ETV Bharat / state

Pradhan Mantri Awas Yojana: 'দল সাম্মানিক পেলে ছেলেদের তেলের খরচ দিই !' ভাইরাল ভিডিয়ো নিয়ে সাফাই তৃণমূল নেতার

পাঁড়ুইয়ের ভাইরাল ভিডিয়ো (Viral VDO) নিয়ে মুখ খুললেন স্থানীয় তৃণমূল নেতা আনোয়ার সিকদার (Anwar Sikdar) ৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) সম্পর্কে কী বললেন তিনি ?

TMC Leader reaction on Viral Video of Birbhum regarding Pradhan Mantri Awas Yojana
ফাইল ছবি ৷
author img

By

Published : Jan 2, 2023, 5:30 PM IST

নেতার সাফাই ৷

বোলপুর, 2 জানুয়ারি: "দলের হাতে 'সাম্মানিক' কোনও টাকা এলে, তা দলের ছেলেদের মধ্যে ভাগ করে দিই ৷ ওরা তো বেকার ৷ তাই, তেল কিনতে টাকা দিই !" পাঁড়ুইয়ের ভাইরাল ভিডিয়ো (Viral Video) নিয়ে এভাবেই সাফাই দিলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় অঞ্চল সভাপতি আনোয়ার সিকদার (Anwar Sikdar) ৷ অস্বীকার করলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) অধীনে ঘর পাইয়ে দেওয়ার বিনিময়ে তোলা আদায়ের অভিযোগ ৷ আনোয়ার সিকদার জানালেন, সবটাই নাকি বিরোধীদের 'অপপ্রচার' !

আবাস যোজনা সংক্রান্ত দুর্নীতি (Awas Yojana Scam) নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ রাজ্যের প্রায় সর্বত্রই অভিযোগ উঠছে, ন্য়ায্য দাবিদারদের বঞ্চিত করে ঘনিষ্ঠদের ঘর পাইয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারা ৷ অনেকে নাকি আবার ঘর পাইয়ে দেওয়ার বিনিময়ে আদায় করেছেন কাটমানি ! এই প্রেক্ষাপটে ভাইরাল হয় বীরভূমের পাঁড়ুইয়ের একটি ভিডিয়ো ৷ তাতে আনোয়ার সিকদারকে বলতে শোনা যায়, "10 হাজার টাকা এলেও সবাই তার সমান ভাগ পায় !" (ইটিভি ভারত এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ৷)

আরও পড়ুন: টাকার ভাগ সবাই পায় ! আবাস যোজনার টাকা আত্মসাৎ নিয়ে বিস্ফোরক তৃণমূল নেতা

এই ঘটনার পর অভিযোগ ওঠে, আবাস দুর্নীতি নিয়ে আনোয়ারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়েছিলেন তৃণমূলেরই স্থানীয় কয়েকজন কর্মী ৷ সেই সময়েই আবাস দুর্নীতিতে মোটা টাকা আত্মসাতের অভিযোগ করা হয় ৷ তখন উপরোক্ত উক্তিটি আনোয়ার করেন বলে দাবি করা হচ্ছে ৷

সোমবার এ নিয়ে প্রশ্ন করা হয় আনোয়ার সিকদারকে ৷ ইটিভি ভারতের প্রতিনিধির প্রশ্নের উত্তরে ওই তৃণমূল নেতা দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে ৷ আনোয়ারের দাবি, "অনেক সময় সাম্মানিক হিসাবে অর্থ পায় দল ৷ আমাদের দলের সদস্যরা তো বেকার ৷ তাই যখনই কোনও টাকা আসে, তা থেকে সকলকে কিছু কিছু দেওয়া হয় ৷ তেলেরও তো খরচ লাগে ৷ তাই কাউকে 500, কাউকে 1000 করে দেওয়া হয় ৷ এর সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার কোনও সম্পর্ক নেই ৷" কিন্তু ঘটনা হল, আবাস দুর্নীতি নিয়ে তর্ক, বিতর্ক চলাকালীনই সংশ্লিষ্ট মন্তব্যটি করেন আনোয়ার ৷ তাহলে টাকার উৎস নিয়ে অন্য প্রসঙ্গ উত্থাপন হল কখন? এর জবাব কার্যত এড়িয়ে গিয়েছেন তৃণমূলের এই নেতা ৷

