বোলপুর, 28 এপ্রিল : এক রিসর্ট মালিককে 15 লাখ টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে । শান্তিনিকেতন থানার অন্তর্গত এক রিসর্টের মালিক তাপস মল্লিককে রিসর্ট না চালাতে দেওয়ার হুমকি দেয় ইলামবাজারের দেলোরা গ্রামের তৃণমূল নেতা আব্বাস উদ্দিন । ঘটনায় শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাপসবাবু । যদিও, পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তাঁর ।
শান্তিনিকেতন থানার তালতোরে একটি বেসরকারি রিসর্ট রয়েছে । অভিযোগ, কয়েকদিন ধরে এই রিসর্টের মালিক তাপস মল্লিককে ফোন করে 15 লাখ টাকা চান আব্বাস উদ্দিন । টাকা না দিলে না রিসর্ট চালাতে দেওয়া হবে না বলে হুমকিও দেওয়া হয় । এমন কী, টাকা না দেওয়ায় লকডাউন ভেঙে লোকজন নিয়ে রিসর্টে এসে তাপসবাবুকে হুমকি দেওয়া হয় । ইলামবাজারের দেলোরা গ্রামে বাড়ি ওই তৃণমূল নেতা আব্বাস উদ্দিনের । তাপস মল্লিক আরও জানান, টাকা না দিলে ও তাঁর কথা না শুনলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় তাঁকে । আব্বাস উদ্দিনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাপসবাবু ।
তাপসবাবু বলেন, "ফোনে 15 লাখ টাকা চেয়ে হুমকি দেয় আব্বাস উদ্দিন । টাকা না দিলে আমাকে রিসর্ট চালাতে দেবে না বলে জানায় । আমি পুলিশে জানিয়েছি । কিন্তু, পুলিশের কাছ থেকে কোনওরকম সহযোগিতা পাচ্ছি না । বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি ।" যদিও, এই প্রসঙ্গে আব্বাস উদ্দিনকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি । তাই তাঁর কাছে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।