সিউড়ি, ২৭ ফেব্রুয়ারি : "বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের কার্যালয়গুলো জামাত জঙ্গির ঘাঁটি"। বীরভূমে দলীয় কর্মসূচিতে এসে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে একথা বলেন BJP রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি দাবি করেন, স্বরাষ্ট্র মন্ত্রকের উচিত তৃণমূলের দলীয় কার্যালয়গুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
সায়ন্তনবাবু বলেন, "বীরভূম জেলা ISI-এর কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে জামাতের বিভিন্ন মডিউল কাজ করে। সন্ত্রাসবাদীদের কাঠামো এখানে পরিণত হচ্ছে। যখন ভারত পাকিস্তানের উপর হামলা চালাচ্ছে ঠিক তার পরেই মুর্শিদাবাদ জেলা থেকে জামাতের দুই সক্রিয় জঙ্গিকে গ্রেপ্তার করেছে NIA। আমরা BJP-র পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে লিখিতভাবে অভিযোগ করব রাজ্যের যে সমস্ত জেলাগুলো ISI এবং জামাতের ঘাঁটিতে পরিণত হয়েছে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।"
সায়ন্তন বসুর এই মন্তব্যের পর বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, "সায়ন্তন বসু একটা পাগল। দেশকে কী করে ভালোবাসতে হয় তাই জানে না। বীরভূমের মানুষ এই কথা শুনতে পেলে ওকে তাড়া করবে।"