ETV Bharat / state

Panchayat Elections 2023: অন্য দৃশ্য! সিপিএম প্রার্থীকে ফুল-মিষ্টি দিয়ে শুভেচ্ছা তৃণমূল প্রার্থীর - তৃণমূল

দিকে দিকে যখন তৃণমূলের বিরুদ্ধে হুমকি, মারধরের অভিযোগ, তখন বোলপুরের ধান্যসরা গ্রামে দেখা গেল অন্য দৃশ্য ৷ সিপিএম প্রার্থীকে ফুলের স্তবক ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী ৷

Panchayat Elections 2023
সিপিএম প্রার্থীকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা তৃণমূল প্রার্থীর
author img

By

Published : Jun 18, 2023, 11:05 PM IST

সিপিএম প্রার্থীকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা তৃণমূল প্রার্থীর

বোলপুর, 18 জুন: একদিকে যখন মনোনয়ন প্রত্যাহারের জন্য বিরোধী প্রার্থীদের হুমকি, মারধর করা হচ্ছে। অন্যদিকে, সিপিএম প্রার্থীকে ফুলের স্তবক ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী ৷ বোলপুরের জেলা পরিষদের সিপিএম প্রার্থী শিখা মাড্ডির বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন তৃণমূল প্রার্থী সাবানা ইয়াসমিন।

তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় ও মানি লন্ডারিং মামলায় তিহাড় জেলে বন্দি ৷ তাই এই প্রথম বীরভূম জেলা পরিষদের 52টি আসনেই শাসকদল তৃণমূল-কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে বিরোধীরা ৷ সিপিএম, বিজেপি ও কংগ্রেস-সহ অন্যান্য দলও জেলা পরিষদে প্রার্থী দিয়েছে। এছাড়াও, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতেও প্রার্থী দিয়েছে বিরোধীরা ৷ তবে প্রার্থীপদ প্রত্যাহারে জন্য বিরোধীদের চাপ দিচ্ছে তৃণমূল এমনটাই অভিযোগ।

শুধু চাপ নয়, বিরোধী প্রার্থীদের বাড়িতে চড়াও হয়ে হুমকি, মারধর করা হচ্ছে ৷ শাসকদলের নেতা-কর্মীরদের ভয়ে ইতিমধ্যে জেলার একাধিক পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয় বিজেপি ও সিপিএম। একদা এই গ্রাম ছিল সিপিএমের গড় ৷ এই গ্রাম থেকে জেলা পরিষদের প্রার্থী হয়েছেন শিখা মাড্ডি ৷ এদিন তাঁর বাড়িতে যান জেলা পরিষদের তৃণমূল প্রার্থী সাবানা ইয়াসমিন। সিপিএম প্রার্থীর হাতে ফুলের স্তবক ও মিষ্টির প্যাকেট তুলে দেন তিনি ৷ গণতন্ত্রের অন্যতম উৎসবের মঞ্চে সুষ্ঠ লড়াই হোক, উন্নয়নের কথা বলে লড়াই হোক, এমনই কথা বলেন তৃণমূল প্রার্থী ৷ তৃণমূল প্রার্থীর কাছ থেকে এই ধরনের সৌজন্যেতা পেয়ে খুশি সিপিএম প্রার্থীও ৷

আরও পড়ুন: নির্দল প্রার্থীর হাত কেটে নেওয়ার হুমকি তৃণমূল নেতার

সিপিএম প্রার্থী শিখা মাড্ডি বলেন, "আমি খুব খুশি। ভালো লাগছে ৷ উন্নয়নের জন্য আমরা সবাই ভাবি।" তৃণমূল প্রার্থী সাবানা ইয়াসমিন বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2011-এ সরকার গড়েছিলেন তখন তিনি বলেছিলেন বদলা নয়, বদল চাই ৷ তাই এই গণতান্ত্রিক নির্বাচনে আমরাও চাই লড়াই হোক সুষ্ঠ মত। হিংসাত্মক নয় ৷ উন্নয়ন নিয়ে লড়াই হোক। তাই আমি বিরোধী প্রার্থীকে শুভেচ্ছা জানালাম।"

সিপিএম প্রার্থীকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা তৃণমূল প্রার্থীর

বোলপুর, 18 জুন: একদিকে যখন মনোনয়ন প্রত্যাহারের জন্য বিরোধী প্রার্থীদের হুমকি, মারধর করা হচ্ছে। অন্যদিকে, সিপিএম প্রার্থীকে ফুলের স্তবক ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী ৷ বোলপুরের জেলা পরিষদের সিপিএম প্রার্থী শিখা মাড্ডির বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন তৃণমূল প্রার্থী সাবানা ইয়াসমিন।

তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় ও মানি লন্ডারিং মামলায় তিহাড় জেলে বন্দি ৷ তাই এই প্রথম বীরভূম জেলা পরিষদের 52টি আসনেই শাসকদল তৃণমূল-কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে বিরোধীরা ৷ সিপিএম, বিজেপি ও কংগ্রেস-সহ অন্যান্য দলও জেলা পরিষদে প্রার্থী দিয়েছে। এছাড়াও, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতেও প্রার্থী দিয়েছে বিরোধীরা ৷ তবে প্রার্থীপদ প্রত্যাহারে জন্য বিরোধীদের চাপ দিচ্ছে তৃণমূল এমনটাই অভিযোগ।

শুধু চাপ নয়, বিরোধী প্রার্থীদের বাড়িতে চড়াও হয়ে হুমকি, মারধর করা হচ্ছে ৷ শাসকদলের নেতা-কর্মীরদের ভয়ে ইতিমধ্যে জেলার একাধিক পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয় বিজেপি ও সিপিএম। একদা এই গ্রাম ছিল সিপিএমের গড় ৷ এই গ্রাম থেকে জেলা পরিষদের প্রার্থী হয়েছেন শিখা মাড্ডি ৷ এদিন তাঁর বাড়িতে যান জেলা পরিষদের তৃণমূল প্রার্থী সাবানা ইয়াসমিন। সিপিএম প্রার্থীর হাতে ফুলের স্তবক ও মিষ্টির প্যাকেট তুলে দেন তিনি ৷ গণতন্ত্রের অন্যতম উৎসবের মঞ্চে সুষ্ঠ লড়াই হোক, উন্নয়নের কথা বলে লড়াই হোক, এমনই কথা বলেন তৃণমূল প্রার্থী ৷ তৃণমূল প্রার্থীর কাছ থেকে এই ধরনের সৌজন্যেতা পেয়ে খুশি সিপিএম প্রার্থীও ৷

আরও পড়ুন: নির্দল প্রার্থীর হাত কেটে নেওয়ার হুমকি তৃণমূল নেতার

সিপিএম প্রার্থী শিখা মাড্ডি বলেন, "আমি খুব খুশি। ভালো লাগছে ৷ উন্নয়নের জন্য আমরা সবাই ভাবি।" তৃণমূল প্রার্থী সাবানা ইয়াসমিন বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2011-এ সরকার গড়েছিলেন তখন তিনি বলেছিলেন বদলা নয়, বদল চাই ৷ তাই এই গণতান্ত্রিক নির্বাচনে আমরাও চাই লড়াই হোক সুষ্ঠ মত। হিংসাত্মক নয় ৷ উন্নয়ন নিয়ে লড়াই হোক। তাই আমি বিরোধী প্রার্থীকে শুভেচ্ছা জানালাম।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.