রামপুরহাট, 7 জুলাই : রেল বেসরকারিকরণের প্রতিবাদেরামপুরহাট রেল স্টেশনের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস । বিক্ষোভে সামিলছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিতমাল এবং রাজ্যের কৃষিমন্ত্রী তথা এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় ।
পেট্রোপণ্যেরমূল্যবৃদ্ধি ও রেল বেসরকারিকরণ এবং কেন্দ্রের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদেগতকাল থেকেই রাজ্যজুড়ে পথে নেমেছে তৃণমূল কগ্রেসের নেতাকর্মীরা । পেট্রোপণ্যেরমূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল রামপুরহাট শহরে মিছিল করে তৃণমূল কংগ্রেস । আজ বেলাদশটার সময় রামপুরহাট রেল স্টেশনের সামনে রেল বেসরকারিকরণের প্রতিবাদে বিক্ষোভকর্মসূচি পালন করে রামপুরহাট শহর ও ব্লক তৃণমূল কংগ্রেস । গত দুই মাসে প্রায় 22 বার পেট্রল ও ডিজ়েলের দাম বেড়েছে ।তারপরই রেলের বেসরকারিকরণের কর্মসূচি গ্রহণ করে কেন্দ্রীয় সরকার । তারপরই তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দেন । সেই মতো তৃণমূলকংগ্রেসের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছে ।
বীরভূমের সাংসদ শতাব্দী রায়বলেন,"কেন্দ্রীয় সরকারের পেট্রোপণ্যেরমূল্যবৃদ্ধি ও রেল বেসরকারিকরণের প্রতিবাদে আজ রামপুরহাট রেল স্টেশনের সামনেবিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি ।" রাজ্যের কৃষিমন্ত্রী তথা রামপুরহাটবিধানসভার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "এই সরকার জনবিরোধী সরকার, এই সরকার বিক্রি করে দেওয়া সরকার । রেলেরবেসরকারিকরণ করার উদ্দেশ্য পুঁজিপতিদের লাভবান করা । BJP সরকার মানুষের কল্যাণের জন্য নয়, দুর্গতির জন্য এই সরকার আছে ।"