সদাইপুর (বীরভূম), 26 জুলাই: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে গুরুত্বর যখম তৃণমূল নেতা ৷ জানা গিয়েছে, বীরভূমের সদাইপুর থানার হাজরাপুর গ্রামে বোমা বাঁধা ও মজুতের কাজ চলছিল। সেইসময় বিস্ফোরণ হয় ৷ গুরুত্বর জখম অবস্থায় গোলাম রসুল নামে ওই তৃণমূল নেতাকে সিউড়ি সদর হাসপাতালে ভরতি করা হয়েছে। এই ঘটনায় বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "তৃণমূলের লোকজন বোমা মজুত করছিল। ওরা তৃণমূলের দুষ্কৃতী। সেই সময় বিস্ফোরণে জখম হয় ওদেরই লোক ৷
তিনি আরও বলেন, "বীরভূম জেলাকে বারুদের স্তুপে পরিণত করেছে। পঞ্চায়েত নির্বাচনে তো দেখলেন, কীভাবে ভোট করল ৷ কোনও গণতন্ত্র নেই, দুষ্কৃতীদের রাজত্ব চলছে। পুলিশ ও প্রশাসন সবাই সব জেনেও নিশ্চুপ।" বীরভূম জেলার সদাইপুর থানার পাথরচাপুরির কাছে হাজরাপুর গ্রামে মঙ্গলবার রাতে বোমা, বোমা তৈরির মশলা মজুত করছিল। এমনকী, বোমা বাঁধার কাজও চলছিল বলে অভিযোগ। সেইসময় বিস্ফোরণে গুরুত্বর জখম হন স্থানীয় তৃণমূল নেতা গোলাম রসূল ৷
আরও পড়ুন: খেলনা ভেবে কৌটো ধরতেই বিস্ফোরণ, আহত 2 শিশু
মুখ থেকে বুক ও হাত-পায়ে গুরুত্বর আঘাত লেগে জখম হন তিনি ৷ হাতদু'টিও পুড়ে যায় বোমার আঘাতে। এদিন সকালে তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভরতি করা হয় ৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ হাসপাতালে চত্ত্বরেও জড়ো হন তৃণমূলের নেতা থেকে কর্মীরা। বিস্ফোরণের পর থেকে গ্রামেও উত্তেজনা রয়েছে। অন্যদিকে, সিউড়ি থানার ধল্লাগ্রামে তিনটি প্ল্যাস্টিকের ড্রামভরতি বোমা উদ্ধার হয়। প্রায় 60টি তাজা বোমা ছিল। পুলিশ বোমাগুলি উদ্ধার করে নিরাপদ স্থানে রাখে ৷ খবর দেওয়া হয় বোলপুরে সিআইডি বম্ব স্কোয়ার্ডকে। যদিও, এই অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দুবরাজপুর ব্লকের তৃণমূল কোর কমিটির সদস্য স্বপন মণ্ডল বলেন, "সব মিথ্যা অভিযোগ। চা করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। বোমা নয়।"
আরও পড়ুন: বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু, তৃণমূলের দিকে অভিযোগ কংগ্রেসের