বোলপুর, 22 জুলাই: ‘পিসিমণির হেঁসেল ঘরে স্পেশাল মেনু ব্যালট পেপারের থালি’, এই রকমই ব্যানার লাগিয়ে ফের প্রতিবাদ শান্তিনিকেতনের টোটো চালক সুকেশ চক্রবর্তীর । এর আগেও পার্থ চট্টোপাধ্যায়ের অপা বাড়ি, অনুব্রতর গ্রেফতারিকে ব্যঙ্গ করা-সহ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 'ভগবান' লিখে ব্যানার বানিয়ে টোটোর পিছনে লাগিয়ে ঘুরতে দেখা গিয়েছে তাঁকে । এভাবেই প্রায় সময় ক্ষোভ উগরে দিতে প্রতিবাদ করতে দেখা গিয়েছে অনুব্রতর পাড়ার বাসিন্দা সুকেশকে ।
প্রসঙ্গত, সদ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন হাবড়ায় সিপিএম প্রার্থীকে হারাতে টেবিলের উপরে থাকা কয়েকটি ব্যালট পেপার খেয়ে ফেলার অভিযোগ উঠেছিল এক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে । তারই প্রতিবাদে এবার সুকেশের টোটো দেখা গেল সে নিজে একটি প্রতীকী ব্যালট পেপার মাটির থালায় সাজিয়ে খাচ্ছে সেই ছবি ।
ছবির পাশে লেখা আছে, "পিসিমণির হেঁসেল ঘরে স্পেশাল মেনু ব্যালট পেপারের থালি, তার সঙ্গে থাকছে বোমা, বন্দুক আর গুলি ।" আরও লেখা আছে, "এটা হল পশ্চিমবঙ্গের গণতন্ত্র ।" এই ব্যানার টোটোয় লাগিয়ে যথারীতি যাত্রী নিয়ে শান্তিনিকেতনে ঘোরা ফেরা করছেন তিনি । এই টোটো দেখে অনেকেই দাঁড়িয়ে পড়ছেন, অনেকে ছবি তুলছেন ।
টোটো চালক সুকেশ চক্রবর্তী বলেন, "দেখলেন তো কীভাবে রাজ্যে পঞ্চায়েত ভোট হল । তৃণমূল প্রার্থী ব্যালট পেপার খেয়ে নিল । এটারই প্রতিবাদে আমি এই ব্যানার লাগিয়েছি । মানুষ আরও জানুক, প্রতিবাদ করুক । কত মানুষ আমাকে বলে এভাবেই প্রতিবাদ করতে থাকো, তোমার সাহস আছে । আমি চাই সবাই প্রতিবাদ করুক ।"
বোলপুরের নিচুপট্টির বাসিন্দা সুকেশ চক্রবর্তী । অর্থাৎ তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পাড়ার বাসিন্দা তিনি । পেশায় টোটো চালক । প্রায় সময় টোটোর পিছনে বিভিন্ন প্রতিবাদ মূলক ছবি ও কথা লিখে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাঁকে । যেমন - পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর শান্তিনিকেতনের অপা বাড়ি সংক্রান্ত ব্যানার দেখা দিয়েছে সুকেশের টোটোয় ।
আরও পড়ুন: বোলপুরের টোটোয় অনুব্রতর বিরুদ্ধে ব্যাঙ্গাত্মক ব্যানার চালক সুকেশের
একই ভাবে গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরে তাঁর কার্টুন ছবির সঙ্গে ব্যঙ্গাত্মক লেখা ব্যানার, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে তাঁকে 'ভগবান' লিখে ব্যানার লাগাতেও দেখা গিয়েছে সুকেশকে । এবার ব্যালট খাওয়া নিয়ে ব্যানার তৈরি করলেন তিনি ৷