ETV Bharat / state

Panchayat Election Results 2023: নারকীয় গণহত্যার বগটুইয়ে বিজেপির পরাজয়! স্বস্তি তৃণমূল শিবিরে

2022 সালের 21 মার্চ অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রাম ৷ গণহত্যায় মৃত্যু হয়েছিল 11 জনের ৷ তারপর মৃতদের পরিবারের লোকজন বিজেপিতে যোগ দেয় ৷ এদিকে পঞ্চায়েত নির্বাচনে তাঁদের হারিয়ে জয়ী হল তৃণমূল ৷

ETV Bharat
বগটুই
author img

By

Published : Jul 12, 2023, 6:39 AM IST

Updated : Jul 12, 2023, 6:53 AM IST

বগটুই, 11 জুলাই: গণহত্যার বগটুইয়ে জয়ী তৃণমূল প্রার্থী ৷ পরাজিত স্বজনহারা পরিবারের বিজেপিতে যোগ দেওয়া সদস্যরা ৷ গ্রামের 4টি আসনেই জয়লাভ করেছে শাসক শিবির ৷ বগটুইয়ে বিজেপির এই হার যে তৃণমূল কংগ্রেসকে বেশ কিছুটা স্বস্তি দিয়েছে, তা বলাই যায় ৷ যেভাবে 11 জনকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল তা আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে শাসক দলকে স্বভাবতই অস্বস্তিতে ফেলেছিল ৷

এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎকালীন রামপুরহাট 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ ৷ মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য, সরকারি চাকরির ব্যবস্থা করলেও বছর ঘুরতেই স্বজনহারাদের বেশিরভাগ সদস্যই বিজেপিতে যোগদান করে ৷ এই বড়শাল গ্রামপঞ্চায়েতের অন্তর্গত বগটুই গ্রামে মোট 4টি আসন ৷ মনোনয়পত্র জমা ও প্রত্যাহার পর্বেই 2 টি আসনে কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়লাভ করেছিলেন তৃণমূল-কংগ্রেস প্রার্থী লক্ষ্মী বিবি ও নূরে আলম ৷

আরও পড়ুন: ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত পলাশ শেখের মা বগটুই সংসদে বিজেপির প্রার্থী

মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পর জয়লাভ করেন দুই তৃণমূল প্রার্থী রুবিনা বিবি ও নাজেমুল হক ৷ বিজেপির টিকিটে বগটুই সংসদ থেকে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করে পরাজিত হন স্বজনহারা বিজেপির প্রার্থী মেরিনা বিবি ও সীমা বিবি ৷ উল্লেখ্য, ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত পলাশ শেখের মা মেরিনা বিবি ৷ তিনি পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন ৷ তবে শেষ পর্যন্ত তৃণমূলের কাছে পরাজিত হলেন ৷

2022 সালের 21 মার্চ সন্ধ্যায় রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল গ্রামপঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয় ৷ এই ঘটনার কয়েক ঘণ্টা পরে বগটুই গ্রামের 10-12টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় 9 জনের ৷ পরে আরও 2 জনের মৃত্যু হয় ৷ নৃশংস এই গণহত্যার ঘটনায় 23 মার্চ স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে কলকাতা হাইকোর্ট ৷ আদালতের নির্দেশে শুরু হয় সিবিআই তদন্ত ৷

আরও পড়ুন: বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বগটুইয়ের স্বজনহারা পরিবারের 3 সদস্য

তবে হত্যাকাণ্ডে তৃণমূল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল । তাই কার্যত কোণঠাসা হয়ে গিয়েছিল শাসকদল তৃণমূল-কংগ্রেস ৷ এবার পঞ্চায়েত নির্বাচনে বড়শাল গ্রামপঞ্চায়েত প্রার্থী দেয় তৃণমূল-সহ বিজেপি এবং সিপিএম ৷ এদিন ফল প্রকাশের পর দেখা গেল এই পঞ্চায়েতের 24 টি আসনের মধ্যে তৃণমূল 11টি, বিজেপি 8টি ও সিপিএম 3টি আসনে জয় লাভ করেছে ৷ অর্থাৎ, তৃণমূলের দখলেই যায় বড়শাল গ্রামপঞ্চায়েত ৷ বিজেপিতে যোগ দেওয়া স্বজনহারা পরিবারের সদস্যদের পরাজয়ে স্বভাবত বেশ কিছুটা স্বস্তি পেয়েছে শাসক শিবির ৷

