সিউড়ি, 25 নভেম্বর: মন্ত্রী চন্দ্রনাথ সিনহার পর এবার ফের সাংসদ শতাব্দী রায়কে প্রার্থী ঘোষণা করলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। যা নিয়ে দলের অন্দরেই জল্পনা তুঙ্গে ৷ 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল-কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে ঘোষণা হয়ে গেল অভিনেত্রী তথা সাংসদ শতাব্দীর নাম ৷
বীরভূম লোকসভা কেন্দ্রের তিন বারের সাংসদ অভিনেত্রী শতাব্দী রায় ৷ শনিবার সাঁইথিয়ায় বিজয়া সম্মিলনীর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে শতাব্দী রায়কেই পুনরায় প্রার্থী ঘোষণা করেছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সেই সময় মঞ্চেই ছিলেন সাংসদ। এদিনও সিউড়ির খয়রাশোল ব্লকের গোষ্ঠীকোন্দল মেটাতে একটি বৈঠক ছিল ৷ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সিউড়ির বিধায়ক তথা দলের বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। তাঁর পাশেই হাসিমুখে দাঁড়িয়েছিলেন সাংসদ শতাব্দী রায়।
বিকাশ রায়চৌধুরী বলেন, "এরা মিরাকল আলোচনা ৷ 2 ডিসেম্বর খয়রাশোলের গোষ্ঠ মাঠে 50 হাজার কর্মী-সমর্থকদের নিয়ে জনসভা করবে তৃণমূল-কংগ্রেস। কোর কমিটির 9 জন সদস্যই থাকবে ৷ সেইদিনই বোঝা যাবে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই ৷ বিজেপির কোনও অস্বস্তি নেই ৷ বিজেপি শেষ। আমাদের প্রার্থী শতাব্দী রায়ই হবেন ৷ শতাব্দী প্রার্থী হলে শুধুমাত্র খয়রাশোল থেকেই 15 থেকে 20 হাজার ভোটে জিতব।"
অর্থাৎ, মন্ত্রীর পর এবার বিধায়ক শতাব্দী রায়কে ফের প্রার্থী ঘোষণা করল তৃণমূল ৷ এখনও দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বা সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এ সম্পর্কিত কোনও ঘোষণা আসেনি ৷ তার আগেই বীরভূম লোকসভা কেন্দ্রে চতুর্থবার অভিনেত্রী শতাব্দী রায়কে প্রার্থী করার দাবি উঠল দলের অন্দরে ৷
আরও পড়ুন: