ETV Bharat / state

TMC Leader Threatens BJP Members: 'দিল্লিতে অনুব্রতর কষ্ট হলে বীরভূমে বিজেপি নেতাদেরও কষ্ট হবে !', তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক

তৃণমূল নেতা গদাধর হাজরার গলায় হুমকির সুর ! বীরভূমের কীর্ণাহারে বিজেপি নেতা ও কর্মীদের উদ্দেশে কী বললেন তিনি (TMC Leader Threatens BJP Members in Birbhum) ?

TMC Leader Threatens BJP Members in Birbhum over Anubrata Mondal issue
অনুব্রতর পাশে গদাধর
author img

By

Published : Mar 5, 2023, 10:31 PM IST

গদাধরের হুমকি

কীর্ণাহার, 5 মার্চ: "দিল্লিতে অনুব্রত মণ্ডলের যদি কোনও কষ্ট হয়, তাহলে বীরভূমের বিজেপি নেতাদেরও কষ্ট হবে !" রবিবার বীরভূমের কীর্ণাহারে আয়োজিত একটি দলীয় কর্মসূচির মঞ্চ থেকে এভাবেই কার্যত হুমকি দিলেন জেলা তৃণমূলের নেতা তথা নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা (TMC Leader Threatens BJP Members in Birbhum) ৷

প্রসঙ্গত, গরুপাচার মামলায় (WB Cattle Smuggling Case) সিবিআই ও ইডির তদন্তের জেরে গত কয়েকমাস ধরে হাজতবাস করতে হচ্ছে অনুব্রতকে (Anubrata Mondal) ৷ আপাতত তিনি রয়েছেন আসানসোলের বিশেষ সংশোধনাগারে ৷ কিন্তু, ইডি তাঁকে দিল্লি নিয়ে যেতে চায় ৷ অনুব্রতর এই দিল্লিযাত্রা ঠেকাতে মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁর আইনজীবীরা ৷ তবে, রবিবার সন্ধে পর্যন্ত যা খবর, তাতে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে আইনত কোনও বাধা নেই ৷ তারপরও নিরাপত্তা ইস্যুতে টালবাহানার জেরে অনুব্রতকে এখনও পর্যন্ত অন্তত দিল্লি নিয়ে যাওয়া সম্ভব হয়নি ৷

এসবের মধ্যেই গদাধরের বক্তব্য নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়েছে ৷ গেরুয়া শিবিরের অভিযোগ, গদাধর সরাসরি জেলার বিজেপি নেতাদের হুমকি দিয়েছেন ৷ পরবর্তীতে এ নিয়ে প্রশ্ন করা হলে নানুরের প্রাক্তন বিধায়ক বলেন, তিনি যা বলেছেন, ঠিকই বলেছেন ৷ তাঁর সাফ কথা, অনুব্রত দিল্লিতে কষ্ট পেলে বীরভূমে বিজেপি নেতারাও কষ্ট পাবেন ! তখন তাঁকে প্রশ্ন করা হয়, কে বিজেপি নেতাদের কষ্ট দেবে ? তাতে গদাধর বলেন, "জেলার তৃণমূল নেতা, কর্মীরাই বিজেপি সদস্যদের কষ্ট দেবেন !" পরক্ষণেই অবশ্য তিনি দাবি করেন, মানুষ ভোটের মাধ্যমে বিজেপিকে কষ্ট দেবে ৷

একইসঙ্গে, এদিনের মঞ্চ থেকে গদাধর জানান, অনুব্রত মণ্ডল জেলে থাকলেও বীরভূমে ভোট হবে কেষ্টর দেখানো পথেই ! কারণ, অনুব্রত নাকি তাঁর দলীয় সহকর্মীদের ভোট করাতে শিখিয়ে দিয়ে গিয়েছেন ! তাই সেভাবেই আসন্ন পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচন করাবেন তাঁরা ! ওয়াকিবহাল মহল বলছে, ভারতবর্ষে ভোট করায় নির্বাচন কমিশন ৷ পঞ্চায়েত নির্বাচনের দায়িত্বে থাকে রাজ্য নির্বাচন কমিশন ৷ তবে কি বীরভূম সেই নিয়মের ব্যতিক্রম ? তাই এখানে এতদিন অনুব্রত মণ্ডল ভোট করাতেন ! আর এরপর করাবেন তাঁর অনুগামীরা ?

