বীরভূম, ৮ মে : বীরভূম জেলায় নির্বাচনী ফল-পরবর্তী হিংসা পরিস্থিতি পরিদর্শনে এল কেন্দ্রীয় প্রতিনিধিদল । বোলপুরের পারুল ডাঙা মাঠে সেনা হেলিকপ্টারে নেমে নানুর বিধানসভা এলাকা পরিদর্শন করে চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল ।
আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের জন্য বিধানসভার অধ্যক্ষ হলেন বিমান বন্দ্যোপাধ্যায়
জেলার মধ্যে সর্বাধিক হিংসার খবর এসেছে নানুর, বোলপুর, লাভপুর, ইলামবাজার, পাড়ুই, মহম্মদবাজার, দুবরাজপুর, সাঁইথিয়া প্রভৃতি এলাকা থেকে । সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে প্রথমে নানুরের উদ্দেশ্যে রওনা দেয় প্রতিনিধিদলের কনভয় ।
অভিযোগ ছিল, নানুরের একাধিক জায়গায় বিজেপির মহিলা কর্মীরা আক্রান্ত হয়েছেন । তাই নানুর বিধানসভা থেকেই পরিদর্শন শুরু করে কেন্দ্রীয় প্রতিনিধিদল ।