বগটুই, 11 জুলাই: গণহত্যার বগটুইয়ে জয়ী তৃণমূল প্রার্থী ৷ পরাজিত স্বজনহারা পরিবারের বিজেপিতে যোগ দেওয়া সদস্যরা ৷ গ্রামের 4টি আসনেই জয়লাভ করেছে শাসক শিবির ৷ বগটুইয়ে বিজেপির এই হার যে তৃণমূল কংগ্রেসকে বেশ কিছুটা স্বস্তি দিয়েছে, তা বলাই যায় ৷ যেভাবে 11 জনকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল তা আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে শাসক দলকে স্বভাবতই অস্বস্তিতে ফেলেছিল ৷

এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎকালীন রামপুরহাট 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ ৷ মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য, সরকারি চাকরির ব্যবস্থা করলেও বছর ঘুরতেই স্বজনহারাদের বেশিরভাগ সদস্যই বিজেপিতে যোগদান করে ৷ এই বড়শাল গ্রামপঞ্চায়েতের অন্তর্গত বগটুই গ্রামে মোট 4টি আসন ৷ মনোনয়পত্র জমা ও প্রত্যাহার পর্বেই 2 টি আসনে কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়লাভ করেছিলেন তৃণমূল-কংগ্রেস প্রার্থী লক্ষ্মী বিবি ও নূরে আলম ৷

আরও পড়ুন: ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত পলাশ শেখের মা বগটুই সংসদে বিজেপির প্রার্থী

মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পর জয়লাভ করেন দুই তৃণমূল প্রার্থী রুবিনা বিবি ও নাজেমুল হক ৷ বিজেপির টিকিটে বগটুই সংসদ থেকে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করে পরাজিত হন স্বজনহারা বিজেপির প্রার্থী মেরিনা বিবি ও সীমা বিবি ৷ উল্লেখ্য, ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত পলাশ শেখের মা মেরিনা বিবি ৷ তিনি পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন ৷ তবে শেষ পর্যন্ত তৃণমূলের কাছে পরাজিত হলেন ৷

2022 সালের 21 মার্চ সন্ধ্যায় রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল গ্রামপঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয় ৷ এই ঘটনার কয়েক ঘণ্টা পরে বগটুই গ্রামের 10-12টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় 9 জনের ৷ পরে আরও 2 জনের মৃত্যু হয় ৷ নৃশংস এই গণহত্যার ঘটনায় 23 মার্চ স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে কলকাতা হাইকোর্ট ৷ আদালতের নির্দেশে শুরু হয় সিবিআই তদন্ত ৷

আরও পড়ুন: বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বগটুইয়ের স্বজনহারা পরিবারের 3 সদস্য

তবে হত্যাকাণ্ডে তৃণমূল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল । তাই কার্যত কোণঠাসা হয়ে গিয়েছিল শাসকদল তৃণমূল-কংগ্রেস ৷ এবার পঞ্চায়েত নির্বাচনে বড়শাল গ্রামপঞ্চায়েত প্রার্থী দেয় তৃণমূল-সহ বিজেপি এবং সিপিএম ৷ এদিন ফল প্রকাশের পর দেখা গেল এই পঞ্চায়েতের 24 টি আসনের মধ্যে তৃণমূল 11টি, বিজেপি 8টি ও সিপিএম 3টি আসনে জয় লাভ করেছে ৷ অর্থাৎ, তৃণমূলের দখলেই যায় বড়শাল গ্রামপঞ্চায়েত ৷ বিজেপিতে যোগ দেওয়া স্বজনহারা পরিবারের সদস্যদের পরাজয়ে স্বভাবত বেশ কিছুটা স্বস্তি পেয়েছে শাসক শিবির ৷

Last Updated : Jul 12, 2023, 6:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.