ETV Bharat / state

Bogtui Massacre Incident: বগটুই গণহত্যার বর্ষপূর্তিতে শহিদ বেদি তৈরিতে পিছিয়েও মাল্যদানে এগিয়ে তৃণমূল - বগটুই গণহত্যার বর্ষপূর্তি নিয়ে তৃণমূল বিজেপি

বিজেপি আগে শহিদ বেদি তৈরি করেছে ৷ ঠিক তার পাশেই আরও এক শহিদ বেদি তৈরি করেছে তৃণমূল ৷ বেলা 12টায় তাতে মালা দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷ বিকেল 4টেয় বিজেপির তৈরি শহিদ বেদিতে মালা দেবেন শুভেন্দু ৷ একটা হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক দলগুলির এহেন প্রতিযোগিতা সত্যিই আশ্চর্যের (TMC BJP Compete Anniversary Bogtui Massacre)৷

ETV Bharat
বগটুইয়ের বর্ষপূর্তিতে মাল্যদানের ভিড়
author img

By

Published : Mar 21, 2023, 2:27 PM IST

রামপুরহাট, 21 মার্চ: বছর ঘুরতেই রাজনৈতিক নেতাদের ভিড় বগটুই গ্রামে । গতবছর 21 মার্চে রামপুরহাটের এই বগটুই গ্রামে শিশু-সহ 10 জন মহিলাকে খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছিল । রামপুরহাট 1 নং ব্লকের বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুনের পরই হিংসা ছড়িয়ে পড়ে বগটুই গ্রামে । আগুন ধরিয়ে দেওয়া হয় 12টি বাড়িতে । চলে হত্যালীলা । বলি হয় 10টি প্রাণ । সেই ঘটনার বছর পূর্তিতে বগটুই গ্রামে তৃণমূল ও বিজেপির প্রতিযোগিতাই তৈরি হয়েছে শহিদ বেদি (TMC and BJP on Bogtui Massacre Anniversary)।

সোমবার প্রথমে স্বজনহারা মিহিলাল শেখের বাড়িতে বিজেপি তৈরি করে একটি শহিদ বেদি । সেই খবর ছড়িয়ে পড়তেই বিজেপির শহিদ বেদির ঠিক সামনেই তড়িঘড়ি তৈরি হল তৃণমূলের শহিদ বেদি । তবে বিজেপির শহিদ বেদি প্রথমে তৈরি হলেও মাল্যদানে এগিয়ে গেল তৃণমূল ৷ আজ বেলা 12টায় তৃণমূলের তৈরি শহিদ বেদিতে মালা দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিং, অশোক চট্টোপাধ্যায়, তৃণমূল নেতা কাজল শেখ, মলয় মুখোপাধ্যায়, রামপুরহাট 1 নং তৃণমূল ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি-সহ স্থানীয় ও জেলা নেতৃত্ব ।

শহিদ বেদিতে মাল্যদানের পর মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, "বিজেপি বগটুইকে নিয়ে রাজনীতি করছে । আমাদের মুখ্যমন্ত্রী পীড়িতদের পরিবারকে যথাসম্ভব সাহায্য করেছেন । কিন্তু বিজেপি ভোটের রাজনীতি করছে ।"

অন্যদিকে বিজেপি সূত্রে খবর, আজ বিকেল 4টায় তাদের তৈরি শহিদ বেদিতে মাল্যদান করতে আসবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ঠিক তারপরই মৌন মিছিল করবে সিপিআইএম । নেতৃত্ব দেবেন রাজ্য কমিটির সম্পাদক মহঃ সেলিম । বগটুই গ্রাম যে আজ রাজনৈতিক নেতাদের রঙ্গমঞ্চ তা বলাই বাহুল্য । আবার একবার সংবাদ শিরোনামে বগটুই । কিন্তু সাংবাদিকদের ক্যামেরার সামনে মুখ না খুললেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আগমনে আতঙ্কিত সাধারণ বগটুইবাসী । তাঁরা ভীত যে রাজনৈতিক উসকানি তে এমন কিছু না ঘটে, যাতে আবার দিনের পর পর দিন ঘর বন্দি হয়ে থাকতে হয় তাঁদের। মাছওলা, সবজিওয়ালা, আইসক্রিম বিক্রেতা যায় নি কয়েক মাস বগটুই গ্রামে। আবার সেই দিন ফিরে আসবে না তো?

