সাঁইথিয়া, 24 এপিল : হাতে বন্দুক আর মুখে বন্দেমাতরম। বাইক নিয়ে চলছে তৃণমূলের অস্ত্র মিছিল। সাঁইথিয়া থানার হরিশালা অঞ্চলের ঘটনা। মিছিলে উপস্থিত ছিলেন হরিশালা পঞ্চায়েতের উপপ্রধান বেতন ঘোষ, হরিশালা অঞ্চল সম্পাদক চিন্ময় ঘোষ সহ একাধিক তৃণমূল কর্মীরা।
আজ এই মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল অঞ্চল সভাপতি প্রশান্ত মণ্ডল। লেকপাড়া গ্রাম থেকে বাগডাঙা মোড় পর্যন্ত এই মিছিলটি হয়।