জেলা রাজনৈতিক মহলের একাংশ বলছেন, আনোয়ারের মন্তব্যে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি আরও বাড়বে ৷ কারণ, ওই ভিডিয়ো যে ভুয়ো, এমন দাবি আনোয়ার করেননি ৷ বরং তিনি যা বলেছেন, তারই কোনও মতে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন ৷ অথচ, তাঁর সেই সাফাই কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্ন রয়েই যাচ্ছে ৷ বর্তমান প্রেক্ষাপটে এই ঘটনা রাজ্যের শাসকদলের বিড়ম্বনা বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

নেতার সাফাই ৷

বোলপুর, 2 জানুয়ারি: "দলের হাতে 'সাম্মানিক' কোনও টাকা এলে, তা দলের ছেলেদের মধ্যে ভাগ করে দিই ৷ ওরা তো বেকার ৷ তাই, তেল কিনতে টাকা দিই !" পাঁড়ুইয়ের ভাইরাল ভিডিয়ো (Viral Video) নিয়ে এভাবেই সাফাই দিলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় অঞ্চল সভাপতি আনোয়ার সিকদার (Anwar Sikdar) ৷ অস্বীকার করলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) অধীনে ঘর পাইয়ে দেওয়ার বিনিময়ে তোলা আদায়ের অভিযোগ ৷ আনোয়ার সিকদার জানালেন, সবটাই নাকি বিরোধীদের 'অপপ্রচার' !

আবাস যোজনা সংক্রান্ত দুর্নীতি (Awas Yojana Scam) নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ রাজ্যের প্রায় সর্বত্রই অভিযোগ উঠছে, ন্য়ায্য দাবিদারদের বঞ্চিত করে ঘনিষ্ঠদের ঘর পাইয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারা ৷ অনেকে নাকি আবার ঘর পাইয়ে দেওয়ার বিনিময়ে আদায় করেছেন কাটমানি ! এই প্রেক্ষাপটে ভাইরাল হয় বীরভূমের পাঁড়ুইয়ের একটি ভিডিয়ো ৷ তাতে আনোয়ার সিকদারকে বলতে শোনা যায়, "10 হাজার টাকা এলেও সবাই তার সমান ভাগ পায় !" (ইটিভি ভারত এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ৷)

আরও পড়ুন: টাকার ভাগ সবাই পায় ! আবাস যোজনার টাকা আত্মসাৎ নিয়ে বিস্ফোরক তৃণমূল নেতা

এই ঘটনার পর অভিযোগ ওঠে, আবাস দুর্নীতি নিয়ে আনোয়ারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়েছিলেন তৃণমূলেরই স্থানীয় কয়েকজন কর্মী ৷ সেই সময়েই আবাস দুর্নীতিতে মোটা টাকা আত্মসাতের অভিযোগ করা হয় ৷ তখন উপরোক্ত উক্তিটি আনোয়ার করেন বলে দাবি করা হচ্ছে ৷

সোমবার এ নিয়ে প্রশ্ন করা হয় আনোয়ার সিকদারকে ৷ ইটিভি ভারতের প্রতিনিধির প্রশ্নের উত্তরে ওই তৃণমূল নেতা দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে ৷ আনোয়ারের দাবি, "অনেক সময় সাম্মানিক হিসাবে অর্থ পায় দল ৷ আমাদের দলের সদস্যরা তো বেকার ৷ তাই যখনই কোনও টাকা আসে, তা থেকে সকলকে কিছু কিছু দেওয়া হয় ৷ তেলেরও তো খরচ লাগে ৷ তাই কাউকে 500, কাউকে 1000 করে দেওয়া হয় ৷ এর সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার কোনও সম্পর্ক নেই ৷" কিন্তু ঘটনা হল, আবাস দুর্নীতি নিয়ে তর্ক, বিতর্ক চলাকালীনই সংশ্লিষ্ট মন্তব্যটি করেন আনোয়ার ৷ তাহলে টাকার উৎস নিয়ে অন্য প্রসঙ্গ উত্থাপন হল কখন? এর জবাব কার্যত এড়িয়ে গিয়েছেন তৃণমূলের এই নেতা ৷

জেলা রাজনৈতিক মহলের একাংশ বলছেন, আনোয়ারের মন্তব্যে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি আরও বাড়বে ৷ কারণ, ওই ভিডিয়ো যে ভুয়ো, এমন দাবি আনোয়ার করেননি ৷ বরং তিনি যা বলেছেন, তারই কোনও মতে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন ৷ অথচ, তাঁর সেই সাফাই কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্ন রয়েই যাচ্ছে ৷ বর্তমান প্রেক্ষাপটে এই ঘটনা রাজ্যের শাসকদলের বিড়ম্বনা বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.