আরও পড়ুন: 'রক্তপাত হচ্ছে, ভীষণ ব্যথা !' বিচারককে বললেন কেষ্ট

বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গদাধরের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ৷ কিন্তু, তিনি সেসব পাত্তা দিতে নারাজ ৷ এদিনের কর্মসূচির মঞ্চে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নাম উচ্চারণের আগে অনুব্রত মণ্ডলের নামে জয়ধ্বনি করতেও শোনা যায় গদাধরকে ৷ তাঁর ভাষণে হাততালিও পড়ে দেদার ! তবে, বিরোধীদের আশঙ্কা, এই ধরনের ভাষণে ভোট মরশুমে বীরভূমে অশান্তি ও হিংসা বাড়বে ৷

গদাধরের হুমকি

কীর্ণাহার, 5 মার্চ: "দিল্লিতে অনুব্রত মণ্ডলের যদি কোনও কষ্ট হয়, তাহলে বীরভূমের বিজেপি নেতাদেরও কষ্ট হবে !" রবিবার বীরভূমের কীর্ণাহারে আয়োজিত একটি দলীয় কর্মসূচির মঞ্চ থেকে এভাবেই কার্যত হুমকি দিলেন জেলা তৃণমূলের নেতা তথা নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা (TMC Leader Threatens BJP Members in Birbhum) ৷

প্রসঙ্গত, গরুপাচার মামলায় (WB Cattle Smuggling Case) সিবিআই ও ইডির তদন্তের জেরে গত কয়েকমাস ধরে হাজতবাস করতে হচ্ছে অনুব্রতকে (Anubrata Mondal) ৷ আপাতত তিনি রয়েছেন আসানসোলের বিশেষ সংশোধনাগারে ৷ কিন্তু, ইডি তাঁকে দিল্লি নিয়ে যেতে চায় ৷ অনুব্রতর এই দিল্লিযাত্রা ঠেকাতে মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁর আইনজীবীরা ৷ তবে, রবিবার সন্ধে পর্যন্ত যা খবর, তাতে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে আইনত কোনও বাধা নেই ৷ তারপরও নিরাপত্তা ইস্যুতে টালবাহানার জেরে অনুব্রতকে এখনও পর্যন্ত অন্তত দিল্লি নিয়ে যাওয়া সম্ভব হয়নি ৷

এসবের মধ্যেই গদাধরের বক্তব্য নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়েছে ৷ গেরুয়া শিবিরের অভিযোগ, গদাধর সরাসরি জেলার বিজেপি নেতাদের হুমকি দিয়েছেন ৷ পরবর্তীতে এ নিয়ে প্রশ্ন করা হলে নানুরের প্রাক্তন বিধায়ক বলেন, তিনি যা বলেছেন, ঠিকই বলেছেন ৷ তাঁর সাফ কথা, অনুব্রত দিল্লিতে কষ্ট পেলে বীরভূমে বিজেপি নেতারাও কষ্ট পাবেন ! তখন তাঁকে প্রশ্ন করা হয়, কে বিজেপি নেতাদের কষ্ট দেবে ? তাতে গদাধর বলেন, "জেলার তৃণমূল নেতা, কর্মীরাই বিজেপি সদস্যদের কষ্ট দেবেন !" পরক্ষণেই অবশ্য তিনি দাবি করেন, মানুষ ভোটের মাধ্যমে বিজেপিকে কষ্ট দেবে ৷

একইসঙ্গে, এদিনের মঞ্চ থেকে গদাধর জানান, অনুব্রত মণ্ডল জেলে থাকলেও বীরভূমে ভোট হবে কেষ্টর দেখানো পথেই ! কারণ, অনুব্রত নাকি তাঁর দলীয় সহকর্মীদের ভোট করাতে শিখিয়ে দিয়ে গিয়েছেন ! তাই সেভাবেই আসন্ন পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচন করাবেন তাঁরা ! ওয়াকিবহাল মহল বলছে, ভারতবর্ষে ভোট করায় নির্বাচন কমিশন ৷ পঞ্চায়েত নির্বাচনের দায়িত্বে থাকে রাজ্য নির্বাচন কমিশন ৷ তবে কি বীরভূম সেই নিয়মের ব্যতিক্রম ? তাই এখানে এতদিন অনুব্রত মণ্ডল ভোট করাতেন ! আর এরপর করাবেন তাঁর অনুগামীরা ?

আরও পড়ুন: 'রক্তপাত হচ্ছে, ভীষণ ব্যথা !' বিচারককে বললেন কেষ্ট

বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গদাধরের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ৷ কিন্তু, তিনি সেসব পাত্তা দিতে নারাজ ৷ এদিনের কর্মসূচির মঞ্চে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নাম উচ্চারণের আগে অনুব্রত মণ্ডলের নামে জয়ধ্বনি করতেও শোনা যায় গদাধরকে ৷ তাঁর ভাষণে হাততালিও পড়ে দেদার ! তবে, বিরোধীদের আশঙ্কা, এই ধরনের ভাষণে ভোট মরশুমে বীরভূমে অশান্তি ও হিংসা বাড়বে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.