ETV Bharat / state

Kopai Illegal Soil Smuggling : মাটি মাফিয়াদের রুখতে কোপাই নদীর পাড়ে তৃণমূল অভিযান - মাটি মাফিয়া

কোপাইয়ে মাটি মাফিয়াদের রাজত্ব বেড়ে চলেছে ৷ এবার মাটি মাফিয়াদের ধরতে স্থানীয় তৃণমূল নেতারা পুলিশকে সঙ্গে নিয়ে কোপাই নদীতে অভিযান চালালেন (Kopai Illegal Soil Smuggling) ৷

Santiniketan Kopai River Soil Smuggling
কোপাইয়ে চলছে অবৈধ মাটি কাটা
author img

By

Published : Jun 15, 2022, 7:54 AM IST

Updated : Jun 15, 2022, 8:51 AM IST

শান্তিনিকেতন, 15 জুন : দীর্ঘদিন ধরে কোপাই নদী থেকে অবৈধভাবে মাটি কাটা চলছে ৷ এ নিয়ে অভিযোগ জানিয়েছে স্থানীয়রা ৷ কয়েকদিন আগে মাটি কাটার সময়ে পুলিশ হানা দিয়ে এক মাটি মাফিয়াকে আটক করেছিল ৷ তার রেশ কাটতে না কাটতেই ফের এক ঘটনা ৷ এবার মাটি চুরি বন্ধ করতে মঙ্গলবার স্থানীয় তৃণমূল নেতারা হানা দেন কোপাই নদীর পাড়ে ৷ তাঁরা পুলিশে খবর দেন ৷ পুলিশ এসে দু'টি নম্বর প্লেটহীন ট্রাক্টর বাজেয়াপ্ত করে (TMC leaders with Police raid Kopai river in Birbhum) ৷

বীরভূমের অন্য নদ-নদীগুলির কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই কোপাই নদী অত্যন্ত জনপ্রিয় ৷ ঐতিহ্যবাহী 'আমাদের ছোট নদী কোপাই' থেকে দিনে-দুপুরে মাটি কাটা হচ্ছে বেআইনিভাবে ৷ অভিযোগ, তৃণমূল নেতাদের মদতেই নদীর পাড় কেটে মাটি, বালি তুলে নিয়ে যাওয়া হয় ইটভাটা ও বাগান বাড়িতে ৷ দীর্ঘদিন ধরে মাটি মাফিয়াদের রাজত্ব চলছে ৷

মঙ্গলবার মাটি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালালেন বোলপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা বাবু দাস ৷ তিনি হাতেনাতে ধরেন বেআইনি মাটি কারবারিদের ৷ খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানায় । পুলিশ এসে নদীর পাড় কাটা আটকায় ৷

কোপাই নদীর পাড়ে চলছে অবৈধ মাটি কাটা

আরও পড়ুন : Kopai Illegal Soil Cutting : ইটিভি ভারতের খবরের জের, কোপাইয়ে মাটি মাফিয়াদের রুখতে অভিযান প্রশাসনের

এই প্রসঙ্গে তৃণমূল নেতা বাবু দাস বলেন, "মাটি মাফিয়ারা কোপাই নদীর পাড় কেটে নিচ্ছে ৷ ফলে নদীর বাঁক ঘুরে যাচ্ছে ৷ নদীর গতিপথ বদলে যাচ্ছে । অভিযোগ পেয়েই আমরা এসেছি ৷ পুলিশকেও খবর দেওয়া হয়েছে ৷ কোপাইকে রক্ষা করতে হবে ৷"

শান্তিনিকেতন, 15 জুন : দীর্ঘদিন ধরে কোপাই নদী থেকে অবৈধভাবে মাটি কাটা চলছে ৷ এ নিয়ে অভিযোগ জানিয়েছে স্থানীয়রা ৷ কয়েকদিন আগে মাটি কাটার সময়ে পুলিশ হানা দিয়ে এক মাটি মাফিয়াকে আটক করেছিল ৷ তার রেশ কাটতে না কাটতেই ফের এক ঘটনা ৷ এবার মাটি চুরি বন্ধ করতে মঙ্গলবার স্থানীয় তৃণমূল নেতারা হানা দেন কোপাই নদীর পাড়ে ৷ তাঁরা পুলিশে খবর দেন ৷ পুলিশ এসে দু'টি নম্বর প্লেটহীন ট্রাক্টর বাজেয়াপ্ত করে (TMC leaders with Police raid Kopai river in Birbhum) ৷

বীরভূমের অন্য নদ-নদীগুলির কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই কোপাই নদী অত্যন্ত জনপ্রিয় ৷ ঐতিহ্যবাহী 'আমাদের ছোট নদী কোপাই' থেকে দিনে-দুপুরে মাটি কাটা হচ্ছে বেআইনিভাবে ৷ অভিযোগ, তৃণমূল নেতাদের মদতেই নদীর পাড় কেটে মাটি, বালি তুলে নিয়ে যাওয়া হয় ইটভাটা ও বাগান বাড়িতে ৷ দীর্ঘদিন ধরে মাটি মাফিয়াদের রাজত্ব চলছে ৷

মঙ্গলবার মাটি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালালেন বোলপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা বাবু দাস ৷ তিনি হাতেনাতে ধরেন বেআইনি মাটি কারবারিদের ৷ খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানায় । পুলিশ এসে নদীর পাড় কাটা আটকায় ৷

কোপাই নদীর পাড়ে চলছে অবৈধ মাটি কাটা

আরও পড়ুন : Kopai Illegal Soil Cutting : ইটিভি ভারতের খবরের জের, কোপাইয়ে মাটি মাফিয়াদের রুখতে অভিযান প্রশাসনের

এই প্রসঙ্গে তৃণমূল নেতা বাবু দাস বলেন, "মাটি মাফিয়ারা কোপাই নদীর পাড় কেটে নিচ্ছে ৷ ফলে নদীর বাঁক ঘুরে যাচ্ছে ৷ নদীর গতিপথ বদলে যাচ্ছে । অভিযোগ পেয়েই আমরা এসেছি ৷ পুলিশকেও খবর দেওয়া হয়েছে ৷ কোপাইকে রক্ষা করতে হবে ৷"

Last Updated : Jun 15, 2022, 8:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.