ETV Bharat / state

Mamata Banerjee Birbhum Visit: কেষ্টভূমে মমতার সফরে ব্রাত্য অনুব্রতর ছবি ! - অনুব্রত মণ্ডল

আগামী মাসেই বীরভূম সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Birbhum Visit) ৷ তাঁর সেই সফরে কোথাও রাখা হবে না অনুব্রত মণ্ডলের ছবি (Anubrata Mondal Picture) ! কেন এই সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস ?

TMC decided Anubrata Mondal Picture will not be shown during Mamata Banerjee upcoming Birbhum Visit
ফাইল ছবি
author img

By

Published : Jan 22, 2023, 9:19 PM IST

কলকাতা, 22 জানুয়ারি: আগামী মাসের শুরুতেই বীরভূমে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Birbhum Visit) ৷ দলীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সফরকালে তাঁর অনুষ্ঠানস্থলের কোথাও অনুব্রত মণ্ডলের ছবি (Anubrata Mondal Picture) টাঙানো যাবে না ! শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে নাকি জেলাস্তরে এমনই নির্দেশ গিয়েছে ! খবর কানে যেতেই আসরে নেমেছে বিরোধীরা ৷ তাদের খোঁচা, এবার তাহলে কেষ্টকে ঝেড়ে ফেলতে চাইছেন দিদি ! যদিও রাজনৈতিক মহলের ব্যাখ্যা, আইনি জটিলতা এড়াতেই তৃণমূলের এই কৌশল ৷ কারণ, গরুপাচার মামলায় এই মুহূর্তে জেলে রয়েছেন কেষ্ট ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর কোনও কর্মসূচিতে সেই ঘটনার আঁচ পড়ুক, চাইছে না রাজ্যের শাসকদল ৷ সেই কারণেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷

প্রসঙ্গত, এখনও বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন অনুব্রত মণ্ডল ৷ গরুপাচার কাণ্ডে তিনি গ্রেফতার হওয়ার পর স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন ৷ বলেছিলেন, কেষ্টকে 'বীরের সম্মান' দেওয়ার কথা ! এরপর ফিরহাদ হাকিম অনুব্রতকে সম্বোধন করেছিলেন 'বাঘ' বলে ! তাঁর প্রতি দলীয় নেতৃত্বের এমন সব বিশেষণ প্রয়োগে অনুব্রতর সমস্য়া বেড়েছে বই কমেনি ৷ তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার 'প্রভাবশালী তত্ত্ব' আরও পোক্ত হয়েছে ৷ যার জেরে এখনও কারাবাসেই দিনযাপন করতে হচ্ছে অনুব্রতকে ৷

আরও পড়ুন: জেলে বসেই আধিকারিকদের হুমকি দিচ্ছেন অনুব্রত, বিস্ফোরক দাবি সিবিআই আইনজীবীর

সংশ্লিষ্ট মহল মনে করছে, অনুব্রত জেলে থাকা সত্ত্বেও যদি মমতার বীরভূমের কর্মসূচি 'কেষ্টময়' হয়, তাহলে জনমানসে অসন্তোষ তৈরি হতে পারে ৷ তাছাড়া, বিরোধীরাও এই সুযোগকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করতে ছাড়বে না ৷ এই ঘটনাকে হাতিয়ার করবে কেন্দ্রীয় সংস্থাও ৷ ফলে আদালতে তাদের লড়াই আরও সহজ হবে ৷ জেনে, বুঝে সেই সুযোগ দিতে নারাজ তৃণমূলশিবির ৷ আর সেই কারণেই, দিদির আসন্ন সভায় কেষ্টর ছবি ব্রাত্যই থাকছে ! তবে, এত করেও সমালোচনা থামছে কই ? ইতিমধ্য়েই বিরোধীরা বলছে, প্রয়োজন ফুরিয়েছে ৷ তাই কেষ্টকে ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চাইছে তৃণমূল !

