ETV Bharat / state

বোলপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজিতে আক্রান্ত একাধিক - বোলপুরে তৃণমূলের দুই পক্ষের মধ্যে বোমাবাজি

বিদ্যুৎ-এর ফেজ় লাগানোকে কেন্দ্র করে বোলপুরের করিমপুর গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বোমাবাজি ৷ এলাকায় চলছে পুলিশি টহলদারি ৷

বোমাবাজি
author img

By

Published : Oct 23, 2019, 1:02 PM IST

Updated : Oct 23, 2019, 1:21 PM IST

বোলপুর, 23 অক্টোবর : বিদ্যুৎ-এর ফেজ় লাগানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বোলপুরের বাহিরি পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের কেরিমপুর গ্রাম । ভোর রাত থেকে চলে দু'পক্ষের মধ্যে দফায় দফায় বোমাবাজি । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

গ্রামে বিদ্যুৎ-এর খুঁটিতে লাগানো ফেজ় কেটে গিয়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে গ্রামের একাংশ । স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় । একে অপরের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ফেজ় কেটে দেওয়ার অভিযোগ আনে ৷

দেখুন ভিডিয়ো...

উন্নয়নের বিভিন্ন খাতের টাকা কার দখলে থাকবে এই নিয়ে গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের ৷ ফেজ় লাগানোকে কেন্দ্র করে আজ নজরুল মণ্ডল ও কান্ত শেখের অনুগামীদের মধ্যে শুরু হয় বচসা ৷ এরপর শুরু হয় বোমাবাজি ৷ জখম এক মহিলা সহ দু'পক্ষের বেশ কয়েকজন । এছাড়াও ভাঙচুর চালানো হয়েছে উভয়পক্ষের অনুগামীদের বাড়িতে ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বোলপুর থানার পুলিশ ৷ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে ৷ গ্রামে পুলিশি টহলদারি চলছে ।

বোলপুর, 23 অক্টোবর : বিদ্যুৎ-এর ফেজ় লাগানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বোলপুরের বাহিরি পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের কেরিমপুর গ্রাম । ভোর রাত থেকে চলে দু'পক্ষের মধ্যে দফায় দফায় বোমাবাজি । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

গ্রামে বিদ্যুৎ-এর খুঁটিতে লাগানো ফেজ় কেটে গিয়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে গ্রামের একাংশ । স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় । একে অপরের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ফেজ় কেটে দেওয়ার অভিযোগ আনে ৷

দেখুন ভিডিয়ো...

উন্নয়নের বিভিন্ন খাতের টাকা কার দখলে থাকবে এই নিয়ে গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের ৷ ফেজ় লাগানোকে কেন্দ্র করে আজ নজরুল মণ্ডল ও কান্ত শেখের অনুগামীদের মধ্যে শুরু হয় বচসা ৷ এরপর শুরু হয় বোমাবাজি ৷ জখম এক মহিলা সহ দু'পক্ষের বেশ কয়েকজন । এছাড়াও ভাঙচুর চালানো হয়েছে উভয়পক্ষের অনুগামীদের বাড়িতে ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বোলপুর থানার পুলিশ ৷ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে ৷ গ্রামে পুলিশি টহলদারি চলছে ।

Intro:বোলপুর, ২৩ অক্টোবরঃ বিদ্যুতের ফেজ লাগানোলে কেন্দ্র করে তৃণমূল দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বোলপুরের বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের করিমপুর গ্রাম। ভোর রাত থেকে চলে দুপক্ষের মধ্যে দফায় দফায় বোমাবাজি। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।Body:বোলপুর, ২৩ অক্টোবরঃ বিদ্যুতের ফেজ লাগানোলে কেন্দ্র করে তৃণমূল দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বোলপুরের বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের করিমপুর গ্রাম। ভোর রাত থেকে চলে দুপক্ষের মধ্যে দফায় দফায় বোমাবাজি। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

গ্রামে বিদ্যুতের খুঁটিতে লাগানো ফেজ কেটে গিয়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে গ্রামের একাংশ। ইচ্ছাকৃত ভাবে ফেজ কেটে দেওয়া হয় এই নিয়ে শুরু হয় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা। উন্নয়নের বিভিন্ন খাতের টাকা কার দখলে থাকবে এই নিয়ে গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠী নজরুল মণ্ডল ও কান্ত শেখের অনুগামীদের দ্বন্দ্ব দীর্ঘ দিনের। তাই সামান্য বিদ্যুতের ফেজ লাগানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় দফায় দফায় ব্যপক বোমাবাজি। ঘটনায় মহিলা সহ দুপক্ষের বেশ কয়েকজন জখম হন। এছাড়া, ভাঙচুর করা হয় দুপক্ষের অনুগামীদের বাড়ি। খবর পেয়ে বোলপুর থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেন। গ্রামে উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল। গ্রামের রাস্তায় পড়ে রয়েছে তাজা বোমা, সুতলি, বারুদের দাগ। ঘটনায় আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।Conclusion:
Last Updated : Oct 23, 2019, 1:21 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.