভমের গলা অনেকটা ভিতরে চলে গিয়েছিল । ফলে সে নিঃশ্বাস নিতে পারছিল না। আর কিছুক্ষণ দেরি হলে ওর মৃত্যু হতে পারত । পরবর্তী চিকিৎসার জন্য আমরা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করতে চেয়েছিলাম । কিন্তু শুভমের পরিবের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না । তাই আমরা ঝুঁকি নিয়েই সিউড়ি হাসপাতালে চিকিৎসা করছি ।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.