আরও পড়ুন : বগটুই গণহত্যার এক বছর, শহিদ বেদী তৈরির প্রতিযোগিতায় বিজেপি-তৃণমূল

রামপুরহাট, 21 মার্চ: বছর ঘুরতেই রাজনৈতিক নেতাদের ভিড় বগটুই গ্রামে । গতবছর 21 মার্চে রামপুরহাটের এই বগটুই গ্রামে শিশু-সহ 10 জন মহিলাকে খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছিল । রামপুরহাট 1 নং ব্লকের বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুনের পরই হিংসা ছড়িয়ে পড়ে বগটুই গ্রামে । আগুন ধরিয়ে দেওয়া হয় 12টি বাড়িতে । চলে হত্যালীলা । বলি হয় 10টি প্রাণ । সেই ঘটনার বছর পূর্তিতে বগটুই গ্রামে তৃণমূল ও বিজেপির প্রতিযোগিতাই তৈরি হয়েছে শহিদ বেদি (TMC and BJP on Bogtui Massacre Anniversary)।

সোমবার প্রথমে স্বজনহারা মিহিলাল শেখের বাড়িতে বিজেপি তৈরি করে একটি শহিদ বেদি । সেই খবর ছড়িয়ে পড়তেই বিজেপির শহিদ বেদির ঠিক সামনেই তড়িঘড়ি তৈরি হল তৃণমূলের শহিদ বেদি । তবে বিজেপির শহিদ বেদি প্রথমে তৈরি হলেও মাল্যদানে এগিয়ে গেল তৃণমূল ৷ আজ বেলা 12টায় তৃণমূলের তৈরি শহিদ বেদিতে মালা দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিং, অশোক চট্টোপাধ্যায়, তৃণমূল নেতা কাজল শেখ, মলয় মুখোপাধ্যায়, রামপুরহাট 1 নং তৃণমূল ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি-সহ স্থানীয় ও জেলা নেতৃত্ব ।

শহিদ বেদিতে মাল্যদানের পর মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, "বিজেপি বগটুইকে নিয়ে রাজনীতি করছে । আমাদের মুখ্যমন্ত্রী পীড়িতদের পরিবারকে যথাসম্ভব সাহায্য করেছেন । কিন্তু বিজেপি ভোটের রাজনীতি করছে ।"

অন্যদিকে বিজেপি সূত্রে খবর, আজ বিকেল 4টায় তাদের তৈরি শহিদ বেদিতে মাল্যদান করতে আসবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ঠিক তারপরই মৌন মিছিল করবে সিপিআইএম । নেতৃত্ব দেবেন রাজ্য কমিটির সম্পাদক মহঃ সেলিম । বগটুই গ্রাম যে আজ রাজনৈতিক নেতাদের রঙ্গমঞ্চ তা বলাই বাহুল্য । আবার একবার সংবাদ শিরোনামে বগটুই । কিন্তু সাংবাদিকদের ক্যামেরার সামনে মুখ না খুললেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আগমনে আতঙ্কিত সাধারণ বগটুইবাসী । তাঁরা ভীত যে রাজনৈতিক উসকানি তে এমন কিছু না ঘটে, যাতে আবার দিনের পর পর দিন ঘর বন্দি হয়ে থাকতে হয় তাঁদের। মাছওলা, সবজিওয়ালা, আইসক্রিম বিক্রেতা যায় নি কয়েক মাস বগটুই গ্রামে। আবার সেই দিন ফিরে আসবে না তো?

আরও পড়ুন : বগটুই গণহত্যার এক বছর, শহিদ বেদী তৈরির প্রতিযোগিতায় বিজেপি-তৃণমূল

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.