এদিকে, এখনও পর্যন্ত তৃণমূল সুপ্রিমোর বীরভূম সফরের যে সূচি পাওয়া গিয়েছে, সেই অনুসারে, আগামী 31 জানুয়ারি মালদা সফরে যাবেন মমতা ৷ সেখান থেকেই 1 ফেব্রুয়ারি সরাসরি পৌঁছে যাবেন বীরভূম ৷ ওই দিন বোলপুরে তাঁর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে ৷ তার আগে মালদাতেও একই অনুষ্ঠান করবেন তিনি ৷

উল্লেখ্য, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই পালা করে রাজ্যের প্রত্যেক জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ বিভিন্ন জেলায় নিজে হাজির থেকে সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দিচ্ছেন ৷ এর জন্য ইতিমধ্যেই জেলা প্রশাসন প্রস্তুতি নিতে শুরু করেছে ৷

কলকাতা, 22 জানুয়ারি: আগামী মাসের শুরুতেই বীরভূমে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Birbhum Visit) ৷ দলীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সফরকালে তাঁর অনুষ্ঠানস্থলের কোথাও অনুব্রত মণ্ডলের ছবি (Anubrata Mondal Picture) টাঙানো যাবে না ! শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে নাকি জেলাস্তরে এমনই নির্দেশ গিয়েছে ! খবর কানে যেতেই আসরে নেমেছে বিরোধীরা ৷ তাদের খোঁচা, এবার তাহলে কেষ্টকে ঝেড়ে ফেলতে চাইছেন দিদি ! যদিও রাজনৈতিক মহলের ব্যাখ্যা, আইনি জটিলতা এড়াতেই তৃণমূলের এই কৌশল ৷ কারণ, গরুপাচার মামলায় এই মুহূর্তে জেলে রয়েছেন কেষ্ট ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর কোনও কর্মসূচিতে সেই ঘটনার আঁচ পড়ুক, চাইছে না রাজ্যের শাসকদল ৷ সেই কারণেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷

প্রসঙ্গত, এখনও বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন অনুব্রত মণ্ডল ৷ গরুপাচার কাণ্ডে তিনি গ্রেফতার হওয়ার পর স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন ৷ বলেছিলেন, কেষ্টকে 'বীরের সম্মান' দেওয়ার কথা ! এরপর ফিরহাদ হাকিম অনুব্রতকে সম্বোধন করেছিলেন 'বাঘ' বলে ! তাঁর প্রতি দলীয় নেতৃত্বের এমন সব বিশেষণ প্রয়োগে অনুব্রতর সমস্য়া বেড়েছে বই কমেনি ৷ তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার 'প্রভাবশালী তত্ত্ব' আরও পোক্ত হয়েছে ৷ যার জেরে এখনও কারাবাসেই দিনযাপন করতে হচ্ছে অনুব্রতকে ৷

আরও পড়ুন: জেলে বসেই আধিকারিকদের হুমকি দিচ্ছেন অনুব্রত, বিস্ফোরক দাবি সিবিআই আইনজীবীর

সংশ্লিষ্ট মহল মনে করছে, অনুব্রত জেলে থাকা সত্ত্বেও যদি মমতার বীরভূমের কর্মসূচি 'কেষ্টময়' হয়, তাহলে জনমানসে অসন্তোষ তৈরি হতে পারে ৷ তাছাড়া, বিরোধীরাও এই সুযোগকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করতে ছাড়বে না ৷ এই ঘটনাকে হাতিয়ার করবে কেন্দ্রীয় সংস্থাও ৷ ফলে আদালতে তাদের লড়াই আরও সহজ হবে ৷ জেনে, বুঝে সেই সুযোগ দিতে নারাজ তৃণমূলশিবির ৷ আর সেই কারণেই, দিদির আসন্ন সভায় কেষ্টর ছবি ব্রাত্যই থাকছে ! তবে, এত করেও সমালোচনা থামছে কই ? ইতিমধ্য়েই বিরোধীরা বলছে, প্রয়োজন ফুরিয়েছে ৷ তাই কেষ্টকে ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চাইছে তৃণমূল !

এদিকে, এখনও পর্যন্ত তৃণমূল সুপ্রিমোর বীরভূম সফরের যে সূচি পাওয়া গিয়েছে, সেই অনুসারে, আগামী 31 জানুয়ারি মালদা সফরে যাবেন মমতা ৷ সেখান থেকেই 1 ফেব্রুয়ারি সরাসরি পৌঁছে যাবেন বীরভূম ৷ ওই দিন বোলপুরে তাঁর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে ৷ তার আগে মালদাতেও একই অনুষ্ঠান করবেন তিনি ৷

উল্লেখ্য, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই পালা করে রাজ্যের প্রত্যেক জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ বিভিন্ন জেলায় নিজে হাজির থেকে সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দিচ্ছেন ৷ এর জন্য ইতিমধ্যেই জেলা প্রশাসন প্রস্তুতি নিতে শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.